শ্রুতি লক্ষ্মী
শ্রুতি লক্ষ্মী | |
|---|---|
| জন্ম | শ্রুতি জোসে ৮ সেপ্টেম্বর ১৯৯০ |
| পেশা | অভিনেত্রী |
| কর্মজীবন | ২০০০–বর্তমান |
| দাম্পত্য সঙ্গী | আভিন আন্তো (বি. ২০১৬) |
| আত্মীয় | শ্রীলয়া (বোন) |
শ্রুতি জোসে (জন্ম ৮ সেপ্টেম্বর ১৯৯০), যিনি বিনোদন জগতে শ্রুতি লক্ষ্মী নামেই বেশি পরিচিত, তিনি একজন ভারতীয় অভিনেত্রী যিনি মূলত মালায়ালাম চলচ্চিত্র এবং টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করেন। শ্রুতি একজন প্রশিক্ষিত ধ্রুপদী নৃত্যশিল্পী। তিনি ২০১৬ সালে টেলিভিশন ধারাবাহিক পোক্কুভেইল -এ তার অভিনয়ের জন্য সেরা অভিনেত্রী হিসেবে কেরালা রাজ্য টেলিভিশন পুরস্কার জিতেছিলেন। [১][২]
ব্যক্তিগত জীবন
[সম্পাদনা]শ্রুতি জোসে ওরফে শ্রুতি লক্ষ্মী, ৮ সেপ্টেম্বর ১৯৯০ সালে কান্নুরে বসবাসকারী জোসে এবং চলচ্চিত্র অভিনেত্রী লিসি জোসের ঘরে জন্মগ্রহণ করেন। [৩] তার বাবা কান্নুরের অধিবাসী এবং মা ওয়ানাড়ের বাসিন্দা। তার এক বড় বোন আছে যার নাম শ্রীলয়া। তিনি একজন ক্যাথলিক ধর্মাবলম্বী। শ্রীকান্দাপুরমের সরকারি উচ্চমাধ্যমিক বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে দ্বাদশ উত্তীর্ণ হওয়ার পর তিনি ত্রিভান্দ্রমের মার ইভানিওস কলেজে থেকে স্নাতক ডিগ্রি অর্জনের জন্য ভর্তি হন। তিনি একজন প্রশিক্ষিত ধ্রুপদী নৃত্যশিল্পী। তার বড় বোন শ্রীলয়াও বিবিধ চলচ্চিত্রে অভিনয় করেছেন যাদের মধ্যে উল্লেখযোগ্য কুট্টিম কোলুম (২০১৩), মানিক্যম (২০১৫) এবং কম্পার্টমেন্ট (২০১৫)। শ্রীলয়া অমৃতা টিভি চ্যানেলে কৃষ্ণকৃপাসাগরম, কানমনি, সূর্যা টিভি চ্যানেলে থেনুম ভায়াম্বুম, মাঝাভিল মনোরমা টিভি চ্যানেলে ভাগ্যদেবতা,মুনুমণুমণি এবং এফএভিল টিভি চ্যানেলে মানুমণি প্রিঞ্জে ধারাবাহিকে অভিনয় করেছেন।
বর্তমানে শ্রুতি ও তার পরিবার কোচির কাক্কানাদ অঞ্চলে বসতি স্থাপন করেছেন। [৪] শ্রুতি ২০১৬ সালের ২ জানুয়ারী তারিখে ডাঃ আভিন আন্তোকে বিয়ে করেন। [৫] শ্রুতি এবং তার বোন ২০১৮ থেকে ২০১৯ সাল পর্যন্ত সূর্য টিভির ধারাবাহিক থেনুম ভায়াম্বুমে প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন।
কর্মজীবন
[সম্পাদনা]শ্রুতি লক্ষ্মী ২০০০ সালে রঞ্জিত শঙ্কর রচিত এবং এশিয়ানেট টিভি চ্যানেলে সম্প্রচারিত টেলিভিশন ধারাবাহিক নিঝালুকাল-এ শিশু শিল্পী হিসাবে অভিনয় করে তার কর্মজীবন শুরু করেন। তিনি নক্ষত্রঙ্গল, গোয়েন্দা আনন্দ ইত্যাদি টেলিভিশন ধারাবাহিকেও অভিনয় করেছেন। শ্রুতি রোমিও (২০০৭) ছবিতে ভামা চরিত্রে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্র জগতে আত্মপ্রকাশ করেন। [৬] এই চলচ্চিত্রে তিনি অভিনেতা দিলীপের সাথে জুটি বাঁধেন। তিনি বেশ কয়েকটি সংগীত অ্যালবামের চলচ্চিত্রায়নে অভিনয় করেছেন। শ্রুতি নাম্মাল থাম্মিল (এশিয়ানেট), ইয়ুথ ক্লাব (এশিয়ানেট), শ্রীকান্দান্নাইর শো (সূর্য টিভি) ইত্যাদি জনপ্রিয় টিভি অনুষ্ঠানে অংশ নিয়েছেন।[তথ্যসূত্র প্রয়োজন] তিনি ফ্লাওয়ার্স টিভিতে একটি জনপ্রিয় রিয়েলিটি শো স্টার চ্যালেঞ্জে অংশগ্রহণ করেছিলেন। [৭]
চলচ্চিত্র তালিকা
[সম্পাদনা]| বছর | চলচ্চিত্র | চরিত্র | নোট |
|---|---|---|---|
| ২০০০ | স্বয়ংবর পান্তাল[তথ্যসূত্র প্রয়োজন] | দীপুর ভাগ্নি | শিশু শিল্পী |
| ২০০০ | বর্ণকজ্জাকল | কুঞ্জুর ভাগ্নি | শিশু শিল্পী |
| ২০০০ | খারাক্ষরঙ্গল[তথ্যসূত্র প্রয়োজন] | শিশু শিল্পী | |
| ২০০৪ | স্বর্ণ মেডেল[তথ্যসূত্র প্রয়োজন] | চিন্নু | শিশু শিল্পী ২০০২ সালে শুটিং করা হয় |
| ২০০৫ | মানিক্যান[তথ্যসূত্র প্রয়োজন] | গীতাঞ্জলি | শিশু শিল্পী |
| ২০০৭ | রক্ষকান[তথ্যসূত্র প্রয়োজন] | ||
| ২০০৭ | রোমিও[৬] | ভামা | |
| ২০০৮ | কলেজ কুমারন[তথ্যসূত্র প্রয়োজন] | রাধা | |
| ২০০৯ | ভার্যা স্বান্থাম সুহরুথু | টিনা | |
| ২০০৯ | দলমারমারঙ্গল[তথ্যসূত্র প্রয়োজন] | রোহিনী | |
| ২০০৯ | লাভ ইন সিঙ্গাপুর[তথ্যসূত্র প্রয়োজন] | ভিনি | |
| ২০১০ | প্লাস টু[তথ্যসূত্র প্রয়োজন] | নৃত্যশিল্পী | গানে বিশেষ উপস্থিতি |
| ২০১০ | স্বান্থাম ভার্যা জিন্দাবাদ[তথ্যসূত্র প্রয়োজন] | মীনাক্ষী | |
| ২০১০ | হলিডেজ[৮] | লেখা পল | |
| ২০১১ | পাচুভুম কোভালানুম[তথ্যসূত্র প্রয়োজন] | প্রিয়াঙ্কা | |
| ২০১১ | বীরপুত্রন[তথ্যসূত্র প্রয়োজন] | হাসিনা | |
| ২০১১ | ১০১ উরুপ্পিকা[তথ্যসূত্র প্রয়োজন] | নন্দিনী | |
| ২০১১ | আজহাকাদল[তথ্যসূত্র প্রয়োজন] | কোচুরানি | |
| ২০১১ | কান্নীরিনুম মধুরম[তথ্যসূত্র প্রয়োজন] | সীথা | |
| ২০১১ | লাভাকুমার ১৯৮৪[তথ্যসূত্র প্রয়োজন] | অঞ্জনা | |
| ২০১১ | সুন্দর কল্যাণম[তথ্যসূত্র প্রয়োজন] | রুকসানা | |
| ২০১১ | ব্যাংকক সামার[তথ্যসূত্র প্রয়োজন] | রাজিয়া | |
| ২০১১ | থেম্মাদি প্রভু[তথ্যসূত্র প্রয়োজন] | – | |
| ২০১১ | আরায়ান[তথ্যসূত্র প্রয়োজন] | ||
| ২০১২ | পারাসিগা মান্নান | – | তামিল[তথ্যসূত্র প্রয়োজন] |
| ২০১৩ | হোটেল ক্যালিফোর্নিয়া | লিন্ডা তারাকান | |
| ২০১৪ | মিঝি থুরাক্কু | সভিত্রি | |
| ২০১৫ | পাথে মারি[৯] | স্মিথা | |
| ২০১৫ | মহাপ্রভু[তথ্যসূত্র প্রয়োজন] | – | |
| ২০১৫ | ওয়ান সেকেন্ড প্লিজ | – | |
| ২০১৬ | ইথু থান্ডা পুলিশ[৯] | মুমতাজ | |
| ২০১৯ | কেট্টিওলানু এন্তে মালাখা[৯] | রিচার্ডের স্ত্রী | |
| ২০২০ | আল মাল্লু[৯] | গায়িকা/নৃত্যশিল্পী |
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ Jayaram, Deepika (২৯ অক্টোবর ২০১৭)। "Pokkuveyil bags the Kerala State Television Award for the best serial"। The Times of India। সংগ্রহের তারিখ ৪ ফেব্রুয়ারি ২০১৮।
- ↑ "Kerala Chalachitra Academy Announced Winners of State Television Awards"। Keralatv.in। ২২ অক্টোবর ২০১৭। ২৬ অক্টোবর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৪ ফেব্রুয়ারি ২০১৮।
- ↑ ആശാന്റെ ദുരവസ്ഥ ശ്രുതിയുടെ ഭാഗ്യവസ്ഥ (মালায়ালাম ভাষায়)। manoramaonline.com। ২৭ আগস্ট ২০১৪। ২৭ আগস্ট ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৭ আগস্ট ২০১৪।
- ↑ ഭാഗ്യദേവതയിലൂടെ ഭാഗ്യം വന്നപ്പോള് (মালায়ালাম ভাষায়)। mangalam.com। ১৪ জুলাই ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৪ জুলাই ২০১৪।
- ↑ "Actress Sruthi Lakshmi gets married"। Manorama Online। ৩ জানুয়ারি ২০১৬। সংগ্রহের তারিখ ২ মার্চ ২০১৬।
- 1 2 "A half-baked Romeoo"। Rediff.com। ২৪ মার্চ ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৬ এপ্রিল ২০২৩।
Adding more substance to the subject is a third girl, Bhama (newcomer Shruthi Lakshmi).
- ↑ "Flowers Tv Star Challenge Actress Sruthi Lakshmi Tiger Challenge 14-5-2015 Episode"। The Times of India। ২৫ জুলাই ২০১৫। ২ অক্টোবর ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২২ মার্চ ২০২৫।
- ↑ "Holidays: Movie review"। Sify। ৫ ডিসেম্বর ২০১০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৫ নভেম্বর ২০১০।
- 1 2 3 4 Chandhini R (২৯ ডিসেম্বর ২০২১)। "অভিনেত্রী শ্রুতি লক্ষ্মীকে এন্টিক-ডিলার মনসন মাভুঙ্কাল মামলায় ইডি জিজ্ঞাসাবাদ করেছে"। Silverscreen India। ২ অক্টোবর ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২২ মার্চ ২০২৫।
৩১ বছর বয়সী এই অভিনেত্রী ২০০০ সালে এশিয়ানেট-এ প্রচারিত টেলিভিশন সিরিয়াল 'নিজালুকাল'-এ শিশু শিল্পী হিসেবে আত্মপ্রকাশ করেন। তিনি ২০০৭ সালে 'রোমিও' চলচ্চিত্র দিয়ে বড় পর্দায় আত্মপ্রকাশ করেন এবং এরপর 'কেট্টিওলানু এন্তে মালাখা', 'ইথু থান্ডা পুলিশ', এবং 'পাথে মারি'-সহ বিভিন্ন চলচ্চিত্রে অভিনয় করেন। তিনি সর্বশেষ ২০২০ সালের 'আল মাল্লু' চলচ্চিত্রে অভিনয় করেছিলেন।