শ্রীনিবাসন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
শ্রীনিবাসন
২০১০ সালে শ্রীনিবাসন
জন্ম (1956-04-06) ৬ এপ্রিল ১৯৫৬ (বয়স ৬৮)
কুথুপারাম্বা, মাদ্রাজ রাজ্য (আজকের দিনে কানুর জেলা, কেরল), ভারত
অন্যান্য নামশ্রীনি
মাতৃশিক্ষায়তন
পেশা
কর্মজীবন১৯৭৭—বর্তমান
উল্লেখযোগ্য কর্ম
দাম্পত্য সঙ্গীবিমলা শ্রীনিবাসন
সন্তান
পুরস্কারজাতীয় চলচ্চিত্র পুরস্কার:
অন্য সামাজিক বিষয়ে শ্রেষ্ঠ চলচ্চিত্র (১৯৯৮)

শ্রীনিবাসন (জন্ম ৬ এপ্রিল ১৯৫৬) হলেন একজন ভারতীয় অভিনেতা, চিত্রনাট্যকার, পরিচালক, কণ্ঠ শিল্পী ও প্রযোজক। তিনি প্রধানত মালায়ালাম ভাষার চলচ্চিত্রে কাজ করেন। তিনি ২২৫ টিরও বেশি ছবিতে অভিনয় করেছেন। তার লেখা চিত্রনাট্য ভিত্তিক চলচ্চিত্রের মধ্য যেমন ওদারুথাম্মাভা আলারিয়াম (১৯৮৪), সানমানসুল্লাভার্ক্কু সমাধানম (১৯৮৬), গান্ধীনগর ২য় স্ট্রিট (১৯৮৬), নাদোদিক্কাট্টু (১৯৮৭), পাত্তানাপ্রেভেশম (১৯৮৮), ভারাভেলপু ( ১৯৯৮ ), থানানারাম (১৯৯০), মিধুনাম (১৯৯৩), মাজহায়েথুম মুনপে (১৯৯৫), আজাকিয়া রাভানন (১৯৯৭), ওরু মারাভাথুর কানাভু (১৯৯৮), উদয়নানু থারাম (২০০৫), কথা পরায়ুমপোল (২০০৭), এবং নজান প্রকাশন (২০১৮) রয়েছে, যার একটি সর্বকালের সর্বোচ্চ আয়কারী মালায়ালাম চলচ্চিত্রের মধ্যে রয়েছে। তিনি সন্দেশাম ও মাজায়েথুম মুনপে চলচ্চিত্রের সেরা চিত্রনাট্যের জন্য দুই বার কেরল রাজ্য চলচ্চিত্র পুরস্কারও পেয়েছেন।[১]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Sreenivasan ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৫ নভেম্বর ২০১২ তারিখে The Hindu 17 April 2005. Retrieved 1 June 2012.

বহিঃসংযোগ[সম্পাদনা]