বিষয়বস্তুতে চলুন

সরকারি টিচার্স ট্রেনিং কলেজ, রংপুর

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ, রংপুর
ধরনবিশ্ববিদ্যালয় কলেজ, শিক্ষক প্রশিক্ষণ কলেজ
স্থাপিত১৮৮২; ১৪২ বছর আগে (1882)
ইআইআইএন১৩৩৫৮২ উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
প্রশাসনিক ব্যক্তিবর্গ
২৫+
শিক্ষার্থী৮৬০+
ঠিকানা
সার্কিট হাউস মোড়, রংপুর
,
রংপুর-৫৪০৪
, ,
শিক্ষাঙ্গনশহুরে, ৮.৪৭ একর (৩.৪৩ হেক্টর)
অধ্যক্ষঅধ্যাপক মোঃ আমজাদ হোসেন
উপাধ্যক্ষঅধ্যাপক গোলাম আহমেদ ফারুক
পোশাকের রঙসোনালি
অধিভুক্তিজাতীয় বিশ্ববিদ্যালয়, শিক্ষা মন্ত্রণালয়, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, শিক্ষা অধিদপ্তর
ওয়েবসাইটttcrangpur.edu.bd
মানচিত্র

সরকারি টিচার্স ট্রেনিং কলেজ, রংপুর বাংলাদেশের অন্যতম পুরোনো শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্র।[] দেশে মোট ১৪টি শিক্ষক প্রশিক্ষণ কলেজ আছে, যেগুলো প্রধান শহরগুলোতে অবস্থিত। এসব কলেজ শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত হয়। এই কলেজটি ১৮৮২ সালে রংপুর শহরে স্থাপিত হয়, যা ঢাকা থেকে ৩৫০ কিলোমিটার দূরে। এখানে মাধ্যমিক স্কুলের শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়া হয়, যাতে তারা তাদের কাজ আরও ভালোভাবে করতে পারে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ব্যাচেলর অব এডুকেশন (বিএড) এবং মাস্টার অড এডুকেশন (এমইড) কোর্সে মাস্টার্স প্রফেশনাল চালু আছে।

উপলব্ধ কোর্স

[সম্পাদনা]

এই কলেজে তিনটি কোর্স পড়ানো হয়, যেমন: ব্যাচেলর অব এডুকেশন (এক বছর মেয়াদি কোর্স), মাস্টার অব এডুকেশন (এক বছর মেয়াদি কোর্স), এবং চার বছর মেয়াদি ব্যাচেলর অব এডুকেশন (অনার্স) কোর্স। এ ছাড়াও, নিয়মিত ভিত্তিতে কিছু প্রশিক্ষণ কর্মসূচি এই কলেজে পরিচালিত হয়।

শিক্ষক ও কর্মচারী

[সম্পাদনা]

এই কলেজে শিক্ষাদানকারী সকল শিক্ষক অত্যন্ত যোগ্য এবং বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (PSC) কর্তৃক পরিচালিত বাংলাদেশ সিভিল সার্ভিস (BCS) পরীক্ষার মাধ্যমে নিয়োগপ্রাপ্ত। শিক্ষকরা বিশ্বের বিভিন্ন দেশ থেকে পেডাগজি (শিক্ষাদানের পদ্ধতি) বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত। প্রশাসন পরিচালনার জন্য এখানে অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রধান কেরানি, অফিস সহকারী এবং এমএলএসএস (মেসেঞ্জার) পদ রয়েছে। বর্তমান অধ্যক্ষ (প্রশাসনিক প্রধান) হলেন অধ্যাপক হামিদুল হক এবং উপাধ্যক্ষ হলেন সহযোগী অধ্যাপক মিসেস আখতার বানু। এই শিক্ষা প্রতিষ্ঠানে মোট ৩৫ জন শিক্ষক এবং ৫০ জন অফিস স্টাফ রয়েছেন।

শিক্ষার্থী

[সম্পাদনা]

যেহেতু এটি শিক্ষকদের এবং ভবিষ্যৎ শিক্ষকদের জন্য একটি প্রশিক্ষণ প্রতিষ্ঠান, তাই এই কলেজের সকল শিক্ষার্থী প্রাপ্তবয়স্ক এবং তাদের গড় বয়স ১৯ থেকে ৫০ বছরের মধ্যে। তারা রংপুরের আশেপাশের জেলা থেকে আসে। এই কলেজের কাভারেজ এলাকা হলো উত্তরাঞ্চলের ছয়টি জেলা (দিনাজপুর, ঠাকুরগাঁও, কুড়িগ্রাম, নীলফামারী, গাইবান্ধা এবং পঞ্চগড়)। বেশিরভাগ শিক্ষার্থী দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন। এছাড়াও, কিছু চাকরিরত শিক্ষক এই কলেজে পেশাগত ডিগ্রি গ্রহণের জন্য ভর্তি হন। প্রতি বছর এই কলেজে প্রায় পাঁচশো শিক্ষার্থী প্রশিক্ষণ গ্রহণ করেন।

অর্থায়ন সংস্থা

[সম্পাদনা]

বাংলাদেশ সরকার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে সমস্ত শিক্ষক প্রশিক্ষণ কলেজের অর্থায়ন করে। প্রতি বছর বাজেট বরাদ্দ জেলা হিসাবরক্ষণ অফিসে পাঠানো হয় এবং সেখান থেকে অর্থ বিতরণ করা হয়। এই কলেজে সবসময় কিছু শিক্ষাগত উন্নয়ন প্রকল্প পরিচালিত হয়। মাধ্যমিক শিক্ষার শিক্ষার মান উন্নয়ন প্রকল্প (TQI-SEP) হলো অন্যতম প্রধান প্রকল্প যা মাধ্যমিক শিক্ষায় শিক্ষকদের প্রশিক্ষণের জন্য কাজ করে।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. Sattar, Abdus (২০১২)। "Rangpur Sadar Upazila"Islam, Sirajul; Jamal, Ahmed A. (সম্পাদকগণ)। Banglapedia: National Encyclopedia of Bangladesh (Second সংস্করণ)। Asiatic Society of Bangladesh

বহিঃসংযোগ

[সম্পাদনা]