বিষয়বস্তুতে চলুন

সংস্কৃতে বাইবেলের অনুবাদ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

বাইবেলের অনুবাদ মধ্যে সংষ্কৃত ভারতীয় ভাষায় বাইবেল অনুবাদের প্রথম তরঙ্গ মধ্যে একজন।

প্রথম অনুবাদ

ইতিহাস

[সম্পাদনা]

ধর্মপ্রচারক হিসেবে ভারতে আসার পর পরই উইলিয়াম কেরি সংস্কৃত ভাষায় বাইবেলের অনুবাদ আরম্ভ করেন। তিনি বিশ্বাস করতেন যে সংস্কৃত বাইবেল ভারতের জনগণের সাথে বৌদ্ধিক যোগাযোগের জন্য একটি আদর্শ মাধ্যম হবে। এছাড়াও বিশ্বাস করতেন যে একটি সংস্কৃত বাইবেল অন্যান্য ভারতীয় ভাষায় বাইবেল অনুবাদের ভিত্তি হিসেবে কাজ করবে। এই প্রচেষ্টায় স্থানীয় সংস্কৃত পণ্ডিতেরা তাঁকে ব্যাপকভাবে সাহায্য করেন। গ্রন্থগুলি মূল গ্রীকহিব্রু থেকে অনূদিত হয়েছে।

নিউ টেস্টামেন্ট ১৮০৮ সালে কলকাতার ব্যাপটিস্ট মিশনারি প্রেসে প্রকাশিত হয় এবং ১৮১৮ সালে চার খণ্ডে ওল্ড টেস্টামেন্ট প্রকাশিত হয়।

অনুবাদ জন ৩:১৬
নূতনধর্ম্মনিয়মঃ ঈশ্বর ইত্থং জগদদয়ত যৎ স্বমদ্বিতীয়ং তনয়ং প্রাদদাৎ ততো যঃ কশ্চিৎ তস্মিন্ বিশ্বসিষ্যতি সোঽবিনাশ্যঃ সন্ অনন্তায়ুঃ প্রাপ্স্যতি। []

বর্তমান অবস্থা

[সম্পাদনা]

যদিও কলকাতা ব্যাপটিস্ট মিশনারিরা প্রচুর উৎসাহ ও উদ্দীপনার সাথে সংস্কৃত ভাষায় বাইবেল প্রকাশ করেছিল, তবুও তাদের প্রচেষ্টাগুলি খুব একটা লাভ করতে পারেনি, আংশিকভাবে বাইরের ভাষাগুলিতে বাইবেল অনুবাদ প্রবাহের কারণেও প্রেসগুলি থেকে প্রকাশিত হয়েছিল। যদিও পাঠ্যের কিছু সংশোধন করা হয়েছিল, সংস্কৃত বাইবেল খাঁটি একাডেমিক প্রচেষ্টা হিসাবে রয়ে গেছে এবং এটি আর সক্রিয় প্রচারে নেই। এই অনুবাদগুলিতে খুব কমই সংশোধন হয়েছে এবং মূল খণ্ডগুলির মূল কোডেক্স কেবলমাত্র কয়েকটি পশ্চিমা গ্রন্থাগারের আর্কাইভে পাওয়া যায়। কেরালার কৃষ্ণপুরম প্রাসাদ সংস্কৃত বাইবেলের একটি অনুলিপিও রয়েছে বলে জানা গেছে।

বাইবেল সোসাইটি অফ ইন্ডিয়া এখনও সংস্কৃত ভাষায় নিউ টেস্টামেন্টের একটি সংস্করণ প্রকাশ করে। সংস্কৃত বাইবেলের ডিজিটাইজড কপি (উভয়ই নতুন নিয়ম এবং ওল্ড টেস্টামেন্টের চার খণ্ড) আর্কাইভ.অর্গে পাওয়া যায় [][][][][][]

অনলাইন সংস্করণ

[সম্পাদনা]

সংস্কৃত বাইবেল পর্যালোচনা করা এবং এটিকে অনলাইনে নিখরচায়ভাবে উপলব্ধ করার লক্ষ্যে, উইকি প্রকল্পhttp://sanskritbible.in/ ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১৫ জানুয়ারি ২০২১ তারিখে ইন্টারনেটে উপলব্ধ আছে।

প্রকল্পটি কলকাতা ব্যাপটিস্ট মিশনারি কর্তৃক প্রকাশিত সংস্কৃত বাইবেলের ডিজিটালাইজড লিপির উপর ভিত্তি করে সংস্কৃত পাঠকে দেবনাগরী লিপিতে এনকোড করার জন্য স্বেচ্ছাসেবীদের উপর নির্ভর করেছে। সাইটটি সংস্কৃত বাইবেলের পাঠ্যগুলির সংশোধনকে এর অন্যতম লক্ষ্য হিসাবে উল্লেখ করেছে। নতুন টেস্টামেন্টের প্রতিলিপিটি বর্তমানে হাতে নেওয়া হয়েছে।

এই সাইটের অনুবাদে অনেক সমস্যা আছে৷

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "सत्यवेदः। Sanskrit Bible - Study Mode"sanskritbible.in। ২০ ফেব্রুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ জানুয়ারি ২০২১ 
  2. "New Testament of Bible in Sanskrit" – Internet Archive-এর মাধ্যমে। 
  3. "Dharmmapustakasya sesamsah : arthatah Prabhuna Yisukhristena nirupitasya Nutandharmmaniyamastu granthasangrahah"। Kalikatanagare : Kalikata-Sahakarina Vritisapharendharmmasamajena। মার্চ ৯, ১৯২২ – Internet Archive-এর মাধ্যমে। 
  4. "The Holy Bible in the Sanscrit Language ..."। Calcutta : [Calcutta Baptist Missionaries]। মার্চ ৯, ১৮৪৮ – Internet Archive-এর মাধ্যমে। 
  5. Wenger, John; Yates, William (মার্চ ৯, ১৮৪৮)। "The Holy bible in the Sanscrit language.."। Calcutta, Printed at the Baptist mission press – Internet Archive-এর মাধ্যমে। 
  6. Wenger, John; Yates, William (মার্চ ৯, ১৮৪৮)। "The Holy bible in the Sanscrit language.."। Calcutta, Printed at the Baptist mission press – Internet Archive-এর মাধ্যমে। 
  7. Wenger, John; Yates, William (মার্চ ৯, ১৮৪৮)। "The Holy bible in the Sanscrit language.."। Calcutta, Printed at the Baptist mission press – Internet Archive-এর মাধ্যমে।