শ্রমঘণ্টা

কোন ব্যক্তি নিজের যে সময়টুকু পেশাগত কাজের জন্য নিয়োজিত করে, তাকে শ্রমঘন্টা বলা হয়। অপেশাদার বা অর্থোপার্জনবিহীন পরিশ্রমের সময়, যেমন- ব্যক্তিগত গৃহস্থালি কাজ বা শিশুর দেখভাল করা ইত্যাদিকে শ্রমঘন্টার আওতায় বিবেচনা করা হয় না। অধিকাংশ দেশ শ্রমঘন্টা সংশ্লিষ্ট নীতিমালা রাষ্ট্রীয়ভাবে প্রণয়ন এবং নিয়ন্ত্রণ করে। এসব নীতির মধ্যে ন্যূনতম দৈনিক বিশ্রামকাল, বাৎসরিক ছুটির পরিমাণ, সাপ্তাহিক সর্বোচ্চ কর্মঘন্টা ইত্যাদি উল্লেখ্য।