সঙ্গনিরোধ পড

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

সঙ্গনিরোধ পড হলো অন্যান্যদের থেকে রোগীদের অন্তরিত করার জন্য এক ধরনের ক্যাপসুল। এ ধরনের ক্যাপসুলের উদাহরণ হলো নরওয়েজিয়ান এপিশাটল ও ইউএসএএফের ট্রান্সপোর্ট আইসোলেশন সিস্টেম (টিআইএস) বা পোর্টেবল বায়ো-কন্টেইনমেন্ট মডিউল (পিবিসিএম)। আকাশপথে অসুস্থ রোগীদের পরিবহনে এগুলো ব্যবহৃত হয়।[১][২]

১৯৭০-এর দশকে লাসা জ্বরে আক্রান্ত রোগীদের আকাশপথে স্থানান্তরের জন্য সঙ্গনিরোধ যন্ত্র নির্মিত হয়। ২০১৫ সালে গিনিতে ইবোলা ভাইরাসের মহামারীর সময়ে স্বাস্থ্যকর্মীরা রোগীদের স্থানান্তরে হিউম্যান স্ট্রেচার ট্রানজিট আইসোলেটর (এইচএসটিআই) জাতীয় পড ব্যবহার করে।[৩]

ভারতে ২০২০–২১ সালে কোভিড-১৯ মহামারীকালে এই ধরনের পড সম্মুখসারির স্বাস্থ্যকর্মীদের ১০০% সুরক্ষা দেয় [জৈবসুরক্ষা স্তর ৪]।

কোভিড-১৯ রোগীদের ক্ষেত্রে সঙ্গনিরোধ পডের ব্যবহার সংক্রান্ত ১৪টি গবেষণায় দেখা যায়, অক্সিজেন মাস্ক ও অন্যান্য সরঞ্জামযুক্ত রোগীদের স্থানান্তরে এই ধরনের ক্যাপসুল ব্যবহার যথাযথ নয়।[৪] কোভিড-১৯ এর বৈশ্বিক মহামারীকালে যুক্তরাজ্যের হাসপাতালগুলোতে আলাদা এলাকা তৈরি করা হয়, যেগুলোকে “আইসোলেশন পড” বলা হতো। মূলত এগুলো ছিল মূল হাসপাতালের বাইরে তাঁবু-জাতীয় কিছু অস্থায়ী পোর্টাকেবিন (স্থানান্তরযোগ্য স্থাপনা), তাতে বিশেষায়িত স্বাস্থ্যগত কারিগরি সুবিধা ছাড়া অতিরিক্ত কোনো বিশেষ সুবিধা ছিল না।[৫][৬]

আরও দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. জন এ. টিরপাক (২ এপ্রিল ২০২০), "Air Force Readying Isolation Pods for Transporting COVID-19 Patients", এয়ার ফোর্স ম্যাগাজিন (ইংরেজি ভাষায়) 
  2. ব্রিটানি চ্যাং (৫ এপ্রিল ২০২০), A Scottish airline is converting its tiny planes into 'flying ambulances' using sealed pods to transport COVID-19 patients — here's how it works (ইংরেজি ভাষায়) 
  3. ডিনডার্ট, জে.; পেরুসেট, ও.; পালিখ, আর. (২০১৬), "Aerial medical evacuation of health workers with suspected Ebola virus disease in Guinea Conakry-interest of a negative pressure isolation pod-a case series", বিএমসি ইমার্জেন্সি মেডিসিন (ইংরেজি ভাষায়), ১৭ (৯), পৃষ্ঠা ৯, ডিওআই:10.1186/s12873-017-0121-xঅবাধে প্রবেশযোগ্য, পিএমআইডি 28284181, পিএমসি 5346232অবাধে প্রবেশযোগ্য 
  4. শশীধরণ, এস.; সিং, ভি.; ঢিলন, এইচ. এস.; ববিতা, এম. (২০২০), "Patient isolation pods for the evacuation of COVID-19 infected patients – Is this the answer?", জার্নাল অব অ্যানেস্থেসিওলজি ক্লিনিক্যাল ফার্মাকোলজি (ইংরেজি ভাষায়), ৩৬ (সম্পূরক ১), পৃষ্ঠা এস১৫২–এস১৫৫, ডিওআই:10.4103/joacp.JOACP_344_20, পিএমআইডি 33100671 |pmid= এর মান পরীক্ষা করুন (সাহায্য), পিএমসি 7574020অবাধে প্রবেশযোগ্য |pmc= এর মান পরীক্ষা করুন (সাহায্য) 
  5. স্যাম কার্টনি-গাই (২৯ ফেব্রুয়ারি ২০২০), "Coronavirus isolation pods to be installed at every A&E unit as UK sees more confirmed cases", মেট্রো (ইংরেজি ভাষায়) 
  6. Standard operating procedure for Coronavirus (2019-nCoV) Priority Assessment Service (পিডিএফ) (ইংরেজি ভাষায়) (সংস্করণ ৩), এনএইচএস ইংল্যান্ড, ৬ মার্চ ২০২০, ১৫ মার্চ ২০২০ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা, সংগ্রহের তারিখ ৩০ মে ২০২২