সবিতা আনন্দ
সবিতা আনন্দ | |
|---|---|
| জাতীয়তা | ভারতীয় |
| পেশা | অভিনেত্রী |
| কর্মজীবন | ১৯৮২–বর্তমান |
| পিতা-মাতা | পি.এ লতীফ |
সবিতা আনন্দ একজন ভারতীয় অভিনেত্রী যিনি তামিল এবং মালায়ালাম চলচ্চিত্র এবং ধারাবাহিকে অভিনয় করেছেন। তিনি ১৯৮০-এর দশকে তামিল ও মালয়ালম সিনেমা জগতের অন্যতম প্রধান অভিনেত্রী ছিলেন। তিনি ১৯৬০ এবং ৭০ এর দশকে মালায়ালাম চলচ্চিত্রের সুপরিচিত অভিনেতা জেআর আনন্দের কন্যা। [১]
কর্মজীবন
[সম্পাদনা]এম. মানি নির্মিত এন্টে কালিথোঝান (১৯৮৪) চলচ্চিত্রের মাধ্যমে সবিতা প্রথম নায়িকার ভূমিকায় অভিনয় করার সুযোগ পান। সবিতা ম্যামোটি, মোহনলাল, রথীশ, শঙ্করের মতো জনপ্রিয় অভিনেতাদের সাথে অভিনয় করেছেন এবং বেশিরভাগ চলচ্চিত্রে তিনি প্রধান নায়িকার ভূমিকা পালন করেছেন। তিনি ১০০টিরও বেশি মালায়ালাম ছবিতে অভিনয় করেছেন। তার অভিনয় জীবনের পরবর্তীকালে সবিতা পার্শ্ব চরিত্র এবং মাতৃস্থানীয়া চরিত্রে অভিনয় করতে শুরু করেন এবং তামিল সিনেমার দিকে মনোনিবেশ করেন। তিনি বর্তমানে তামিল ধারাবাহিক জগতে মনোনিবেশ করেছেন।
সবিতা আনন্দ দক্ষিণ ভারতীয় চলচ্চিত্র জগতে একজন সুপরিচিত অভিনেত্রী, যিনি মূলত তামিল ও মালায়ালাম সিনেমায় অভিনয় করেছেন। ১৯৭৫ সালে তার অভিনয় জীবন শুরু হয় মালায়ালাম সিনেমা মাত্তোরু সীথা দিয়ে। এরপর তিনি ধারাবাহিকভাবে অসংখ্য জনপ্রিয় ছবিতে অভিনয় করেছেন, যা তাকে দর্শকদের মাঝে স্থায়ী জনপ্রিয়তা এনে দেয়।
তামিল সিনেমায় তার যাত্রা শুরু হয় ১৯৮২ সালে গোপুরাঙ্গাল সাইভাথিল্লাই এবং নিনাইভেল্লাম নিত্য সিনেমার মাধ্যমে। এরপর তিনি একাধিক গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেন, যার মধ্যে কাইধিয়িন থীর্পু (১৯৮৬), থায়ে নিয়ে থুনাই (১৯৮৭) এবং এন্নাই বিত্তু পোগত্থে (১৯৮৮) উল্লেখযোগ্য। ১৯৯০-এর দশকে তার অভিনীত জনপ্রিয় ছবির মধ্যে ছিল ইধায়া ভাসাল, থালাইভাসাল, উল্লে ভেলিয়ে, কাধাল কোট্টাই এবং পরাম্বারাই। ২০০০-এর দশকে তিনি ভানাথাইপ্পোলা, মায়ি, বালা, সমস্থানম এবং পারাই-এর মতো ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেন। তার সাম্প্রতিক তামিল চলচ্চিত্রের মধ্যে ভি (২০২১) এবং ইরু মনাসু (২০২৪) উল্লেখযোগ্য।
অন্যদিকে তিনি মালায়ালাম চলচ্চিত্র জগতেও বহু চলচ্চিত্রে অভিনয় করেছেন। ১৯৮০-এর দশকে তিনি সপ্তপদী, থাদকাম, যুদ্ধম, উনারু, কানামারায়াথু, আরিয়াথা ভিতিকাল এবং আরান্তে মুল্লা কোচু মুল্লা-চলচ্চিত্রে অভিনয় করেন। ১৯৯০-এর দশকে কালিক্কালাম, কাদালোরাক্কাট্টু, ভূমিকা এবং বিদেয়ান-এ নামক চলচ্চিত্রে কাজ করেন। ২০০০-এর দশকে ক্রনিক ব্যাচেলর, সাইকেল, এবং পারুন্তু-তে তিনি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেন। তার সাম্প্রতিক সিনেমাগুলোর মধ্যে ন্যান প্রকাশান (২০১৮), কালচিলম্বু (২০২১), এবং এ রঞ্জিত সিনেমা (২০২৩) বিশেষভাবে উল্লেখযোগ্য।
নির্বাচিত চলচ্চিত্র তালিকা
[সম্পাদনা]তামিল
[সম্পাদনা]- গোপুরাঙ্গাল সাইভাথিল্লাই (১৯৮২)
- নিনাইভেল্লাম নিত্য (১৯৮২)
- হেমাবিন কাধালারগাল (১৯৮৫)
- কাইধিয়িন থীর্পু (১৯৮৬)
- থায়ে নিয়ে থুনাই (১৯৮৭)
- চিন্না পুভে মেলা পেসু (১৯৮৭) - এসথার
- পাট্টিকাটু থাম্বি (১৯৮৮)
- এন্নাই বিত্তু পোগত্থে (১৯৮৮)
- পরাভাইগাল পালাভিথাম (১৯৮৮) - গীথা
- থিরুপ্পু মুনাই (১৯৮৯) - চিদাম্বরমের স্ত্রী
- এন অরুমাই মনাইভি (১৯৮৯)
- কাভিথাই পাডুম অলাইগাল (১৯৯০)
- ভাজ্কাই চাক্কারাম (১৯৯০) - থাইয়াম্মা
- পুধিয়া শরিথিরাম (১৯৯০)
- ইধায়া ভাসাল (১৯৯১) - ভানির বোন
- থালাইভাসাল (১৯৯২) - সারধা
- আন্নান এন্নাদা থাম্বি এন্নাদা (১৯৯২)
- থাঙ্গারাসু (১৯৯২)
- চিন্না থায়ি (১৯৯২) - রাসাম্মা
- নালাই এঙ্গাল কল্যাণম (১৯৯৩)
- থাঙ্গাক্কিলি (১৯৯৩)
- মাদুরাই মীনাক্ষী (১৯৯৩) - গোমাথি
- উল্লে ভেলিয়ে (১৯৯৩) - রাজলক্ষ্মী
- অমরাবতী (১৯৯৩) - অর্জুনের কাকী
- চিন্না জামিন (১৯৯৩) - আমসাভেনি
- শক্তিভেল (১৯৯৪) - চেয়ারম্যানের স্ত্রী
- থোজার পান্ডিয়ান (১৯৯৪) - শানমুগানাথনের স্ত্রী
- বীরা পদাক্কম (১৯৯৪) - মানির স্ত্রী
- মঞ্জু বিরাট্টু (১৯৯৪) - চেল্লাম্মা
- সীমান (১৯৯৪) - মীনাক্ষী
- আকায়া পুক্কাল (১৯৯৫)
- চন্দ্রলেখা (১৯৯৫) - ফাতিমা
- পাত্তু পাডাভা (১৯৯৫) - জানকী
- পরাম্বারাই (১৯৯৬)
- কাধাল কোট্টাই (১৯৯৬) - মল্লিগা
- পূমানি (১৯৯৬) - পাঁচাভর্ণম
- ভল্লাল (১৯৯৭) - সেলভি
- সম্রাট (১৯৯৭) - সম্রাটের মা
- মাপ্পিল্লাই গাউনদার (১৯৯৭) - শেনবাগাম
- মুভেন্দর (১৯৯৮) - বৈদেহীর বোন
- পুধুমাই পিথান (১৯৯৮) - ভাবানী
- কানাভে কলাইয়াধে (১৯৯৯) - ম্যানেজারের স্ত্রী
- টাইম (১৯৯৯) - দিলীপের মা
- নিনাইভেল্লাম নিই (২০০০)
- ভানাথাইপ্পোলা (২০০০) - জানকী
- গুড লাক (২০০০) - সিস্টার মেরি
- ভীরানাদাই (২০০০)
- মায়ি (২০০০) - মায়ির মা
- সিনু (২০০০) - জানকী
- ভানচিনাথান (২০০১) - আব্দুল খাদারের স্ত্রী
- অঝগানা নাট্টকাল (২০০১) - গুনার স্ত্রী
- বালা (২০০২) - ভাগ্যম
- সমস্থানম (২০০২) - পারমার স্ত্রী
- কিং (২০০২)
- এন মন ভানিল (২০০২) - গণেশের মা
- পুন্নাগাই দেশম (২০০২) - গণেশের মা
- সুন্ধরা ট্রাভেলস (২০০২) - গায়ত্রীর মা
- পারাই (২০০৩) - দুরাইরাজের মা
- আলাউদিন (২০০৩) - মল্লিকা
- রামকৃষ্ণ (২০০৪)
- এঙ্গাল আন্না (২০০৪) - ঈশ্বরমূর্তির স্ত্রী
- সাউন্ড পার্টি (২০০৪) - সরসু
- চত্রপতি (২০০৪)
- অম্মা আপ্পা চেল্লাম (২০০৪) - ভেলাম্মা
- মিসাই মাধবন (২০০৪) - আম্মিনিয়াম্মা
- ওরু কাধাল সেভীর (২০০৫)
- সেলভম (২০০৫) - সেলভমের মা
- ইলাক্কানাম (২০০৬) - মুরুগাভেলের স্ত্রী
- নাগারিগা কোমালি (২০০৬) - গোপির মা
- কুস্তি (২০০৬)
- আট্টাম (২০০৬) - মীনাক্ষী
- সাসানাম (২০০৬)
- ই (২০০৬)
- ভাথিয়ার (২০০৬)
- লি (২০০৭)
- ইপ্পাডিক্কু এন কাধাল (২০০৭)
- পিরাগু (২০০৭) - সত্যার মা
- বাসন্তম ভান্থাচু (২০০৭) - চেল্লাম্মা
- থিরু রঙ্গা (২০০৭) - ডাক্তার
- নায়াগান (২০০৮)
- মাদুরাই পন্নু চেন্নাই পাইয়ান (২০০৮) - মীনাক্ষী
- থিথিক্কুম ইলামাই (২০০৮) - কল্যাণী
- ভাম্বু সান্দাই (২০০৮) - লক্ষ্মী
- থোত্তা (২০০৮) - নলিনার মা
- ভেদাপ্পান (২০০৯) - দীপিকার মা
- কানাভেল কাকা (২০১০)
- নীতানা আভান (২০১০) - মীনাক্ষী
- ভি (২০২১)
- ইরু মনাসু (২০২৪)
মালায়ালাম
[সম্পাদনা]
- মাত্তোরু সীথা (১৯৭৫)
- সপ্তপদী (১৯৮১)
- আশা (১৯৮২) রাশিয়া চরিত্রে
- আয়ুধাম (১৯৮২) ওপ্পানা নৃত্যশিল্পী চরিত্রে
- পোন্নুম পুভুম (১৯৮২) গাড়ির ভিতরের নারী চরিত্রে
- থাদকাম (১৯৮২) মাধবী চরিত্রে
- ইন্নালেঙ্কিল নালে (১৯৮২)
- আরূডাম (১৯৮৩) মালূট্টি চরিত্রে
- যুদ্ধম (১৯৮৩) রাধা চরিত্রে
- আশ্রয়ম (১৯৮৩) শিক্ষিকা চরিত্রে
- ঈ যুগম (১৯৮৩)
- মরচুয়ারি (১৯৮৩)
- উনারু (১৯৮৪) মেরি চরিত্রে
- মুথোডু মুথু (১৯৮৪) সুলোচনা চরিত্রে
- এন্তে উপাসনা (১৯৮৪) নিশা চরিত্রে
- করিম্বু (১৯৮৪) রেজিনা চরিত্রে
- অক্ষরাঙ্গাল (১৯৮৪) নলিনী চরিত্রে
- চাক্কারায়ুম্মা (১৯৮৪) আশা থমাস চরিত্রে
- সান্দার্ভাম (১৯৮৪) ঊষা চরিত্রে
- এন্তে কালিতোজন (১৯৮৪)
- শব্দম (১৯৮৪) সীথা চরিত্রে
- কানামারায়াথু (১৯৮৪) মার্সি চরিত্রে
- অথিরাথ্রম (১৯৮৪)
- আরিয়াথা ভিতিকাল (১৯৮৪) আম্বিলি চরিত্রে
- ওরু কোচু স্বপ্নম (১৯৮৪) ম্যাগি চরিত্রে
- আরান্তে মুল্লা কোচু মুল্লা (১৯৮৪) কবিতা চরিত্রে
- গুয়েরিলা (১৯৮৫)
- পরন্নুয়ারান (১৯৮৫)
- মান্যমহাজনাঙ্গালে (১৯৮৫) সুহরা চরিত্রে
- কূদিয়াট্টম (১৯৮৫)
- কাট্টুথি (১৯৮৫)
- শান্তম ভীকরাম (১৯৮৫)
- অঙ্গাদিক্কাপ্পুরাথু (১৯৮৫) সাইনাব চরিত্রে
- প্রিন্সিপাল ওলিভিল (১৯৮৫) শ্রীদেবী চরিত্রে
- সিন নম্বর ৭ (১৯৮৫) অম্মিনী চরিত্রে
- নুল্লিনোভিকাথ (১৯৮৫)
- ভেল্লারিকা পট্টনাম (১৯৮৫) শোভা চরিত্রে
- কাইয়ুম থালায়ুম পুরথিদারুথু (১৯৮৫) গায়িকা চরিত্রে
- অথাম চিত্রা চোথি (১৯৮৬) লিলি চরিত্রে
- কাভেরি (১৯৮৬) এলিজাবেথ চরিত্রে
- এন্তে শব্দম (১৯৮৬) লাইলা চরিত্রে
- লাভ স্টোরি (১৯৮৬) সাবিত্রী চরিত্রে
- এন জান কথোর্থিরিকুম (১৯৮৬) জামিলা চরিত্রে
- উপ্পু (১৯৮৭)
- জনাঙ্গালুদে স্রধাক্কু (১৯৮৭)
- নাল্ককাভালা (১৯৮৭) লীলা চরিত্রে
- কানান কোঠিচু (১৯৮৭)
- কিলিপাট্টু (১৯৮৭)
- যাগাগ্নি (১৯৮৭) রাশি চরিত্রে
- মাঞ্জা মন্ত্রাঙ্গাল (১৯৮৭) লুসি চরিত্রে
- ইথ্রায়ুম কালাম (১৯৮৭) সাইনাব চরিত্রে
- লুজ লুজ আরাপ্পিরি লুজ (১৯৮৮) শালিনী চরিত্রে
- ওরমাইল এন্নুম (১৯৮৮) স্টেলা চরিত্রে
- ১৯২১ (১৯৮৮) অম্মুকুট্টি চরিত্রে
- মৃত্যুঞ্জয়ম (১৯৮৮) জেসি চরিত্রে
- ভীকরন (১৯৮৮) শিক্ষিকা চরিত্রে
- ধ্বনি (১৯৮৮) কানকম চরিত্রে
- উলসাভাপিট্টেন্নু (১৯৮৯) ইন্দিরা চরিত্রে
- চাণক্যান (১৯৮৯) জেসি চরিত্রে
- নিজাঙ্গালুদে কোচু ডাক্তার (১৯৮৯)
- ওরুক্কাম (১৯৯০)
- প্রসিকিউশন (১৯৯০)
- কমান্ডার (১৯৯০)
- কালিক্কালাম (১৯৯০) সুহরা চরিত্রে
- কাদালোরাক্কাট্টু (১৯৯১) পন্নাপ্পানের স্ত্রী চরিত্রে
- প্যারালেল কলেজ (১৯৯১) রাধা চরিত্রে
- ভূমিকা (১৯৯১) সরদা চরিত্রে
- সাগরম সাক্ষী (১৯৯৪)
- চুক্কান (১৯৯৪) সিন্ধু চরিত্রে
- বিদেয়ান (১৯৯৪) ওমনা চরিত্রে
- আবর্তনম (১৯৯৫)
- কুমকুমাচেপ্পু (১৯৯৬) দেবী চরিত্রে
- পাভা (১৯৯৯)
- ঈ পরাক্কুম থালিকা (২০০১) লক্ষ্মী চরিত্রে
- কিনাভু পোলে (২০০১)
- আসরাদ্যম পরায়ুম (২০০২)
- ক্রনিক ব্যাচেলর (২০০৩) সরস্বতী চরিত্রে
- রিল্যাক্স (২০০৩)
- যানাম (২০০৪)
- বিনোদায়াত্রা (২০০৭) অনুপমার মা চরিত্রে
- মায়া বাজার (২০০৮) মায়ার মা চরিত্রে
- সাইকেল (২০০৮) গৌরী চরিত্রে
- পারুন্তু (২০০৮) পুরুষুর মা চরিত্রে
- আজাকাদল (২০১১) রোসান্না চরিত্রে
- অন্নায়ুম রাসূলুম (২০১৩)
- থীরা (২০১৩)
- ৭২ মডেল (২০১৩) সরস্বতী চরিত্রে
- হোমলি মিলস (২০১৪) অ্যালানের মা চরিত্রে
- গার্লস (২০১৬) সোফিয়ার মা চরিত্রে
- ন্যান প্রকাশান (২০১৮) প্রকাশানের মা চরিত্রে
- কালচিলম্বু (২০২১)
- এ রঞ্জিত সিনেমা (২০২৩) রঞ্জিতের মা চরিত্রে
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "80'களில் லீடிங் ஹீரோயின்.. இப்போ சீரியலில் சென்டிமெண்ட் அம்மா.. நாம் இருவர் நமக்கு இருவர் நாச்சியார் லைஃப் ஸ்டோரி"। ১ মার্চ ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ মার্চ ২০২২।
- তামিল টেলিভিশনের অভিনেত্রী
- ভারতীয় টেলিভিশন অভিনেত্রী
- মালয়ালম টেলিভিশন অভিনেত্রী
- জীবিত ব্যক্তি
- কন্নড় চলচ্চিত্র অভিনেত্রী
- তেলুগু চলচ্চিত্র অভিনেত্রী
- তামিল চলচ্চিত্র অভিনেত্রী
- ২১শ শতাব্দীর ভারতীয় অভিনেত্রী
- ২০শ শতাব্দীর ভারতীয় অভিনেত্রী
- মালয়ালম চলচ্চিত্র অভিনেত্রী
- কেরলের অভিনেত্রী
- ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী