সলঙ্গা থানা
সলঙ্গা | |
---|---|
থানা | |
বাংলাদেশে সলঙ্গা থানার অবস্থান | |
স্থানাঙ্ক: ২৪°২৪′৫৩.৮০২″ উত্তর ৮৯°৩০′২৯.৫০৯″ পূর্ব / ২৪.৪১৪৯৪৫০০° উত্তর ৮৯.৫০৮১৯৬৯৪° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | রাজশাহী |
জেলা | সিরাজগঞ্জ |
প্রতিষ্ঠা | ২০০১[১] |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
সলঙ্গা থানা রাজশাহী বিভাগের সিরাজগঞ্জ জেলার একটি থানা। ২০০১ সালে রায়গঞ্জ উপজেলার ৩টি ও উল্লাপাড়া উপজেলার ৩টি ইউনিয়ন পরিষদ নিয়ে এই থানাটি আত্মপ্রকাশ করে।[১][২]
ইতিহাস
[সম্পাদনা]ব্রিটিশ আমলে সলঙ্গা ইউনিয়ন পরিষদের আবির্ভাব ঘটে।[৩]। ১৯২২ সালে সলঙ্গায় একটি ব্রিটিশ বিরোধী আন্দোলন সংগঠিত হয় যা সলংগা আন্দোলন বা সলঙ্গা গণহত্যা নামে পরিচিত। আবদুর রশীদ তর্কবাগীশ এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন।[৪]
পরবর্তীতে ২০০১ সালে সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার ৩টি ও রায়গঞ্জ উপজেলার ৩টি ইউনিয়ন পরিষদ নিয়ে সলঙ্গা থানা গঠিত হয়।
সলঙ্গা থানার জনগণ সলঙ্গা উপজেলা প্রতিষ্ঠার জন্য দাবি করে আসছেন। এজন্য তারা বিভিন্ন সময়ে মানববন্ধন কর্মসূচি পালন করে। সলঙ্গা সোসাইটি নামের একটি সংগঠন এই সকল কর্মসূচির আয়োজন করে থাকে।[২]
আওতাধীন এলাকা
[সম্পাদনা]সলঙ্গা থানা ৬টি ইউনিয়ন পরিষদ নিয়ে গঠিত হয়েছে। এর মধ্যে উল্লাপাড়া উপজেলার ৩টি ও রায়গঞ্জ উপজেলার ৩টি ইউনিয়ন পরিষদ রয়েছে।[৫]
- উল্লাপাড়া উপজেলা
- রায়গঞ্জ উপজেলা
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ ক খ "সলঙ্গা থানাকে উপজেলা করার দাবিতে মানববন্ধন"। ২০২৩-০৯-০১। ২০২৪-০৯-০১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২৪-০৯-০১।
- ↑ ক খ "সিরাজগঞ্জের সলঙ্গা থানাকে উপজেলা করার দাবি"। কালের কণ্ঠ। ২০১৯-০৭-০৭। ২০২৪-০৯-০১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২৪-০৯-০১।
- ↑ "সলংগা ইউনিয়নের ইতিহাস"। বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন - সলঙ্গা ইউনিয়ন। ২০২৪-০৯-০১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২৪-০৯-০১।
- ↑ "শতবর্ষে সলঙ্গা বিদ্রোহ : বিস্মৃত ইতিহাস"। যুগান্তর। ২০২২-০১-২৭। ২০২৪-০৯-২৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২৪-০৯-০১।
- ↑ "সিরাজগঞ্জের সলঙ্গাকে উপজেলা করার দাবিতে মানববন্ধন"। নয়া দিগন্ত। ২০১৯-০৭-০৫। ২০২৪-০৯-০১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২৪-০৯-০১।