সরিষাবাড়ী কলেজ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সরিষাবাড়ী কলেজ

সরিষাবাড়ী অনার্স কলেজ বা সরিষাবাড়ী কলেজ, জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলায় অবস্থিত, জেলার দ্বিতীয় বৃহত্তম কলেজ। সরিষাবাড়ীর উপজেলা পরিষদ সংলগ্ন পৌরসভার প্রাণ কেন্দ্রের অত্যন্ত মনোরম পরিবশে কলেজটি অবস্থিত। [১] ১৯৬৭ সালের ১লা জুলাই প্রায় ১১ একর জমির উপর এই কলেজটি প্রতিষ্ঠিত হয়। [২]

ভবন সমুহ
সরিষাবাড়ী অনার্স কলেজ

অবকাঠামো[সম্পাদনা]

কলেজে ৩টি দ্বিতল ভবন, ২টি টিনশেট ভবন, ১টি অধ্যক্ষের বাসভবন, ১টি ছাত্রাবাস, ১টি গ্রন্থাগার, ১টি মসজিদ এবং পাশেই রয়েছে বিশাল খেলার মাঠ। কলেজ ক্যাম্পাসে রয়েছে বিভিন্ন প্রজাতির প্রায় ২ হাজার বৃক্ষ। অপরদিকে রয়েছে ২টি বিরাট পুকুর (১টি ঘাট বাধাঁনো) এবং পাশেই শহীদ মিনার।

জনবল ও শিক্ষার্থী[সম্পাদনা]

বর্তমানে এ কলেজে সব মিলে প্রায় সাড়ে ৪ হাজার শিক্ষার্থী [৩] এবং ৮৭ জন সুদক্ষ শিক্ষক-কর্মচারী রয়েছে। উচ্চ মাধ্যমিক ও ডিগ্রী পর্যায়ের পরীক্ষায় ফলাফল সন্তোষজনক।


তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "৪৮ বছরেও জাতীয়করণ অধরা সরিষাবাড়ী কলেজে"বিডিলাইভ২৪। ৫ নভেম্বর ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ আগস্ট ২০২০ 
  2. "সরিষাবাড়ী কলেজ সরকারিকরণের দাবিতে সমাবেশ"কালের কন্ঠ। সংগ্রহের তারিখ ২৪ আগস্ট ২০২০ 
  3. "সরিষাবাড়ী কলেজ জাতীয়করণের তালিকায় না থাকায় প্রতিবাদ"দৈনিক শিক্ষা। সংগ্রহের তারিখ ২৪ আগস্ট ২০২০