বিষয়বস্তুতে চলুন

সন্মাত্রানন্দ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সন্মাত্রানন্দ
জন্মশোভন রায়
(1971-05-19) ১৯ মে ১৯৭১ (বয়স ৫৪)
মেদিনীপুর, পশ্চিমবঙ্গ, ভারত
পেশাপ্রাক্তন গ্রন্থাগারিক রামকৃষ্ণ মিশন, সাহিত্যিক
ভাষাবাংলা
জাতীয়তাভারতীয়
শিক্ষাপ্রতিষ্ঠানমেদিনীপুর কলেজিয়েট স্কুল
রামকৃষ্ণ মিশন আবাসিক কলেজ, নরেন্দ্রপুর
কলকাতা বিশ্ববিদ্যালয়
উল্লেখযোগ্য রচনানাস্তিক পণ্ডিতের ভিটা, ছায়াচরাচর
উল্লেখযোগ্য পুরস্কারবঙ্কিম পুরস্কার (২০২৫)
রাহুল সাংকৃত্যায়ন পুরস্কার (২০২৩)

সন্মাত্রানন্দ (জন্মঃ ১৯ মে, ১৯৭১) একজন বাঙালি সাহিত্যিক। তিনি ২০২৫ সালে পশ্চিমবঙ্গ সরকার দ্বারা বঙ্কিম পুরস্কারে সম্মানিত হন।[]

জীবনী

[সম্পাদনা]

সন্মাত্রানন্দ ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মেদিনীপুর শহরে জন্মগ্রহন করেন। তার আসল নাম শোভন রায়।[] তিনি কলাগ্রাম শহীদ ক্ষুদিরাম স্মৃতি বিদ্যাপীঠ থেকে ১৯৮৬ সালে মাধ্যমিক উত্তীর্ণ হন এবং মেদিনীপুর কলেজিয়েট স্কুল থেকে ১৯৮৮ সালে উচ্চ মাধ্যমিক পাশ করেন। নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন আবাসিক মহাবিদ্যালয় থেকে ১৯৯২ সালে পরিসংখ্যানবিদ্যায় অনার্স সহ পাশ করেন তিনি। কলিকাতা বিশ্ববিদ্যালয় হতে স্নাতকোত্তর হন ১৯৯৬ সালে। এরপর সন্মাত্রানন্দ রামকৃষ্ণ মিশনে সন্ন্যাসী হিসেবে যোগদান করেন। মিশনে গ্রন্থাগারিক ও সেবাব্রতীর দায়িত্বপালন করেছেন ২০১৫ সাল অব্দি। অতীশ দীপংকর শ্রীজ্ঞানের জীবন অবলম্বনে তাঁর রচিত নাস্তিক পণ্ডিতের ভিটা উপন্যাসটি ২০১৭ সালে প্রকাশিত হলে তা বাংলা সাহিত্য জগতে সমাদৃত হয়।[][]

গ্রন্থ তালিকা

[সম্পাদনা]
  • নাস্তিক পণ্ডিতের ভিটা[]
  • ছায়াচরাচর[]
  • তোমাকে আমি ছুঁতে পারিনি[]
  • দীনেশ গুপ্তের রিভলভার[]
  • হাওয়ার মতন নেশার মতন
  • মূর্ছিত নূপুর
  • রুপোর পৈঁছে অনন্তবাউটি
  • পুনর্যাপী ফিনিক্স
  • ভামতী অশ্রুমতী
  • কৃষ্ণাদ্বাদশীর মেঘ[]
  • আখ্যানবিংশতি[]
  • একা একা অক্ষরেরা
  • ধুলামাটির বাউল[]
  • শ্রীগদ্যশরীর
  • স্রোতোবক্ষে রাখিব মর্মর

পুরস্কার

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. SNS (২০২৫-০৪-১৫)। "বাংলা দিবসে নববর্ষ বরণ ও বিশিষ্টদের আকাদেমি পুরস্কার প্রদান অনুষ্ঠান"Dainik Statesman। সংগ্রহের তারিখ ২০২৫-০৬-১৬ 
  2. Desk, News (২০২২-০৪-১০)। "Midnapore: "মেদিনীপুর কলেজ বাংলার বিপ্লবী আন্দোলনের যজ্ঞবেদী", বলে গেলেন সাহিত্যিক সন্মাত্রানন্দ"The Bengal Post (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৫-০৬-১৬ 
  3. শাহীন হাসনাত। "নাস্তিক পণ্ডিতের ভিটা অতীশ দীপংকরের পৃথিবী"। সংগ্রহের তারিখ ১৬ জুন ২০২৫ 
  4. গৌতম চক্রবর্তী। "আনন্দ-রথে সময়চেতনার তিন চরিত্র"। সংগ্রহের তারিখ ১৬ জুন ২০২৫ 
  5. প্ল্যাটফর্ম, চার নম্বর (২০১৮-১১-০১)। "নাস্তিক পণ্ডিতের ভিটা"৪ নম্বর প্ল্যাটফর্ম (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৫-০৬-১৬ 
  6. "বেস্টসেলার শব্দটার মধ্যেই লুকিয়ে গোলমাল"inscript.me (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৫-০৬-১৬ 
  7. "SANMATRANANDA"বইয়ের হাট (in ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৫-০৬-১৬ 
  8. "Sanmatrananda"www.goodreads.com। সংগ্রহের তারিখ ২০২৫-০৬-১৬ 
  9. দত্তভৌমিক, গোপা। "পরবাস | সন্মাত্রানন্দের কথাশিল্প: কালের যাত্রার ধ্বনি | গোপা দত্তভৌমিক"parabaas.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৫-০৬-১৬ 
  10. "Krishnadadasir Megh [Sanmatrananda]"Boighar Dot In (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৫-০৬-১৬ 
  11. "18th April 2025 Current Affairs in Bengali | ১৮ই এপ্রিল ২০২৫ কারেন্ট অ্যাফেয়ার্স"কলম : কখনো থেমে থাকেনা। সংগ্রহের তারিখ ২০২৫-০৬-১৬ 
  12. Desk, News Wave India (২০২৫-০৪-২৯)। "বিশিষ্টদের আকাদেমি পুরস্কার প্রদান"NEWS WAVE INDIA (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৫-০৬-১৬