বিষয়বস্তুতে চলুন

সত্যেন্দ্রনাথ সেন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সত্যেন্দ্রনাথ সেন
জন্ম(১৯০৯-০৩-০৪)৪ মার্চ ১৯০৯
মৃত্যু১৪ মার্চ ১৯৮৩(1983-03-14) (বয়স ৭৪)
কলকাতা পশ্চিমবঙ্গ ভারত
পেশাঅধ্যাপনা ও শিক্ষাবিদ
দাম্পত্য সঙ্গীশান্তি সেন (বি.১৯৪০)

সত্যেন্দ্রনাথ সেন (৪ মার্চ ১৯০৯ – ১৪ মার্চ ১৯৮৩ ) ছিলেন একজন প্রখ্যাত ভারতীয় বাঙালি অর্থনীতিবিদকলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য (১৯৬৮-৭৬)।[]

জন্ম ও শিক্ষা জীবন

[সম্পাদনা]

সত্যেন্দ্রনাথ সেনের জন্ম ১৯০৯ খ্রিস্টাব্দের ৪ মার্চ ব্রিটিশ ভারতের অধুনা বাংলাদেশের রংপুরে। পিতা সুরেন্দ্রনাথ সেন, মাতা চারুবালা সেন। []পৈতৃক নিবাস খুলনার পয়গ্রামে। ১৯৩৩ খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির এম.এ পরীক্ষায় প্রথম শ্রেণিতে প্রথম হন। ১৯৫০ খ্রিস্টাব্দে লন্ডন স্কুল অফ ইকোনমিক্স ডক্টরেট ডিগ্রি লাভ করেন।

কর্মজীবন

[সম্পাদনা]

অর্থনীতিতে এম.এ পাশের পর ১৯৩৫ খ্রিস্টাব্দে আশুতোষ কলেজে এবং ১৯৪২ খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক হিসাবে যোগ দেন। ১৯৬৮ খ্রিস্টাব্দের ২৩ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে নিযুক্ত হন এবং আট বৎসর (১৯৭৬ খ্রিস্টাব্দের ৩১ অক্টোবর)ওই পদে আসীন ছিলেন। []

ড.সত্যেন্দ্রনাথ সেন পশ্চিমবঙ্গ নিরক্ষরতা দূরীকরণ সমিতির অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন এবং দীর্ঘ তের বৎসর (১৯৭০-৮৩) সমিতির সভাপতির পদে ছিলেন।

অলঙ্কৃত পদসমূহ

[সম্পাদনা]

এছাড়াও, অধ্যাপক সেন বিভিন্ন সময়ে ইন্ডিয়ান স্ট্যাটাস্টিক্যাল ইনস্টিটিউটের গবেষণা ও প্রশিক্ষণের পরিচালনা পর্ষদে,কলকাতার ভারতীয় জাদুঘর, ভিক্টোরিয়া মেমোরিয়াল হলসহ নানা সরকারি সংস্থার সঙ্গে যুক্ত ছিলেন। []

অধ্যাপক ড.সত্যেন্দ্রনাথ সেন অর্থনীতির বহু পাঠ্যপুস্তক রচনা করেছেন। এছাড়াও অর্থনীতির উপর রচিত তার অন্যান্য পুস্তকগুলি হল—

রচিত গ্রন্থসমূহ—
  • সেন্ট্রাল ব্যাঙ্কিং ইন ডেভেলপিং কান্ট্রিজ
  • সেন্ট্রাল ব্যাঙ্কিং ইন আন্ডার ডেভেলপড মানি মার্কেট
  • দি সিটি অফ ক্যালকাটা:এ সোসিয়ো ইকোনমিক সার্ভে
  • ইন্ডাস্ট্রিয়াল মুভমেন্ট ইন ওয়েস্ট বেঙ্গল
  • ইন্ডাস্ট্রিয়াল রিলেশনস ইন জুট ইন্ড্রাস্টিজ ইন ওয়েস্ট বেঙ্গল []


পারিবারিক জীবন ও জীবনাবসান

[সম্পাদনা]

অধ্যাপক সেন ১৯৪০ খ্রিস্টাব্দে শান্তি সেনকে বিবাহ করেন।[] ১৯৮৩ খ্রিস্টাব্দের ১৪ মার্চ কলকাতায় প্রয়াত হন। []


তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. সুবোধ সেনগুপ্ত ও অঞ্জলি বসু সম্পাদিত, সংসদ বাঙালি চরিতাভিধান, প্রথম খণ্ড, সাহিত্য সংসদ, কলকাতা, নভেম্বর ২০১৩, পৃষ্ঠা ৭৬১, আইএসবিএন ৯৭৮-৮১-৭৯৫৫-১৩৫-৬
  2. "Satyendranath Sen"। সংগ্রহের তারিখ ২০২৪-০৮-১০ 
  3. "List of Vice Chancellors of the University of Calcutta"University of Calcutta। ৬ অক্টোবর ২০১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ অক্টোবর ২০১৬