সংবিধান
(সর্বোচ্চ আইন থেকে পুনর্নির্দেশিত)

এরিস্টোটল কর্তৃক সংবিধানের শ্রেণিবিভাজন
সংবিধান হলো কোন শাসনব্যবস্থার মূল গ্রন্থ যাতে, স্বায়ত্তশাসিত কোন রাজনৈতিক সত্তার কর্তব্য নির্ধারণের মৌলিক নিয়ম ও সূত্রসমূহ লিপিবদ্ধ থাকে।[১] কোন দেশের ক্ষেত্রে এই শব্দ সেই দেশের জাতীয় সংবিধানকে বোঝায়, যা রাজনৈতিক মৌলিক নিয়ম ও সরকারের পরিকাঠামো, পদ্ধতি, ক্ষমতা ও কর্তব্যকে প্রতিস্থাপিত করে। সংবিধান দুই ধরনের হতে পারে এক, লিখিত দুই, অলিখিত৷
প্রথম লিখিত সংবিধান[সম্পাদনা]
পৃথিবীর প্রথম লিখিত সংবিধান হল মদিনার সনদ। ইবনে হিশামের মতে এ সনদের ৫৩টি ধারার রয়েছে। উইলিয়াম মন্টগোমারি ওয়াটের মতে এই সনদের ধারার সংখ্যা ৪৭টি।[২]
আরও দেখুন[সম্পাদনা]
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ McKean, Erin (২০০৫-০৫-১৯)। The New Oxford American Dictionary (ইংরেজি ভাষায়)। Oxford University Press, USA। পৃষ্ঠা ২০৫১। আইএসবিএন 978-0-19-517077-1।
- ↑ "মদিনা সনদ পৃথিবীর প্রথম লিখিত সংবিধান"। কালের কণ্ঠ। সংগ্রহের তারিখ ২০২১-০৭-০৩।