সংস্পর্শপূর্ব প্রতিরোধমূলক চিকিৎসা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ট্রুভাডা ট্যাবলেট, একটি টেনোফোভির/এমট্রিসিট্যাবিন সমবায় যা এইচআইভি ভাইরাসের সংস্পর্শ-পূর্ব প্রতিরোধমূলক চিকিৎসায় ব্যবহৃত হয়।

সংস্পর্শপূর্ব প্রতিরোধমূলক চিকিৎসা বলতে ঔষধ সেবনের মাধ্যমে যেসব ব্যক্তি এখনও কোনও রোগসৃষ্টিকারী জীবাণু, বিশেষত ভাইরাসের সংস্পর্শে আসে নি, তাদের মধ্যে রোগ ছড়িয়ে পড়া প্রতিরোধ করাকে বোঝায়। এই পরিভাষাটিকে বিশেষভাবে এইচআইভি/এইডস প্রতিরোধে ভাইরাস নিরোধক ঔষধের কৌশলী ব্যবহারের আলোচনায় ব্যবহার করা হয়।[১] একে ইংরেজি পরিভাষায় "প্রি-এক্সপোজার প্রোফাইল্যাক্সিস" (Pre-exposure Prophylaxis, সংক্ষেপে প্রেপ PrEP) বলা হয়।

যেসব ব্যক্তির দেহে এখনও এইচআইভি ভাইরাসের সংক্রমণ হয়নি, কিন্তু যাদের সংক্রমণের উচ্চ ঝুঁকি রয়েছে, যেমন যৌনভাবে সক্রিয় প্রাপ্তবয়স্ক ব্যক্তি বা সূচিপ্রয়োগের মাধ্যমে মাদকদ্রব্য গ্রহণকারী ব্যক্তি, এবং যেসব যৌনভাবে সক্রিয় দম্পতির একজন এইচআইভি দ্বারা সংক্রমিত, তাদের জন্য এইচআইভি সংক্রমণ প্রতিরোধে যে কৌশলগুলি অবলম্বন করা হয়, তাদের মধ্যে সংস্পর্শপূর্ব প্রতিরোধমূলক চিকিৎসা একটি।[২]

যখন নির্দেশনা অনুযায়ী প্রয়োগ করা হয়, তখন সংস্পর্শপূর্ব প্রতিরোধমূলক চিকিৎসা উচ্চমাত্রায় কার্যকর হিসেবে প্রমাণিত হয়েছে, এবং এর ফলে এইচআইভি সংক্রমণের ঝুঁকি ৯৯% হ্রাস করা সম্ভব।[৩] ২০১৯ সালের তথ্য অনুযায়ী, বিশ্ব স্বাস্থ্য সংস্থা এইচআইভি/এইডসের জন্য দুই প্রকারের ঔষধ-সমন্বয় সুপারিশ করে থাকে; এগুলি হল টেনোফিভির-এমট্রিসিট্যাবিন সমবায় এবং ল্যামিভিউডিন-টেনোফিভির সমবায়।[৪]

আরও দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Pre-Exposure Prophylaxis"HIV.gov। ২০১৯-১২-০৩। সংগ্রহের তারিখ ২০২০-০৮-০৩ 
  2. US Public Health Service। "Preexposure prophylaxis for the prevention of HIV infection in the United States - 2014" (পিডিএফ)Centers for Disease Control and Prevention (CDC)। ১১ এপ্রিল ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ ডিসেম্বর ২০১৭ 
  3. "Effectiveness of Prevention Strategies to Reduce the Risk of Acquiring or Transmitting HIV"Centers for Disease Control and Prevention (CDC)। ২০১৯-১১-১২। ১০ ডিসেম্বর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ ডিসেম্বর ২০১৯ 
  4. WHO implementation tool for pre-exposure prophylaxis (PrEP) of HIV infection: module 6: pharmacists (প্রতিবেদন)। World Health Organization (WHO)। জুলাই ২০১৭। hdl:10665/258509অবাধে প্রবেশযোগ্য। WHO/HIV/2017.27 License: CC BY-NC-SA 3.0 IGO।