সন্দিকৈ নারী মহাবিদ্যালয়
অবয়ব
ধরন | সরকারি |
---|---|
স্থাপিত | ১৯৩৯ |
অধ্যক্ষ | ইন্দিরা বরদলৈ |
অবস্থান | , আসাম, , |
ওয়েবসাইট | handiquegirlscollege.org.in |
সন্ধিকৈ নারী মহাবিদ্যালয় হল গুয়াহাটি বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ একটি মহাবিদ্যালয়]][১]। এটি আসাম তথা গুয়াহাটির পুরানো মহাবিদ্যালয়গুলির মধ্যে একটি, যেখানে বিজ্ঞান এবং কলা বিষয়ের সুবিধা আছে।
ইতিহাস
[সম্পাদনা]সন্ধিকৈ নারী মহাবিদ্যালয় স্থাপিত হয়েছিল ১৯৩৯ সালে গুয়াহাটি নারী মহাবিদ্যালয় নামে। রাজাবালা দাস মহাবিদ্যালয়টির প্রথম অধ্যক্ষা ছিল। মহাবিদ্যালয়টি একটি গুয়াহাটি মহানগরের পানবাজার এলাকায় অবস্থিত। ১৯৪০ সালে মহাবিদ্যালয়টির নাম সন্ধিকৈ নারী মহাবিদ্যালয় নামে পরিবর্তন করা হয় এবং কলিকতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ হয়। গুয়াহাটি বিশ্ববিদ্যালয় স্থাপিত হওয়ার পরে মহাবিদ্যালয়টি গুয়াহাটি বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ করা হয়।
অধ্যক্ষের তালিকা
[সম্পাদনা]১৯৩৯ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত মোট ১১ জন অধ্যক্ষ কার্য্যভার গ্রহণ করেছেন
- রাজাবালা দাস (১৯৩৯-১৯৬৫)
- শরৎ চন্দ্র গোস্বামী (১৯৬৫-১৯৭৪)
- অমেদা রচুল (১৯৭৪-১৯৮৪)
- রত্ন কন্ত বরুয়া (১৯৮৪-১৯৯২)
- প্রীতি বরুয়া (১৯৯২-১৯৯৩)
- সরজু দাস (১৯৯৩-১৯৯৪)
- গগন চন্দ্র বরুয়া (১৯৯৪-২০০০)
- স্নেহা বেগম (২০০০-২০০২)
- মৃদুলা মজুমদার (২০০২-২০০৪)
- গানা বরুয়া (২০০৪)
- ইন্দিরা বরদলৈ (২০০৪-বর্তমান পর্যন্ত)
বিভিন্ন বিভাগ
[সম্পাদনা]- অসমীয়া বিভাগ
- অর্থনীতি বিভাগ
- শিক্ষাতত্ত্ব বিভাগ
- ইংরাজী বিভাগ
- ইতিহাস বিভাগ
- রাজনীতি-বিজ্ঞান বিভাগ
- সমাজতত্ত্ব বিভাগ
- মনোবিজ্ঞান বিভাগ
- সংস্কৃত বিভাগ
- রসায়ন-বিজ্ঞান বিভাগ
- জীব-বিজ্ঞান বিভাগ
- গণিত বিভাগ
- রসায়ন-বিজ্ঞান বিভাগ
- জীব-বিজ্ঞান বিভাগ
- গণিত বিভাগ
- কম্পিউটার বিজ্ঞান বিভাগ
- হিন্দী বিভাগ
- ভেষজ বিজ্ঞান বিভাগ
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Nearly 3000 apply in Handique Girls College"। Times of India। ১৪ জুন ২০১২। ৩ জানুয়ারি ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ আগস্ট ২০১২।