শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে বিশেষায়িত হাসপাতাল ও নার্সিং কলেজ

স্থানাঙ্ক: ২৩°৫৮′৩০″ উত্তর ৯০°১৫′৪৮″ পূর্ব / ২৩.৯৭৫০৬১২° উত্তর ৯০.২৬৩২৬৩৮° পূর্ব / 23.9750612; 90.2632638
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে বিশেষায়িত হাসপাতাল ও নার্সিং কলেজ
ধরননার্সিং কলেজ
স্থাপিত৮ এপ্রিল ২০১৫[১]
অধ্যক্ষরুমানা আক্তার খাতুন
অবস্থান
তেতুইবাড়ী, কাশিমপুর, গাজীপুর[২]

২৩°৫৮′৩০″ উত্তর ৯০°১৫′৪৮″ পূর্ব / ২৩.৯৭৫০৬১২° উত্তর ৯০.২৬৩২৬৩৮° পূর্ব / 23.9750612; 90.2632638
ওয়েবসাইটwww.kpjdhaka.com
মানচিত্র

শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে বিশেষায়িত হাসপাতাল ও নার্সিং কলেজ গাজীপুর জেলার কাশিমপুর থানার তেতুইবাড়ীতে অবস্থিত একটি বিশেষায়িত হাসপাতাল ও নার্সিং কলেজ।[৩] এটি বাংলাদেশের প্রথম আইএমএস সার্টিফাইড হাসপাতাল ও নার্সিং কলেজ। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্ট ও বাংলাদেশ সরকারের অর্থায়নে নির্মিত শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল হাসপাতালের সার্বিক ব্যবস্থাপনার দায়িত্ব পালন করছে মালয়েশিয়ার বিখ্যাত সেবা সংস্থা কামপুলান পেরুতান জহর (কেপিজে)।[৪]

ইতিহাস[সম্পাদনা]

২০১৩ সালের ১৮ নভেম্বর মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতোসিরি মোহাম্মদ নজিব বিন তুন আবদুল রাজাক, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার ছোটবোন শেখ রেহানা যৌথভাবে এ হাসপাতালের কার্যক্রম উদ্বোধন করেন।

এর আগে ২০১১ সালের ১৪ জানুয়ারি হাসপাতালটির নির্মাণকাজ শুরু হয়। এটি একটি পাবলিক-প্রাইভেট-পার্টনারশিপ (পিপিপি) প্রতিষ্ঠান। পরে ২০১৫ সালে এখানে শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে নার্সিং কলেজেরও উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।[৪]

চিকিৎসা সমূহ[সম্পাদনা]

হাসপাতালটিতে খাদ্যনালী, পাকস্থলী, কোলন, লিভার ও ক্যান্সারসহ সবধরনের রোগের অপারেশন ও চিকিৎসাসেবা হয়। এছারাও ইন্টারনাল মেডিসিন, নিউরোলজি, স্ত্রী রোগ ও প্রসুতি সেবা, জেনারেল ও ল্যাপারোস্কপিক সার্জারি, হৃদরোগ, অর্থোপেডিক্স, গ্যাসট্রোলজি, শিশু রোগ চিকিৎসা, চক্ষু রোগ, নাক-কান-গলা, কিডনি, লিভার, ফুসফুস, ইউরোলজি, বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি, ডায়াবেটিস, মনোরোগ, চর্ম-এলার্জি ও যৌন রোগসহ সবধরনের রোগের চিকিৎসা দেয়া হয়।[৪]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "NURSING COLLEGE" 
  2. "গাজীপুরে প্রধানমন্ত্রী"আরটিভি অনলাইন। সংগ্রহের তারিখ ১৫ মার্চ ২০২৩ 
  3. "শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল হাসপাতাল ও নার্সিং কলেজের বাৎসরিক মেলা"দৈনিক জনকণ্ঠ। সংগ্রহের তারিখ ২৬ জানুয়ারি ২০১৮ 
  4. "শেখ ফজিলাতুন্নেছা হাসপাতাল রোগীদের ভালো চিকিৎসার ঠিকানা"জাগো নিউজ ডটকম। সংগ্রহের তারিখ ২৬ জানুয়ারি ২০১৮