সরকারি এস কে কলেজ
ধরন | সরকারি কলেজ |
---|---|
ঠিকানা | রামদিয়া, কাশিয়ানী, গোপালগঞ্জ , , |
শিক্ষাঙ্গন | গ্রামীণ |
সংক্ষিপ্ত নাম | এস.কে |
অধিভুক্তি | জাতীয় বিশ্ববিদ্যালয় |
![]() |
সরকারি এস কে কলেজ বাংলাদেশের গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার একটি সরকারি কলেজ। এই কলেজটি রামদিয়া সরকারি কলেজ , এস কে কলেজ নামেও পরিচিত।[১] কাশিয়ানী উপজেলার প্রাচীন কলেজ যা বিশিষ্ট শিক্ষা অনুরাগী ও সমাজ সেবক চন্দ্রনাথ বসু ধারা দেশ বিভাগের আগে প্রতিষ্ঠিত। [২]
ইতিহাস[সম্পাদনা]
গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলায় রামদিয়া অবস্থিত। দক্ষিণে রামদিয়া বাজার, পূর্বে রামদিয়া খাল৷ একাদশ ও দ্বাদশ শ্রেণী, স্নাতকসহ ১৩ টি বিষয়ে অনার্স, ১০ টি বিষয়ে মাস্টার্স এ পাঠদান করা হয় ৷ এই কলেজে দুই টি ছাত্রাবাস (হোস্টেল) রয়েছে , একটি মুসলিম ছাত্রাবাস আরেকটি হিন্দু ছাত্রাবাস। কলেজে মোট ৫ টি পাকা ভবন রয়েছে , যার মধ্যে একটি ৩ তলা , দুইটি ২ তলা এবং দুইটি ১ তলা।
অবস্থান[সম্পাদনা]
গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলায় রামদিয়া গ্রামে অবস্থিত। দক্ষিণে রামদিয়া বাজার, পূর্বে রামদিয়া খাল। কলেজের পাশেই রয়েছে রামদিয়া বড় বাজার যা প্রায় আধা কিলোমিটার প্রযন্ত এই বাজারে ই প্রাচীন কাল থেকেই সপ্তাহে দুই দিন হাট বসে আসতেছে , এই কলেজের মধ্যে একটি কৃষ্ণচূড়া গাছ ও তার পাশে দিঘী রয়েছে ।
অনুষদ ও বিভাগসমূহ[সম্পাদনা]
রামদিয়া সরকারি এস কে কলেজে মাল্টিমিডিয়া শ্রেণিকক্ষে শ্রেণিকার্যক্রম পরিচালনার ব্যবস্থা রয়েছে।
স্নাতক সম্মান
- বাংলা বিভাগ
- ইংরেজি বিভাগ
- ইসলামের ইতিহাস বিভাগ
- ইতিহাস বিভাগ
- ইসলামিক স্টাডিজ বিভাগ
- অর্থনীতি বিভাগ
- হিসাববিজ্ঞান বিভাগ
- ব্যবস্থাপনা বিভাগ
- মার্কেটিং বিভাগ
- সংস্কৃতি বিভাগ
- দর্শন বিভাগ
- রাষ্ট্রবিজ্ঞান বিভাগ[৩]
উচ্চ মাধ্যমিক
- বিজ্ঞান বিভাগ
- বাণিজ্য বিভাগ
- মানবিক বিভাগ
শিক্ষা কার্যক্রম[সম্পাদনা]
অর্জন[সম্পাদনা]
এইচ.এস.সি পরীক্ষায় এ+, স্নাতক (পাস), স্নাতক সম্মান ও স্নাতকোত্তর শ্রেণীতে প্রথম শ্রেণীসহ পাসের হার উল্লেখযোগ্য৷
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ গোপালগঞ্জ জেলা বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন
- ↑ "সরকারি এস কে কলেজ"। ১৪ মে ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ মে ২০১৯।
- ↑ "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ৩ মে ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ সেপ্টেম্বর ২০১৮।