বিষয়বস্তুতে চলুন

সপ্তর্ষিমণ্ডল (তারাবিন্যাস)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
The asterism of the Big Dipper (shown in this star map in green) lies within the constellation of Ursa Major.

সপ্তর্ষিমণ্ডল (ইংরেজিতে Big Dipper) রাতের আকাশের বৃহৎ ভল্লুক তারামণ্ডলের সাতটি উজ্জ্বল তারা নিয়ে গঠিত একটি তারাবিন্যাস[][][][] এদের মধ্যে ছয়টি দ্বিতীয় মাত্রার এবং বাকি একটি তারা অত্রি তৃতীয় মাত্রার তারা। চারটি তারা মিলে আপাতদৃষ্টিতে একটি কাল্পনিক রান্নার পাত্রের আকৃতি গঠন করেছে ও বাকি তিনটি ঐ পাত্রের হাতল বা মাথা গঠন করেছে। সপ্তর্ষি তারাবিন্যাসটিকে বিশ্বের অনেক সংস্কৃতিতে স্বতন্ত্র একটি তারার দল হিসেবে গণ্য করা হয়। সপ্তর্ষির কাছেই অবস্থিত লঘুসপ্তর্ষি (Little Dipper) তারাবিন্যাসটিতে অবস্থিত ধ্রুবতারা বর্তমানে পৃথিবীর উত্তর মেরুর মেরুতারা হিসেবে কাজ করছে। সপ্তর্ষিমণ্ডলের পুলহ তারা ও ক্রতু তারার মধ্যে একটি কাল্পনিক সরলরেখা এঁকে রেখাটি প্রসারিত করলে ধ্রুবতারায় পৌঁছানো যায়। ফলে সপ্তর্ষিমণ্ডল খ-দিকনির্ণয়ের জন্য উপকারী।

সপ্তর্ষিমণ্ডল ধারণকারী বৃহৎ ভল্লুক খ্রিস্টীয় দ্বিতীয় শতাব্দীতে জ্যোতির্বিদ টলেমি কর্তৃক প্রণীত ৪৮টি তারামণ্ডলের একটি। আধুনিক কালে বর্ণিত ৮৮টি তারামণ্ডলের তালিকায়ও এটি তৃতীয় বৃৃহত্তম। পৃথিবীর উত্তর গোলার্ধ থেকে সারা বছরই এই তারাবিন্যাসটিকে দেখা যায়। সপ্তর্ষিমণ্ডল যে সাতটি তারার সমন্বয়ে গঠিত, সেগুলিকে ভারতীয় উপমহাদেশের জ্যোতির্বিদগণ সাত জন ঋষির নামে নামকরণ করেন তাই এই নক্ষত্রমণ্ডলটি সপ্তর্ষিমন্ডল নামে পরিচিত হয়। এই সাতজন ঋষির নাম হল:

  1. ক্রতু
  2. পুলহ
  3. পুলস্ত্য
  4. অত্রি
  5. অঙ্গিরা
  6. বশিষ্ঠ
  7. মরীচি

অবস্থান

[সম্পাদনা]

সপ্তর্ষিমণ্ডল সারা বছর ধ্রুবতারার চারদিকে ঘোরে। সপ্তর্ষিমণ্ডলের প্রথম দুইটি তারা ক্রতু ও পুলহ-কে যোগ করে সরলরেখা কল্পনা করলে ওই সরলরেখা ধ্রুবতারার দিকে নির্দেশ করে, এবং রেখাটিকে বিপরীতে চালিত করলে সিংহ রাশিতে নির্দেশ করে।

এতে বশিষ্ঠএর পাশে ছোটো একটি তারা দেখা যায়, নাম অরুন্ধতী। অরুন্ধতী ছিলেন ঋষি বশিষ্ঠের স্ত্রী।

নামকরণ

[সম্পাদনা]

সপ্তর্ষিমণ্ডল বিন্যাস যে তারামণ্ডলের অন্তর্ভুক্ত, গ্রিকরা অনেকগুলি তারা নিয়ে তৈরি সেই বৃহদাকার ভালুক এর মতো তারামণ্ডলকে উরসা মেজর (Ursa Major) অর্থাৎ বৃহৎ ভল্লুক বলে শনাক্ত করেছিলেন। অন্যদিকে ভারতীয় জ্যোতির্বিদরা নক্ষত্রমণ্ডলটির সবচেয়ে উজ্জ্বল সাতটি তারাই পর্যবেক্ষণ করেন, যেগুলি প্রশ্নবোধক চিহ্নের আকৃতিতে অবস্থান করে, তাই এদের নাম দেন সপ্তর্ষি। পাশ্চাত্যের মানুষও এই সাতটি তারা পর্যবেক্ষণ করেন এবং নাম দেন বিগ ডিপার। বর্তমানে সপ্তর্ষিমণ্ডলকে আর তারামন্ডল বলে গণনা না করে বৃহৎ ভল্লুক তারামন্ডলের মধ্যে অবস্থিত একটি ক্ষুদ্র তারাবিন্যাস বলেই গণ্য করা হয়।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. Holbrook, J. C.; Baleisis, Audra (২০০৮)। "Naked-eye Astronomy for Cultural Astronomers"। African Cultural Astronomy। Astrophysics and Space Science Proceedings। পৃ. ৫৩–৭৫। বিবকোড:2008ASSP....6...53Hডিওআই:10.1007/978-1-4020-6639-9_5আইএসবিএন ৯৭৮-১-৪০২০-৬৬৩৮-২
  2. Olson, R. J. M.; Pasachoff, J. M. (১৯৯২)। "The 1816 Solar Eclipse and the Comet 1811I in Linnell's Astronomical Album"। Journal for the History of Astronomy২৩: ১২১। বিবকোড:1992JHA....23..121Oডিওআই:10.1177/002182869202300204এস২সিআইডি 125474099
  3. John C. Barentine (৪ এপ্রিল ২০১৬)। Uncharted Constellations: Asterisms, Single-Source and Rebrands। Springer। পৃ. ১৬–। আইএসবিএন ৯৭৮-৩-৩১৯-২৭৬১৯-৯
  4. নেমিরফ, আর.; বোনেল, জে., সম্পাদকগণ (২১ এপ্রিল ২০১৩)। "Big Dipper"অ্যাস্ট্রোনমি পিকচার অফ দ্য ডেনাসা