বিষয়বস্তুতে চলুন

শেমা ইস্রায়েল

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
জেরুজালেমের নেসেত মেনোরা-এ শেমা ইস্রায়েল

শেমা ইস্রায়েল (হিব্রু ভাষায়: שְׁמַע יִשְׂרָאֵל‎) বা শেমা হলো ইহুদি প্রার্থনা, এবং এটি সকাল ও সন্ধ্যার ইহুদি প্রার্থনার কেন্দ্রবিন্দু হিসেবে বিবেচিত।[তথ্যসূত্র প্রয়োজন] প্রার্থনার প্রথম শ্লোকটি (হিব্রু ভাষায়: שְׁמַע יִשְׂרָאֵל יְהוָה אֱלֹהֵינוּ יְהוָה אֶחָֽד׃‎; শুনুন, হে ইস্রায়েল: ঈশ্বর যিহোবা এক) ইহুদিধর্মের একেশ্বরবাদী সারমর্মকে ধারণ করে।[]

পর্যবেক্ষক ইহুদিরা শেমকে ইহুদিধর্মের প্রার্থনা সেবার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ এবং এটির দৈনিক দুবার তেলাওয়াতকে মিতজভা হিসেবে বিবেচনা করে। এছাড়াও, ইহুদিদের জন্য তাদের শেষ শব্দ হিসাবে শেম বলা ঐতিহ্যগত, এবং পিতামাতারা তাদের সন্তানদের রাতে ঘুমাতে যাওয়ার আগে এটি বলতে শেখান।[][]

তথ্যসূত্র

[সম্পাদনা]

বহিঃসংযোগ

[সম্পাদনা]