শেখ মোঃ নূরুল হক
শেখ মো: নূরুল হক | |
---|---|
খুলনা-৬ আসনের সংসদ সদস্য | |
কাজের মেয়াদ ১৯৯৬ – ২০০১ | |
পূর্বসূরী | শাহ মোহাম্মদ রুহুল কুদ্দুস |
উত্তরসূরী | শাহ মোহাম্মদ রুহুল কুদ্দুস |
কাজের মেয়াদ ২০১৪ – ২০১৯ | |
পূর্বসূরী | সোহরাব আলী সানা |
উত্তরসূরী | আক্তারুজ্জামান বাবু |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | খুলনা জেলা, বাংলাদেশ | ১৫ নভেম্বর ১৯৪০
মৃত্যু | ২৯ জুলাই ২০২০ ঢাকা, বাংলাদেশ | (বয়স ৭৯)
রাজনৈতিক দল | বাংলাদেশ আওয়ামী লীগ |
শেখ মোঃ নূরুল হক (১৫ নভেম্বর ১৯৪০ - ২৯ জুলাই ২০২০) একজন বাংলাদেশী রাজনীতিবিদ ও সাবেক সংসদ সদস্য। তিনি বাংলাদেশ জাতীয় সংসদের খুলনা-৬ আসন থেকে ১৯৯৬ ও ২০১৪ সালে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন।[১]
জন্ম ও শিক্ষাজীবন
[সম্পাদনা]নূরুল হকের পৈতৃক বাড়ি খুলনা জেলার পাইকগাছা উপজেলার পুরাইকাটি গ্রামে। তিনি আইন বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন।
কর্মজীবন
[সম্পাদনা]পেশায় আইনজীবী ও ব্যবসায়ী নূরুল হক রাজনীতির সঙ্গে সক্রিয় ভাবে যুক্ত ছিলেন। তিনি বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য ছিলেন।
নূরুল হক ১৯৯১ সালের জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নে খুলনা-৬ আসনে অংশগ্রহণ করেছিলেন কিন্তু জামায়াতে ইসলামীর প্রার্থী শাহ মোহাম্মদ রুহুল কুদ্দুসের নিকট পরাজিত হন। ১৯৯৬ সালে অনুষ্ঠিত ৭ম জাতীয় সংসদ নির্বাচনে তিনি পুনরায় অংশগ্রহণ করেন এবং ৬৬০৩৩ ভোট পেয়ে নির্বাচিত হন। তিনি ২০১৪ সালে দ্বিতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।[২]
মৃত্যু
[সম্পাদনা]২০২০ সালের ৯ জুলাই নূরুল হকের করোনা ধরা পরে। ১২ জুলাই তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়। ২৩ জুলাই করোনা নেগেটিভ ফলাফল আসলেও ২৯ জুলাই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।[৩][১][৪]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ ক খ "খুলনার সাবেক সাংসদ নুরুল হক আর নেই"। ইউনাইটেড নিউজ অফ বাংলাদেশ। সংগ্রহের তারিখ ২০২০-০৭-৩১।
- ↑ "Constituency 104_10th_Bn"। www.parliament.gov.bd। ২০১৯-০১-১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৮-০৭-০৬।
- ↑ "সাবেক এমপি শেখ নুরুল হকের মৃত্যু"। সংগ্রহের তারিখ ২০২০-০৭-৩১।
- ↑ "খুলনার সাবেক সাংসদ শেখ নূরুল হক আর নেই"। এনটিভি। সংগ্রহের তারিখ ৩১ জুলাই ২০২০।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
বহি:সংযোগ
[সম্পাদনা]- ১০ম জাতীয় সংসদের নির্বাচিত সংসদ সদস্যদের তালিকা ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৯ মে ২০২০ তারিখে