শ্রুতিমিতি
শ্রুতিমিতি | |
---|---|
আইসিডি-১০-পিসিএস | F13Z1 - F13Z6 |
আইসিডি-৯-সিএম | 95.41 |
মেশ | D001299 |
মেডিসিনপ্লাস | 003341 |
শ্রুতিমিতি (ইংরেজি: Audiometry অডিওমেট্রি) শ্রুতিবিজ্ঞানের একটি শাখা, যাতে ধ্বনিপ্রাবল্য ও ধ্বনিতীক্ষ্মতার বৈচিত্র্য ও স্বরের বিশুদ্ধতা কানে শুনতে পাওয়ার সূক্ষ্মবিচারবোধ পরিমাপ করা হয়, যার মধ্যে শ্রুতিসীমা ও ভিন্ন ভিন্ন কম্পাংকের ধ্বনিও অন্তর্ভুক্ত থাকে।[১] সাধারণত শ্রুতিমিতিক পরীক্ষাগুলি কোনও পরীক্ষার পাত্রের শ্রবণের স্তরগুলি নির্ণয় করে এবং এ কাজে একটি শ্রুতিমাপক যন্ত্র (অডিওমিটার) ব্যবহার করে। এছাড়া এইসব পরীক্ষাতে ধ্বনির প্রাবল্যের মধ্যে পার্থক্য শনাক্ত করা, স্বরের তীক্ষ্ণতা শনাক্ত করা, কিংবা পটভূমিক কোলাহল থেকে মুখের কথা বা বাচন শনাক্ত করার ক্ষমতাও পরিমাপ করা হতে পারে। শ্রুতিগত প্রতিবর্তী ক্রিয়া এবং কর্ণ-শ্রুতিগত নিঃসরণও পরিমাপ করা হতে পারে। শ্রুতিমিতিক পরীক্ষার ফলাফল শ্রবণশক্তি হানি ও কানের অন্যান্য রোগ নির্ণয়ে ব্যবহার করা হয় এবং এক্ষেত্রে প্রায়শই একটি শ্রুতিলেখ (অডিওগ্রাম) ব্যবহার করা হয়। [২]
আরও দেখুন
[সম্পাদনা]- শ্রবণশক্তি পরীক্ষা
- আন্তর্জাতিক শ্রুতিবিজ্ঞান সমাজ
- ওয়েবার পরীক্ষা
- রিন পরীক্ষা
- দৃষ্টিভিত্তিক পুনর্বলবৎকরণ শ্রুতিমিতি
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ Willems, Patrick J. (২০০৪)। Genetic hearing loss। CRC Press। পৃষ্ঠা 34–। আইএসবিএন 978-0-8247-4309-3। সংগ্রহের তারিখ ২৩ জুন ২০১১।
- ↑ Roeser, Ross J. (২০১৩)। Roeser's audiology desk reference (2nd সংস্করণ)। New York: Thieme। আইএসবিএন 9781604063981। ওসিএলসি 704384422।