সত্যজিত কর্মকার

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সত্যজিত কর্মকার
সচিব
পরিকল্পনা বিভাগ
দায়িত্বাধীন
অধিকৃত কার্যালয়
১ জানুয়ারি ২০২৩
পূর্বসূরীমামুন আল রশীদ
ব্যক্তিগত বিবরণ
জন্মবেগমগঞ্জ, নোয়াখালী, বাংলাদেশ
জাতীয়তাবাংলাদেশী
প্রাক্তন শিক্ষার্থীঢাকা বিশ্ববিদ্যালয়
ব্র্যাডফোর্ড বিশ্ববিদ্যালয়, যুক্তরাজ্য
পেশাসচিব, সরকারি কর্মকর্তা

সত্যজিত কর্মকার বাংলাদেশ সিভিল সার্ভিসের একজন কর্মকর্তা। তিনি বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিলের (বিইপিআরসি) চেয়ারম্যান (সচিব) এবং পরিকল্পনা কমিশনের ভৌত অবকাঠামো বিভাগের সদস্য (সচিব) হিসেবে কর্মরত ছিলেন। বর্তমানে তিনি পরিকল্পনা বিভাগে সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।[১][২]

প্রাথমিক জীবন[সম্পাদনা]

সত্যজিত নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার একলাশপুরে জন্মগ্রহণ করেন। তার বাবা ধীরেন্দ্রকুমার কর্মকার ও মা অঞ্জলি কর্মকার। তিনি নোয়াখালীর অরুণচন্দ্র উচ্চ বিদ্যালয় থেকে ১৯৮০ খিষ্টাব্দে এসএসসি এবং নোয়াখালী সরকারি কলেজ থেকে ১৯৮২ খিষ্টাব্দে এইচএসসি পাস করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগ থেকে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। পরবর্তীকালে তিনি যুক্তরাজ্যের ব্র্যাডফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে উন্নয়নের জন্য অর্থনীতি ও অর্থায়ন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। এছাড়া দেশে ও বিদেশে তিনি বিভিন্ন প্রশিক্ষণ গ্রহণ করেছেন।[৩][৪]

কর্মজীবন[সম্পাদনা]

সত্যজিত কর্মকার বিসিএস প্রশাসন ক্যাডারের ১০ম ব্যাচের একজন কর্মকর্তা হিসেবে ১৯৯১ খিষ্টাব্দে বাংলাদেশ সিভিল সার্ভিসে যোগদান করেন। তিনি মাঠ প্রশাসন ও সচিবালয়ে বিভিন্ন পদে অধিষ্ঠিত কর্মরত ছিলেন। তিনি সহকারী কমিশনার, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি অর্থ বিভাগ, সেতু বিভাগ, পানি সম্পদ মন্ত্রণালয়, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয় এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের এপিডি শাখায় কাজ করেছেন। অর্থ বিভাগে প্রায় ১৫ বছর দায়িত্ব পালনকালে তিনি বাজেট প্রণয়ন প্রক্রিয়া ও জেন্ডার বাজেটিং-এ ভূমিকা রাখার পাশাপাশি প্রতিবন্ধী শনাক্তকরণ সমীক্ষার ধারণাপত্র প্রণয়নেও ভূমিকা পালন করেন।[৪]

সত্যজিত ২০২১ খ্রিষ্টাব্দের ৯ মে সচিব পদে পদোন্নতি লাভ করেন।[৫] এরপর তিনি বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিলের (বিইপিআরসি) চেয়ারম্যান (সচিব) এবং পরিকল্পনা কমিশনের ভৌত অবকাঠামো বিভাগের সদস্য (সচিব) হিসেবে দায়িত্ব পালন করেন।[৬] বর্তমানে তিনি পরিকল্পনা বিভাগে সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।[৭]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "পরিকল্পনা সচিব হলেন সত্যজিত কর্মকার"কালের কণ্ঠ। ২২ ডিসেম্বর ২০২২। সংগ্রহের তারিখ ১৪ জানুয়ারি ২০২৩ 
  2. "পরিকল্পনা সচিব হলেন সত্যজিত কর্মকার"ঢাকা মেইল। ২২ ডিসেম্বর ২০২২। সংগ্রহের তারিখ ১৪ জানুয়ারি ২০২৩ 
  3. "পরিকল্পনা বিভাগের নতুন সচিব সত্যজিত কর্মকার, জানুন তাকে নিয়ে"ঢাকাটাইমস। ২২ ডিসেম্বর ২০২২। সংগ্রহের তারিখ ১৪ জানুয়ারি ২০২৩ 
  4. "সত্যজিত কর্মকারের জীবন বৃত্তান্ত"পরিকল্পনা বিভাগ। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। ১৪ জানুয়ারি ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ জানুয়ারি ২০২৩ 
  5. "জনপ্রশাসন সচিব হলেন আলী আজম, শিল্পে জাকিয়া সুলতানা"ঢাকা পোস্ট। ৯ মে ২০২১। সংগ্রহের তারিখ ১৪ জানুয়ারি ২০২৩ 
  6. "পরিকল্পনা কমিশনের সদস্য হলেন সত্যজিত কর্মকার"ঢাকাটাইমস। ৬ জুলাই ২০২২। সংগ্রহের তারিখ ১৪ জানুয়ারি ২০২৩ 
  7. "পরিকল্পনা সচিব হলেন সত্যজিত কর্মকার"দৈনিক জনকণ্ঠ। ২২ ডিসেম্বর ২০২২। সংগ্রহের তারিখ ১৪ জানুয়ারি ২০২৩