সরকারি মুস্তাফাবিয়া আলিয়া মাদ্রাসা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সরকারি মুস্তাফাবিয়া আলিয়া মাদ্রাসা
অবস্থান

তথ্য
ধরনসরকারী
প্রতিষ্ঠাকাল১৯২৫ (1925)
বিদ্যালয় বোর্ডবাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড
অধ্যক্ষপ্রফেসর ড. আহমাদুল্লাহ
শ্রেণী১ম থেকে কামিল
ক্যাম্পাসউপশহর
ওয়েবসাইটhttp://govtmam.edu.bd/

সরকারি মুস্তাফাবিয়া আলিয়া মাদ্রাসা বগুড়া জেলায়[১] অবস্থিত উত্তরবঙ্গের একমাত্র সরকারি ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠান। এখানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড[২] এর অধীনস্থ আলিম (HSC) এবং ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ কামিল (স্নাতকোত্তর) পর্যন্ত পাঠদান করা হয়।

ইতিহাস[সম্পাদনা]

প্রতিষ্ঠাতা[সম্পাদনা]

ফুরফুরা শরীফের পীর মোহাম্মদ আবু বকর সিদ্দিকি

নামকরণ[সম্পাদনা]

আলেমে দ্বীন আল্লামা মুস্তাফা মাদানীর নামানুসারে এর নামকরণ করা হয়েছে।

সরকারিকরণ[সম্পাদনা]

হুসেইন মুহাম্মদ এরশাদ ১৯৮৬ সালে এ মাদরাসা সরকারিকরণ করেন।

অধ্যক্ষগণের নামের তালিকা[সম্পাদনা]

সরকারিকরণের পূর্বে
ক্রমিক অধ্যক্ষগণের নাম সময়কাল
মাওলানা নিযাম উদ্দীন গজনবী ১৯২৫ থেকে ১৯৩৬ সাল
মাওলানা মওলা বখস্‌ ১৯৩৭ থেকে ১৯৪০ সাল
জনাব মাওলানা মোহাম্মদ আব্দুল ওয়াহাব ১৯৪১ থেকে ১৯৪৭সাল
জনাব মাওলানা মোহাম্মদ আব্দুল রব কাসেমী ১৯৪৮ সাল
জনাব মাওলানা মোহাম্মদ মোজাম্মেল আলী ১৯৪৯ সাল
আবু নছর মুহাম্মদ নজীবুল্লাহ ১৯৪৯ থেকে ০১-০৯-১৯৮২ সাল
আলহাজ্ব মাওলানা মোহাম্মদ আলী ০১-০৯-১৯৮২ থেকে ১১-০৩-১৯৮৬ সাল
সরকারিকরণের পর
ক্রমিক অধ্যক্ষগণের নাম সময়কাল
মাওলানা মোহাম্মদ আলী ১২-০৩-১৯৮৬ থেকে ২৬-০৬-১৯৯০ সাল
প্রফেসর আ.ন.ম. ইমামুদ্দীন ২৬-০৬-১৯৯০ থেকে ১৪-০১-১৯৯৬ সাল
প্রফেসর মুহাম্মাদ সা’দুল্লাহ ১৫-০১-১৯৯৬ থেকে ০১-০৭-১৯৯৬ সাল
প্রফেসর মোহাম্মদ মুজিবর রহমান ০৩-০৭-১৯৯৬ থেকে ২৫-০৯-২০০০ সাল
মাওলানা মোহাম্মদ তাজাম্মল হোসেন (ভারপ্রাপ্ত) ২৬-০৯-২০০০ থেকে ২৮-১১-২০০১ সাল
মাওলানা মোহাম্মাদ নূরুল ইসলাম (ভারপ্রাপ্ত) ২৮-১১-২০০১ থেকে ২৮-১১-২০০১ সাল
আবুল কালাম মোহাম্মাদ আফতাব উদ্দিন (ভারপ্রাপ্ত) ২৮-০৮-২০০২ থেকে ২৮-১১-২০০২ সাল
মোঃ কসিমউদ্দিন (স্ববেতনে) ২৮-১০-২০০২ থেকে ২২-১১-২০০৪ সাল
প্রফেসর মোহাম্মাদ ইসলাম গণী ২২-১১-২০০৪ থেকে ২১-০৭-২০০৫ সাল
১০ এ.কে.এম ইসাহাক আলী ২১-০৭-২০০৫ থেকে ০৫-০৮-২০০৭ সাল
১১ প্রফেসর সৈয়দ মাহবুবুর রহমান ০৬-০৮-২০০৭ থেকে ২০-১১-২০০৭ সাল
১২ শাইখ মোহাম্মাদ নজরুল ইসলাম (ভারপ্রাপ্ত) ২৫-১১-২০০৭ থেকে ০৬-০১-২০০৮ সাল
১৩ প্রফেসর সৈয়দ মাহবুবুর রহমান ০৭-০১-২০০৮ সাল
১৪ আবুল কালাম মোহাম্মাদ আফতাব উদ্দিন ০৭-০১-২০০৮ থেকে
১৫ শাইখ মোহাম্মাদ নজরুল ইসলাম
১৬ মোঃ মোখলেছুর রহমান (ভারপ্রাপ্ত)

আরও দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Madrasha | DEO Bogra"deobogra.gov.bd। ২১ জানুয়ারি ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ নভেম্বর ২০১৭ 
  2. মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের আওতাভুক্ত সরকারি মাদ্রাসায় নিয়োগ বিজ্ঞপ্তি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কারিগরি ও মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর থেকে ১৬ জুলাই ২০১৭ খ্রিস্টাব্দে প্রকাশিত