সব ভূতুড়ে

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সব ভূতুড়ে
পরিচালকবিরসা দাশগুপ্ত
প্রযোজকশ্রীকান্ত মেহতা
মহেন্দ্র সোনি
চিত্রনাট্যকারকল্লোল লাহিড়ী
কাহিনিকারকল্লোল লাহিড়ী
শ্রেষ্ঠাংশেআবির চট্টোপাধ্যায়
সোহিনী সরকার
ইদা দাসগুপ্ত
সুরকারশুভ প্রামাণিক
চিত্রগ্রাহকগৈরিক সরকার
সম্পাদকশুভ প্রামাণিক
প্রযোজনা
কোম্পানি
এস ভি এফ এন্টারপ্রাইজ
পরিবেশকএস ভি এফ এন্টারপ্রাইজ
দেশভারত
ভাষাবাংলা

সব ভূতুড়ে হল ২০১৭ একটি বাংলা ভৌতিক চলচ্চিত্র যার পরিচালনা করেন বিরসা দাশগুপ্ত[১] এবং প্রযোজনা করেন শ্রীকান্ত মোহতা। মহেন্দ্র সোনি, এস ভি এফ এন্টারপ্রাইজ এর ব্যানারে ছবিটি নির্মিত হয়। এই ছবিতে আবীর চট্টোপাধ্যায়, সোহিনী সরকার এবং ইদা দাসগুপ্ত মুখ্য চরিত্রে অভিনয় করেন। এই চলচ্চিত্রটি মুক্তি পায় ৮ সেপ্টেম্বর ২০১৭।[২][৩][৪]

কাহিনী[সম্পাদনা]

সব ভূতুড়ে একটি পত্রিকার নাম যারা ভৌতিক অনুসন্ধানের গল্প ছাপে। প্রয়াত সম্পাদক নবীন মাধব সেনের চিঠি নিয়ে নন্দিনী আসে পত্রিকা মালিক অনিকেত ও সম্পাদক কৃপাধরের কাছে। অনিকেত তার ব্যবসার কারণে পত্রিকা অফিস তুলে দিতে চায়, কিন্তু তার প্রয়াত বাবা নবীন মাধবের উইলটি খুজে পায়না। কৃপাধর চান পত্রিকা টিকিয়ে রাখতে। এদিকে নন্দিনীর দাবী সে ভুতকে দেখেছে। তার কথা বিশ্বাস করেনা অনিকেত। নন্দিনী তার বাবার উইলের সন্ধান বলে দিলে অনিকেত বিশ্বাস করতে শুরু করে নন্দিনী অতিপ্রাকৃত ক্ষমতার অধিকারী। ইতিমধ্যে কুসুমপুর গ্রামের মাস্টারমশাই আসেন সব ভূতুড়ে পত্রিকার দপ্তরে সাহায্য চাইতে। ভূতের হাত থেকে কুসুমপুর গ্রামের একমাত্র স্কুলটাকে বাঁচাতে, ভূতের অনুসন্ধানে পত্রিকা সম্পাদক ও তার সহকারী নন্দিনী রওনা হয় গ্রামের দিকে। গ্রামে গিয়ে দেখা যায় সেই মাস্টারমশাই মারা গেছেন আর সেই গ্রামে কোনো শিশু নেই। যারা আছে তারা অসুস্থ ও গ্রামের প্রবীণ ব্যক্তিরা কোনো কথা বলতে নারাজ। গ্রামের মাতব্বর রবিন বাবু অনিকেতদের জানান মাস্টারমশাই এর মৃত্যু নিয়ে বেশি মাথা না ঘামাতে। অনিকেত, কৃপাধর ও নন্দিনী কিন্তু সে কথা শোনেনা

অভিনয়[সম্পাদনা]

সংগীত[সম্পাদনা]

নং.শিরোনামSinger (s)দৈর্ঘ্য
১."নেই আলো"মধুরা ভট্টাচার্য০৩:৪৪
২."গল্প"অরুণা দাস০৩:৩৪

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "বিরসা দাসগুপ্তের সব ভূতুড়ে"। ১২ অক্টোবর ২০১৭। ১৮ সেপ্টেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ সেপ্টেম্বর ২০১৭ 
  2. "সব ভূতুড়ের পোস্টার রিলিজ"। ১২ অক্টোবর ২০১৭। [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  3. "গুলগাল ডট কম সব ভূতুড়ে"। ১২ অক্টোবর ২০১৭। ১৬ সেপ্টেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ সেপ্টেম্বর ২০১৭ 
  4. "ভূতুড়ে চিত্রনাট্যে আবার শৈশবে ফেরা"EI Samay। সংগ্রহের তারিখ ২০২০-০৯-০১