সঙ্গী (চলচ্চিত্র)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(সঙ্গী(চলচ্চিত্র) থেকে পুনর্নির্দেশিত)
সঙ্গী
সঙ্গী চলচ্চিত্রের পোস্টার
পরিচালকহরনাথ চক্রবর্তী
প্রযোজকশ্রী ভেঙ্কটেশ ফিল্মস
রচয়িতামনোতোষ চক্রবর্তী (চিত্রনাট্য ও সংলাপ)
কাহিনিকাররবিচন্দ্রন
উৎসকান্নেধিরে থনড্রিনাল (তামিল)
শ্রেষ্ঠাংশে
সুরকারএস.পি ভেঙ্কটেশ
চিত্রগ্রাহকভি. প্রভাকর
সম্পাদকস্বপন গুহ
পরিবেশকসিনজিনি মুভিজ (পি) লিমিটেড
মুক্তি
  • ২৬ ডিসেম্বর ২০০৩ (2003-12-26)
স্থিতিকাল১৪৮ মিনিট
দেশভারত
ভাষাবাংলা
নির্মাণব্যয়₹ ১ কোটি
আয়₹ ২.২৫ কোটি[১]

সঙ্গী ২০০৩ সালে মুক্তিপ্রাপ্ত হরনাথ চক্রবর্তী পরিচালিত ভারতীয় বাংলা ভাষার চলচ্চিত্র। মূল চরিত্রে জিৎপ্রিয়াঙ্কা ত্রিবেদী জুটির দ্বিতীয় চলচ্চিত্র।[২] এটি ১৯৯৮ সালের তামিল চলচ্চিত্র ‘কানেধীরে থনড্রিনাল’-এর পুনর্নির্মাণ। এই চলচ্চিত্রে শিলাজিৎ মজুমদার একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করে। চলচ্চিত্রটি ভি. প্রভাকর দ্বারা চিত্রগ্রহণ ও স্বপন গুহ দ্বারা সম্পাদিত হয়েছে।

কাহিনি[সম্পাদনা]

বিজয় উচ্চতর শিক্ষার জন্য শিলিগুড়ি থেকে কলকাতায় আসে। সেখানে রানার সাথে তার দেখা হয় এবং তাদের দুজনের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক গড়ে ওঠে। এদিকে সে (বিজয়) রুপা নামের এক মেয়ের প্রেমে পড়ে। কিছুদিন পর বিজয় জানতে পারলো যে রুপা তার বন্ধু রানার ছোট বোন। ফলে সে তার বন্ধুত্বকে টিকিয়ে রাখতে নিজের ভালোবাসাকে বিসর্জন দেয় এবং বাড়ীতে চলে যাওয়ার জন্য রেল স্টেশনে যায়। রুপা বিজয়কে প্রথমে ভালো না বাসলেও পরবর্তীতে সেও বিজয়ের প্রেমে পড়ে যায়। বিজয় যেহেতু তার ভালোবাসা বিসর্জন দিয়ে চলে যায় তাই রুপা বিষ খেয়ে আত্মহত্যা করার চেষ্টা করে এবং খবরটি শুনে বিজয় আবার চলে আসে এবং ঘটনার প্লট পাল্টে যায়।

অভিনয়ে[সম্পাদনা]

সংগীত[সম্পাদনা]

সঙ্গী
কর্তৃক সাউন্ডট্র্যাক অ্যালবাম
মুক্তির তারিখ১৪ জুন ২০০৩
শব্দধারণের সময়২০০৩
ঘরানাফিচার ফিল্ম সাউন্ডট্র্যাক
দৈর্ঘ্য২৯:৩০
ভাষাবাংলা
প্রযোজকসিনজিনি মুভিজ (পি) লিমিটেড
এসপি ভেঙ্কটেশ কালক্রম
সাথী
(২০০২)
সঙ্গী
(২০০৩)
নাটের গুরু
(২০০৩)

সব গানের কথা লিখেছেন গৌতম সুস্মিত।

ট্র্যাক তালিকা
না. শিরোনাম গানের কথা সঙ্গীত গায়ক দৈর্ঘ্য
১. "আলতো ছোঁয়াতে" গৌতম সুস্মিত এসপি ভেঙ্কটেশ মানু, অনুরাধা শ্রীরাম ০৫:০১
২. "বোম্বে কাপিয়ে" গৌতম সুস্মিত এসপি ভেঙ্কটেশ বাবুল সুপ্রিয় ০৫:০৯
৩. "হোক না সে অভিনয়" গৌতম সুস্মিত এসপি ভেঙ্কটেশ কবিতা কৃষ্ণমূর্তি ০৩:২৭
৪. "যদি মাথায় ঘোমটা" গৌতম সুস্মিত এসপি ভেঙ্কটেশ অনুরাধা শ্রীরাম, মানো ০৪:৫৬
৫. "কেরে নিলি (হ্যাপী)" গৌতম সুস্মিত এসপি ভেঙ্কটেশ মানো, বাবুল সুপ্রিয় ০৪:৫৩
৬. "কেরে নিলি (দুঃখ)" গৌতম সুস্মিত এসপি ভেঙ্কটেশ মানো ০০:৩৮
৭. "সহসা বর্ষায়" গৌতম সুস্মিত এসপি ভেঙ্কটেশ মানো, অনুরাধা শ্রীরাম ০৫:১০
মোট দৈর্ঘ্য: ২০:৩০

সমালোচনামূলক অভ্যর্থনা[সম্পাদনা]

ছবিটি বক্স অফিসে সামগ্রিকভাবে ভালো ব্যবসা করেছে। জিতের অভিনয় সমালোচকদের দ্বারা প্রশংসিত হয়েছিল। এই ছবির সাউন্ডট্র্যাক ছিল সুপারহিট।

তথ্যসূত্র[সম্পাদনা]

বহিঃসংযোগ[সম্পাদনা]