বিষয়বস্তুতে চলুন

শোনো!

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
শোনো!
কর্তৃক স্টুডিও অ্যালবাম
মুক্তির তারিখ৯ নভেম্বর ২০০৬ (2006-11-09)
ঘরানা
দৈর্ঘ্য৪২:০০
ভাষাবাংলা
সঙ্গীত প্রকাশনীলেজার ভিশন
প্রযোজকহাবিব ওয়াহিদ
হাবিব ওয়াহিদ কালক্রম
ময়না গো
(২০০৫)
শোনো!
(২০০৬)
পাঞ্জাবীওয়ালা
(২০০৭)

শোনো! হাবিব ওয়াহিদের একটি বাংলা ভাষার পপ অ্যালবাম, যা ২০০৬ সালের ৯ নভেম্বরে প্রকাশিত হয়।[] এটি হাবিব ওয়াহিদের প্রথম একক অ্যালবাম এবং সামগ্রিকভাবে চতুর্থ স্টুডিও অ্যালবাম। অ্যালবামটিতে মোট ৯টি গান রয়েছে, যেগুলো সবই হাবিব ওয়াহিদের দ্বারা রচনা ও প্রযোজনা করা। হাবিব অ্যালবামের প্রধান কণ্ঠশিল্পী হিসেবেও কাজ করেছেন, "ক্যালেন্ডারের পাতা" বাদে প্রতিটি গান গেয়েছেন, যেটি তার বাবা ফেরদৌস ওয়াহিদ গেয়েছেন। অ্যালবামে বিশ্ব, পপ, ইডিএমসহ আরও অনেক ধরনের বিস্তৃত শৈলী রয়েছে৷

মুক্তি

[সম্পাদনা]

অ্যালবামটি মূলত ২০০৬ সালের ১ জানুয়ারি সিডির মাধ্যমে প্রকাশিত হয়। অ্যালবামটি পরবর্তীতে ডিজিটাল স্টোরে এবং আইটিউন্স, অ্যাপল মিউজিক[]জিপি মিউজিকের মতো বিভিন্ন মাধ্যমে ডিজিটাল স্ট্রিমিংয়ের জন্য প্রকাশ করা হয়।[]

অভ্যর্থনা

[সম্পাদনা]

হাবিব ওয়াহিদের অন্যান্য অ্যালবামের মতোই শ্রোতাদের কাছে "শোনো!" তুমুল জনপ্রিয়তা অর্জন করে।[]

ট্র্যাক তালিকা

[সম্পাদনা]
নং.শিরোনামদৈর্ঘ্য
১."স্বপ্নের চেয়েও মধুর"৩:৫৪
২."যাদু"৫:৩৫
৩."মন মুনিয়া"৫:৪৭
৪."এলোমেলো মন"৪:১০
৫."প্রজাপতি"৪:৩৬
৬."এই সময়ে"৪:৪৮
৭."ক্যালেন্ডারের পাতা" (কন্ঠ দিয়েছেন: ফেরদৌস ওয়াহিদ)৪:৪০
৮."পরান পাখি"৪:৫০
৯."এখনই নামবে বৃষ্টি"৪:০০
মোট দৈর্ঘ্য:৪২:০০

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Shono"GP Music। ২০১৮-১১-০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৭-০৭-১৫ 
  2. "Shono by Habib Wahid on Apple Music"iTunes। সংগ্রহের তারিখ ২০১৭-০৭-১৩ 
  3. "Habib to perform at IGCC"দ্য ডেইলি স্টার। ২০১৫-০১-০৯। সংগ্রহের তারিখ ২০১৭-০৭-১৫