সর্বজিৎ সিং
সর্বজিৎ সিং | |
---|---|
জন্ম | সর্বজিৎ সিং ১৯৬৩ |
মৃত্যু | ২ মে ২০১৩[১] (বয়স ৪৯) |
মৃত্যুর কারণ | কোট লাখপাট জেল, লাহোর, পাকিস্তানে বন্দিদের দ্বারা হত্যা |
জাতীয়তা | ভারতীয় |
অপরাধীর অবস্থা | Under review BY PMRC |
দণ্ডাদেশের কারণ | Espionage and terrorism |
ফৌজদারি দণ্ড | মৃত্যুদণ্ড |
সর্বজিৎ সিং ভারতের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে পাকিস্তানে কারাবন্দী ভারতীয় নাগরিক[২] যিনি লাহোর ও মুলতানে বোমা হামলার ঘটনায় অভিযুক্ত মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামী ছিলেন। ১৯৯০ সাল থেকে লাহোর কারাগারে বন্দি ছিলেন তিনি।[৩] এর আগে সর্বজিৎ সিংকে মুক্তি দিতে পাকিস্তানের কাছে আনুষ্ঠানিক আহ্বান জানিয়েছিল নয়াদিল্লি। ৪৯ বছর বয়সী এই বন্দিকে ভারতে সর্বোচ্চ স্বাস্থ্য সেবা গ্রহণের সুবিধার্থে স্থানান্তরেরও আহ্বান জানিয়েছিল ভারত সরকার।[৪]
বোমা হামলা
[সম্পাদনা]২২ বছর আগে ১৯৯১ সালে পাকিস্তানে গ্রেপ্তার হন ভারতীয় নাগরিক সর্বজিৎ। তারপর থেকেই তিনি সেখানে বন্দী ছিলেন। তার বিরুদ্ধে ভারতের হয়ে গোয়েন্দাগিরি ও লাহোর ও মুলতানে সিরিজ বোমা হামলা চালিয়ে ১৪ জনকে হত্যার অভিযোগ আনা হয়।[২] [৫]
মৃত্যুদণ্ড
[সম্পাদনা]বোমা হামলার অভিযোগে সর্বজিৎকে মৃত্যুদণ্ডের শাস্তি দেয় পাকিস্তান আদালত। পরিবারের দাবি সর্বজিত সিং একজন কৃষক। তাকে ভুল করে চিহ্নিত করা হয়েছে। পাকিস্তানে ওই বোমা হামলার ৩ মাস পরে সর্বজিৎ অবস্থান করেন। পরিবারের এমন দাবি সত্বেও বিচারে তার মৃত্যুদণ্ড হয়।[২][৬]
মৃত্যুদণ্ডাদেশ স্থগিত
[সম্পাদনা]ভারতীয় প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের অনুরোধে পাকিস্তানের তৎকালীন প্রেসিডেন্ট পারভেজ মুশাররফ সর্বজিতের মৃত্যুদণ্ডাদেশ স্থগিত করেন। এরপর পাকিস্তান পিপলস পার্টি নেতৃত্বাধীন পাক সরকার অনির্দিষ্টকালের জন্য সর্বজিতের প্রাণদণ্ড কার্যকরের প্রক্রিয়া স্থগিত করে দেয়।[৭]
মৃত্যু
[সম্পাদনা]কোট লাখপাত জেলে মৃত্যদণ্ডপ্রাপ্ত অপর দুই কারাবন্দির হামলায় আহত হন সর্বজিত। কারা-কর্মকর্তা মুনওয়ার আলি জানান, “মুদাসসির এবং আমিরের সঙ্গে চা পান করছিলেন সর্বজিত। এসময় কোনো একটি বিষয় নিয়ে উত্তপ্ত বাক্য বিনিময়ের পর তারা ইট নিয়ে হামলা চালায় সর্বজিতের ওপর।”[৮] ভারতীয় সময় রাত দেড়টা নাগাদ লাহোরের জিন্না হাসপাতালে মৃত্যু হয় সর্বজিতের৷ চিকিত্সকরা জানিয়েছেন, হৃদযন্ত্র বিকল হয়েই তার মৃত্যু হয়েছে৷ [৯]
বিক্ষোভ
[সম্পাদনা]সর্বজিতের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ায় তার নিজ শহর পাঞ্জাবের ভিখিউইন্ডসহ বেশ কিছু শহরে প্রতিবাদ বিক্ষোভ ছড়িয়ে পড়েছে।[৩]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Sarabjit Singh dead"। Mumbaivoice.com। ২ মে ২০১৩। সংগ্রহের তারিখ ২০১৩-০৫-০২।
- ↑ ক খ গ পাকিস্তানে কারাবন্দী সর্বজিৎ সিংয়ের মৃত্যু ভারতজুড়ে বিক্ষোভ, এবিএন। ঢাকা থেকে প্রকাশের তারিখ: ৩ মে, ২০১৩ খ্রিস্টাব্দ।
- ↑ ক খ লাহোর কারাগারে আক্রান্ত সর্বজিতের মৃত্যু ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৪ মার্চ ২০১৬ তারিখে, সিডি নিউজ২৪.কম। ঢাকা থেকে প্রকাশের তারিখ: ০২ মে, ২০১৩ খ্রিস্টাব্দ।
- ↑ সর্বজিতের মুক্তি চাইলো ভারত ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৩ মে ২০১৩ তারিখে,হুসাইন আজাদ, বাংলানিউজটোয়েন্টিফোর.কম। ঢাকা থেকে প্রকাশের তারিখ: এপ্রিল ২৯, ২০১৩ খ্রিস্টাব্দ।
- ↑ সরবজিত সিং-এর মৃত্যু 'হত্যাকাণ্ড'[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ], সময়নিউজ। ঢাকা থেকে প্রকাশের তারিখ: ২০১৩-০৫-০২ খ্রিস্টাব্দ।
- ↑ তবে কি মুক্তি পাবেন সর্বজিত![স্থায়ীভাবে অকার্যকর সংযোগ], মানবজমিন। ঢাকা থেকে প্রকাশের তারিখ: ১০ সেপ্টেম্বর ২০১২ খ্রিস্টাব্দ।
- ↑ পাকিস্তানের হাসপাতালে মারা গেলেন সর্বজিৎ সিং ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৫ মে ২০১৩ তারিখে, বিডিনিউজ২৪.কম। ঢাকা থেকে প্রকাশের তারিখ: ২০১৩-০৫-০২ খ্রিস্টাব্দ।
- ↑ লাহোর কারাগারে বন্দি ভারতীয় গুপ্তচর সর্বজিত হামলায় আহত ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২৮ এপ্রিল ২০১৩ তারিখে, নতুন বার্তা। ঢাকা থেকে প্রকাশের তারিখ: ২৭ এপ্রিল ২০১৩ খ্রিস্টাব্দ।
- ↑ 'সর্বজিতের মৃত্যুর ন্যায় বিচার হোক'[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ], ব্যুরো রিপোর্ট,এবিপি আনন্দ। ঢাকা থেকে প্রকাশের তারিখ: ০২ মে ২০১৩ খ্রিস্টাব্দ।
বহিঃসংযোগ
[সম্পাদনা]
- Free Sarabjit Singh Website ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২০ জানুয়ারি ২০২১ তারিখে
- The Sarabjit Case