সেরা চলচ্চিত্র অভিনেত্রী বিভাগে মেরিল-প্রথম আলো পুরস্কার
শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেত্রীর জন্য মেরিল-প্রথম আলো পুরস্কার | |
---|---|
![]() বর্তমান বিজয়ী: পূজা চেরি | |
বিবরণ | তারকা জরিপে শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেত্রীর পুরস্কার |
দেশ | বাংলাদেশ |
পুরস্কারদাতা | বেসরকারী (মেরিল ও দৈনিক প্রথম আলো) |
প্রথম পুরস্কৃত | ১৯৯৯ (১৯৯৮ সালের চলচ্চিত্রের জন্য) |
সর্বশেষ পুরস্কৃত | ২০১৯ (২০১৮ সালের চলচ্চিত্রের জন্য) |
বর্তমানে আধৃত | পূজা চেরি (পোড়ামন ২-এর জন্য) |
ওয়েবসাইট | prothom-alo |
শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেত্রীর জন্য মেরিল-প্রথম আলো পুরস্কার বাংলাদেশের চলচ্চিত্র অভিনেত্রীদের অবদানের স্বীকৃতি হিসেবে মেরিল ও দৈনিক প্রথম আলো প্রদান করে আসছে। ১৯৯৯ সালে প্রথমবার মেরিল-প্রথম আলো পুরস্কারের অংশ হিসেবে ১৯৯৮ সালের চলচ্চিত্রের জন্য এই পুরস্কার প্রদান করা হয়।[১]
এই বিভাগে প্রথমবার পুরস্কার লাভ করেন শাবনূর। তিনি ১৯৯৯ থেকে ২০১০ পর্যন্ত আয়োজনে সর্বাধিক টানা ১৩ বার এই পুরস্কারের মনোনয়ন লাভ করেন এবং ২০০৩ ও ২০০৬ সাল ছাড়া ১৯৯৯ সাল থেকে ২০১০ সাল পর্যন্ত আয়োজনে সর্বাধিক ( এই পুরস্কার আগে ভোরের কাগজ পত্রিকা দিয়েছিলো দুই বার সেই দুইবার ও শাবনূর পায় এই পুরস্কার সেই হিসেবে) ১২ বার এই পুরস্কার জিতেন। ২০০৩ ও ২০০৬ সালে দুইবার এই পুরস্কার লাভ করেন পূর্ণিমা। এছাড়া মৌসুমী ২০১১ ও ২০১২ সালের আয়োজনে টানা দুইবার ও জয়া আহসান ২০১৩ ও ২০১৪ সালের আয়োজনে টানা দুইবার এই পুরস্কার লাভ করেন। অপু বিশ্বাস ১০টি মনোনয়ন পেলেও কোন পুরস্কার অর্জন করতে পারেননি। এই বিভাগে সবচেয়ে সাম্প্রতিক বিজয়ী পূজা চেরি পোড়ামন ২ (২০১৮) চলচ্চিত্রে অভিনয়ের জন্য এই পুরস্কার লাভ করেন।
বিজয়ীদের তালিকা[সম্পাদনা]
- গাঢ় বর্ণ বিজয়ী নির্দেশ করে।

১৯৯৮-২০০৯[সম্পাদনা]
২০১০-এর দশক[সম্পাদনা]
- ১৯৯৮-২০০০ সাল পর্যন্ত কোন নির্দিষ্ট চলচ্চিত্রের জন্য মনোনয়ন প্রদান করা হয় নি।
একাধিকবার বিজয়ী ও মনোনীত[সম্পাদনা]
একাধিক বিজয়[সম্পাদনা]দুই বা ততোধিক বার এই বিভাগে পুরস্কার বিজয়ীরা হলেন:
|
একাধিক মনোনয়ন[সম্পাদনা]দুই বা ততোধিক বার এই বিভাগে পুরস্কারে মনোনীতরা হলেন:
৬ বার
|
বয়ঃক্রমিক বিজয়ী ও মনোনীত[সম্পাদনা]
রেকর্ড | অভিনেত্রী | চলচ্চিত্র | বয়স (সাল) |
---|---|---|---|
বয়োজ্যেষ্ঠ বিজয়ী | জয়া আহসান | চোরাবালি | ৪০ (২০১৩) |
বয়োজ্যেষ্ঠ মনোনীত | খাঁচা | ৪৬ (২০১৮) | |
বয়োকনিষ্ঠ বিজয়ী | পূজা চেরি | পোড়ামন ২ | ১৭ (২০১৮) |
বয়োকনিষ্ঠ মনোনীত | শাবনূর | ২০ (১৯৯৯) |
আরও দেখুন[সম্পাদনা]
- বাংলাদেশ জাতীয় চলচ্চিত্র পুরস্কার শ্রেষ্ঠ অভিনেত্রী
- শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেত্রীর জন্য মেরিল-প্রথম আলো সমালোচক পুরস্কার
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ "কিছু টুকিটাকি..."। দৈনিক প্রথম আলো। ৭ মে ২০১৫। সংগ্রহের তারিখ ২৫ এপ্রিল ২০১৭।
- ↑ "Meril-Prothom Alo Award handed over"। দ্য ডেইলি স্টার। ২২ মে ২০০৪। সংগ্রহের তারিখ ২৫ এপ্রিল ২০১৭।
- ↑ "Meril-Prothom Alo awards for 2005 given"। দ্য ডেইলি স্টার। ১৩ মে ২০০৯। সংগ্রহের তারিখ ২৫ এপ্রিল ২০১৭।
- ↑ "মেরিল-প্রথম আলো পুরস্কার-২০০৬"। দৈনিক প্রথম আলো। ৬ মে ২০১৪। সংগ্রহের তারিখ ৩০ মার্চ ২০১৮।
- ↑ "মেরিল-প্রথম আলো পুরস্কার-২০০৭"। দৈনিক প্রথম আলো। ২৪ এপ্রিল ২০১৪। সংগ্রহের তারিখ ৩০ মার্চ ২০১৮।
- ↑ "Meril-Prothom Alo Award ceremony held"। দ্য ডেইলি স্টার। ১১ এপ্রিল ২০০৯। সংগ্রহের তারিখ ২৫ এপ্রিল ২০১৭।
- ↑ আলম, জাহাঙ্গীর (১১ এপ্রিল ২০১০)। "Meril Prothom Alo Awards"। দ্য ডেইলি স্টার। সংগ্রহের তারিখ ২৫ এপ্রিল ২০১৭।
- ↑ "মেরিল-প্রথম আলো পুরস্কার-২০১০"। দৈনিক প্রথম আলো। ২০ এপ্রিল ২০১৪। সংগ্রহের তারিখ ৩০ মার্চ ২০১৮।
- ↑ আলম, জাহাঙ্গীর (৭ সেপ্টেম্বর ২০১৪)। "Constellation of stars"। ঢাকা মিরর। সংগ্রহের তারিখ ২৫ এপ্রিল ২০১৭।
- ↑ "মেরিল-প্রথম আলো পুরস্কার-২০১২"। দৈনিক প্রথম আলো। ১৬ এপ্রিল ২০১৪। সংগ্রহের তারিখ ৩০ মার্চ ২০১৮।
- ↑ "এক নজরে মেরিল-প্রথম আলো পুরস্কার ২০১৩"। দৈনিক প্রথম আলো। ২৬ এপ্রিল ২০১৪। সংগ্রহের তারিখ ২৫ এপ্রিল ২০১৭।
- ↑ "মেরিল—প্রথম আলো পুরস্কার ২০১৩"। দৈনিক প্রথম আলো। ১৭ এপ্রিল ২০১৪। সংগ্রহের তারিখ ২৫ এপ্রিল ২০১৭।
- ↑ "Meril Prothom Alo Awards Gala Night"। দৈনিক প্রথম আলো। ৯ মে ২০১৫। ১০ সেপ্টেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ এপ্রিল ২০১৭।
- ↑ "মেরিল–প্রথম আলো তারকা জরিপ পুরস্কার ২০১৪"। দৈনিক প্রথম আলো। ৩০ এপ্রিল ২০১৫। সংগ্রহের তারিখ ২৫ এপ্রিল ২০১৭।
- ↑ "মেরিল-প্রথম আলো পুরস্কার পেলেন যাঁরা"। দৈনিক প্রথম আলো। ২৯ এপ্রিল ২০১৬। সংগ্রহের তারিখ ২৫ এপ্রিল ২০১৭।
- ↑ "দর্শক জরিপ: সেরা চলচ্চিত্র অভিনেত্রী নাবিলা"। দৈনিক প্রথম আলো। ২২ এপ্রিল ২০১৬। সংগ্রহের তারিখ ২৫ এপ্রিল ২০১৭।
- ↑ "মেরিল-প্রথম আলো পুরস্কার ২০১৭: পাঠক জরিপে চলচ্চিত্রে সেরা তাঁরা"। দৈনিক প্রথম আলো। ৩০ মার্চ ২০১৮। সংগ্রহের তারিখ ৩০ মার্চ ২০১৮।
- ↑ "সেরা চলচ্চিত্র অভিনেতা–অভিনেত্রী যাঁরা"। দৈনিক প্রথম আলো। ২৬ এপ্রিল ২০১৯। সংগ্রহের তারিখ ২৬ এপ্রিল ২০১৯।