সরওয়ার জামাল নিজাম

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সরওয়ার জামাল নিজাম
চট্টগ্রাম-১২ আসনের সাবেক সংসদ সদস্য
কাজের মেয়াদ
ফেব্রুয়ারি ১৯৯৬ – ২০০৬
পূর্বসূরীআখতারুজ্জামান চৌধুরী বাবু
উত্তরসূরীআখতারুজ্জামান চৌধুরী বাবু
ব্যক্তিগত বিবরণ
জন্মপটিয়া, চট্টগ্রাম
রাজনৈতিক দলবাংলাদেশ জাতীয়তাবাদী দল
সম্পর্কসরওয়ার জাহান নিজাম (ভাই)
মারুফ নিজাম

সরওয়ার জামাল নিজাম বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন রাজনীতিবিদ এবং চট্টগ্রাম -১২ আসনের সাবেক সাংসদ। তিনি ফেব্রুয়ারি ১৯৯৬, জুন ১৯৯৬ ও ২০০১ সালে সংসদ সদস্য নির্বাচিত হন।[১][২][৩]

জন্ম ও প্রাথমিক জীবন[সম্পাদনা]

সরওয়ার জামাল নিজাম চট্টগ্রামে জন্মগ্রহণ করেন। তিনি বাংলাদেশ নৌবাহিনীর ভাইস-এডমিরাল সরোয়ার জাহান নিজামের ভাই।[৪]

রাজনৈতিক ও কর্মজীবন[সম্পাদনা]

সরওয়ার জামাল নিজাম বিএনপির নির্বাহী কমিটির সদস্য। তিনি চট্টগ্রাম -১২ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনয়নে ফেব্রুয়ারি ১৯৯৬ সালের ষষ্ঠ সংসদ, জুন ১৯৯৬ সালের সপ্তম সংসদ ও ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন।[১][২][৩] চট্টগ্রাম-১৩ আসনে ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে ও চট্টগ্রাম-১৩ আসনে ২০১৮ সালে বিএনপির হয়ে পরাজিত হন।[৫]

বিতর্ক[সম্পাদনা]

২০০৭ সালের জুনে চট্টগ্রামের ব্যবসায়ী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতিবিদ জামালউদ্দিন চৌধুরীর মৃত্যুর ঘটনায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন সদস্যরা তাকে গ্রেপ্তার করে। [৪][৬] ২৪ জুলাই ২০০৩ সালে জামালউদ্দিন চৌধুরীকে চট্টগ্রাম থেকে অপহরণ করা হয়। অপহরণকারীরা মুক্তিপণ হিসাবে ১০ কোটি টাকা দাবি করে। তার দেহাবশেষ আবিষ্কার হয়েছিল ২৪ জুলাই ২০০৩ সালে। সরোয়ার জামাল নিজামেরর ছোট ভাই মারুফ নিজামের বিরুদ্ধে ভুক্তভোগী পরিবার হত্যার সাথে জড়িত থাকার অভিযোগ করেছিলেন। [৭][৮]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "৬ষ্ঠ জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (পিডিএফ)জাতীয় সংসদবাংলাদেশ সরকার। ১৫ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। 
  2. "৭ম জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (পিডিএফ)জাতীয় সংসদবাংলাদেশ সরকার। ২৪ সেপ্টেম্বর ২০১৫ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। 
  3. "৮ম জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (পিডিএফ)জাতীয় সংসদবাংলাদেশ সরকার। ১৮ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। 
  4. "Ex-BNP lawmaker Sarwar Jamal Nizam sent to jail"bdnews24.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩০ ডিসেম্বর ২০১৮ 
  5. "সরওয়ার জামাল নিজাম"প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০১৯-১১-০৯ 
  6. "Sarwar Jamal Nizam gets one-month detention"bdnews24.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩০ ডিসেম্বর ২০১৮ 
  7. "Killed after kidnap"The Daily Star (ইংরেজি ভাষায়)। ৫ মার্চ ২০১৪। সংগ্রহের তারিখ ৩০ ডিসেম্বর ২০১৮ 
  8. "Family members receive remains of slain Jamaluddin, murder case to file"bdnews24.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩০ ডিসেম্বর ২০১৮