বিষয়বস্তুতে চলুন

সলিডারিটি সেন্টার

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সলিডারিটি সেন্টার
(সংহতি কেন্দ্র)
স্থানীয় নামসলিডারিটি সেন্টার
প্রতিষ্ঠাকাল১৯৯৭
প্রধান ইউনিয়নস্যাওনা বাডের-ব্ল্যাউ, নির্বাহি পরিচালক
অধিভুক্তিAFL-CIO
প্রধান ব্যক্তিরিচার্ড ট্রুমকা (শ্রমিক নেতা), বোর্ড অফ ট্রাস্টি চেয়ার
দপ্তরের অবস্থান৮৮৮ ১৬ স্ট্রিট, এন.ডাব্লিউ., সুইট ৪০০, ওয়াসিংটন ডি.সি. ২০০০৬, গ্লোবাল ফিল্ড অফিসেস
দেশযুক্তরাষ্ট্র
ওয়েবসাইটsolidaritycenter.org

সলিডারিটি সেন্টার বা সংহতি কেন্দ্র একটি অলাভজনক প্রতিষ্ঠান, যা AFL-CIO (American Federation of Labor and Congress of Industrial Organizations) এর একটি সংশ্লিষ্ট প্রতিষ্ঠান। এর মুল লক্ষ্য হল কার্যকরি, স্বাধীন ও গণতান্ত্রিকভাবে ইউনিয়ন গথন করে বিশ্বব্যাপী শ্রমিকদের আন্দোলন গড়ে তোলা যাতে তারা রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে দৃঢ় হতে পারে।