বিষয়বস্তুতে চলুন

সরোজিনী বাবর

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সরোজিনী বাবর
জন্ম৭ জানুয়ারি ১৯২০
বাগানি, সাংলী জেলা, ব্রিটিশ ভারত
মৃত্যু২০ এপ্রিল ২০০৮(2008-04-20) (বয়স ৮৮)
পুনে
ভাষামারাঠি
শিক্ষাএমএ, পিএইচডি
শিক্ষাপ্রতিষ্ঠানমুম্বাই বিশ্ববিদ্যালয়
ওয়েবসাইট
www.sarojinibabar.com

সরোজিনী বাবর (৭ জানুয়ারি ১৯২০ – ২০ এপ্রিল ২০০৮) ছিলেন একজন মারাঠি লেখক এবং মহারাষ্ট্রের রাজনীতিবিদ।

ড. বাবর ৭ জানুয়ারি ১৯২০ তারিখে মহারাষ্ট্রের সাংলী জেলার বাগানি গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ইসলামপুরে মাধ্যমিক পড়াশোনা শেষ করার পর পুনের এস.পি কলেজ ভর্তি হন এবং ১৯৪৪ সালে মুম্বাই বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। পরে তিনি মুম্বাই বিশ্ববিদ্যালয় থেকে তার মাস্টার্স এবং ডক্টরাল ডিগ্রি লাভ করেন।[]

তিনি ১৯৫২–৫৭ এবং ১৯৬৩–৬৬ সময়কালে মহারাষ্ট্র রাজ্য বিধানসভা সদস্য ছিলেন। তিনি ১৯৬৮–৭৪ সময়কালে ভারতের রাজ্যসভার সদস্যও ছিলেন। ড. বাবর মহারাষ্ট্র রাজ্য লোকসাহিত্য কমিটি, মহারাষ্ট্র সাহিত্য পরিষদ এবং মহারাষ্ট্র লোক সাহিত্য পরিষদের চেয়ারপারসন ছিলেন।[]

১৯৫০ সাল থেকে বহু বছর ধরে বাবর ছিলেন সমাজ শিক্ষণ মালা (মারাঠি: समाज शिक्षण माला) পত্রিকার সম্পাদক। মহারাষ্ট্র রাজ্য সরকার ১৯৫৩ সালে এমআরএলএস প্রতিষ্ঠা করে সাহিত্যের মাধ্যমে মারাঠি জনগণের সাংস্কৃতিক সমৃদ্ধির জন্য। ১৯৬১ সাল থেকে, ড. বাবর ৩২ বছর ধরে মহারাষ্ট্র রাজ্য লোকসাহিত্য সমিতি (এমআরএলএস)-এর প্রধান ছিলেন।

সাহিত্যকর্ম

[সম্পাদনা]

উপন্যাস

[সম্পাদনা]
  • কমলাচং জাল (১৯৪৬)
  • অজিতা (১৯৫৩)
  • আটহবতঁই তেওধে সাঙ্গাতে (১৯৫৫)
  • স্বয়ংবর (১৯৭৯)

কবিতার সংগ্রহ

[সম্পাদনা]
  • ঝোলনা (১৯৬৪)

অন্যান্য কাজ

[সম্পাদনা]
  • মহিলা সরস্বত (১৯৬১)
  • নারীশিক্ষণের পথচলা (১৯৬৮)
  • মহিলাদের খেলা এবং গান (১৯৭৭)
  • আমি দেখেছি যশবন্তরাও (১৯৮৮)
  • কারাগিরি (১৯৯২)
  • রাজবিলাসী কেভড়া (১৯৬৯/১৯৭০), এতে কবিতা রয়েছে শ্রীমতী মন্দাকিনী শঙ্কররাও থোরতের

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Sarojini Babar"map.sahapedia.org (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৯ সেপ্টেম্বর ২০২১
  2. Staff (২৪ এপ্রিল ২০০৮)। "RS pays homage to former member Sarojini Babar"oneindia.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৯ সেপ্টেম্বর ২০২১


টেমপ্লেট:Maharashtra-politician-stub