সবিতা ভাবী (চলচ্চিত্র)
সবিতা ভাবী | |
---|---|
![]() | |
পরিচালক | পুনীত আগারওয়াল |
প্রযোজক | কির্তু দেশমুখ |
রচয়িতা | রাহুল |
শ্রেষ্ঠাংশে | রোজলিন খান |
সুরকার | নিতিন কুমার গুপ্ত |
মুক্তি |
|
দেশ | ভারত |
ভাষা | হিন্দি |
সাবিতা ভাবি একটি ভারতীয় অ্যানিমেটেড অ্যাডাল্ট ফিল্ম যা যুক্তরাজ্য ভিত্তিক ব্যবসায়ী পুণিত আগরওয়াল (দেশমুখ নামেও পরিচিত) দ্বারা নির্মিত। এটি ২০১৩ সালের ৪ মে মুক্তি পেয়েছিল। চলচ্চিত্রটি হিন্দি ভাষাতে নির্মিত হয়।[১] ভারতের সেন্সরশিপের কারণে চলচ্চিত্র মুক্তি পায় ওয়েবে।[২][৩]
পটভূমি
[সম্পাদনা]২০৭০ সালে, বোম্বাই শহরটি একটি হাই হাই-টেক মেট্রোতে পরিণত হয়৷ যেখানে উড়ন্ত গাড়ি নিয়ে মানুষেরা যাতায়াত করে। জ্বালানী যদিও তখনও পেট্রোল। কারণ চাঁদে মানুষ সীমাহীন তেলের মজুদ পেয়েছে। অশ্লীল ভিডিও এর উপর নিষেধাজ্ঞার কারণে হতাশ দীপাংশু নামের লোকটি বাদে শহরে সবাই খুশি। তিনি মরিয়া হয়ে অনলাইন পর্ণের জন্য অনুসন্ধান করেন তবে কোনও ভিডিও খুঁজে পান না।
উত্তেজিত হয়ে সে তার বন্ধু হ্যারির জায়গায় তার ফ্লাইং স্কুটারটি চালিয়ে যায়। হ্যারি প্রযুক্তিতে অতিমাত্রায় দক্ষ ছিল। সে ভার্চুয়াল রিয়েলিটির দ্বারা দীপাংশু ও নিজেকে সাবিতা ভাবীর আমলে নিয়ে যায়। যান্ত্রিক গোলোযোগের কারণে তাদের সাবিতা ভাবীর কাছেই আটকা পড়ে যেতে হয়। পরবর্তীতে কীভাবে তারা ফিরে এল তা নিয়েই এই চলচ্চিত্রটি রোমাঞ্চকরভাবে নির্মাণ করা হয়েছে।
কণ্ঠশিল্পী
[সম্পাদনা]- রোজলিন খান সাবিতা ভাবি চরিত্রে কণ্ঠ দিয়েছেন।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Savita Bhabhi film goes to Hollywood"। The Times of India। সংগ্রহের তারিখ ২০১৮-১১-১২।
- ↑ Ramnath, Nandini (২০১৩-০৪-০১)। "Savita Bhabhi moves to celluloid"। livemint.com। সংগ্রহের তারিখ ২০১৮-১১-১২।
- ↑ "Savita Bhabhi animation film is a fight for freedom of speech: Puneet"। The Times of India। সংগ্রহের তারিখ ২০১৮-১১-১২।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- ২০১৩-এর চলচ্চিত্র
- হিন্দি ভাষার চলচ্চিত্র
- ভারতীয় চলচ্চিত্র
- ভারতীয় আদিরসাত্মক চলচ্চিত্র
- ভারতে বিবাচন
- ২০১০-এর দশকের হিন্দি ভাষার চলচ্চিত্র
- পর্নোগ্রাফিক অ্যানিমেশন
- মুম্বইয়ের পটভূমিতে চলচ্চিত্র
- ভারতীয় পর্নোগ্রাফি
- ভারতীয় কমিক অবলম্বনে চলচ্চিত্র
- ভারতীয় অ্যানিমেটেড চলচ্চিত্র
- কমিক ভিত্তিক অ্যানিমেটেড চলচ্চিত্র
- ভারতীয় অ্যানিমেটেড স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র
- ভারতীয় বৈজ্ঞানিক কল্পকাহিনীর চলচ্চিত্র
- ভারতে ইন্টারনেট বিবাচন