শেখর চট্টোপাধ্যায়
শেখর চট্টোপাধ্যায় (৫ মে, ১৯২৪ - ৬ এপ্রিল, ১৯৯৪) ছিলেন একজন বাঙালি নাট্যকর্মী, পরিচালক ও খ্যাতনামা অভিনেতা।[১] তিনি সংগীত নাটক পুরস্কারে সম্মানিত হয়েছিলেন।[২]
প্রারম্ভিক জীবন
[সম্পাদনা]শেখর চট্টোপাধ্যায় নদিয়া জেলার ধর্মহদতে জন্মগ্রহণ করেন। কলেজে পড়াকালীন তিনি নাটকে অভিনয় করতেন। প্রথম জীবনে ভারতীয় গণনাট্য সংঘ বা আই পি টি এ তে যোগ দেন ও পরে লিটল থিয়েটার গ্রুপে চলে আসেন।
নাটক
[সম্পাদনা]বহু নাটকে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন শেখর। কল্লোল নাটকে শার্দুল সিং, ম্যাকবেথ এ ম্যাকডাফ, ওথেলোতে ইয়াগোর চরিত্রে তার উল্লেখযোগ্য অভিনয় তাকে পরিচিতি দেয়। লিটল থিয়েটার গ্রুপ থেকে বেরিয়ে আসেন ও থিয়েটার ইউনিট গঠন করেন ১৯৫৮ সালে। তার সাথে যোগ দেন আই পিটি এ'র অন্যতম নাট্যকর্মী সাধনা রায়চৌধুরী। ১৯৬০ সালে তিনি সাধনা দেবীকে বিবাহ করেন। ১৯৮৩ সালে আবার এই থিয়েটার গ্রুপ ছেড়ে নতুন নাট্যসংস্থা ইউনিট থিয়েটার তৈরী করেছিলেন।[২]
চলচ্চিত্র
[সম্পাদনা]নাটক ছাড়াও বহু চলচ্চিত্রে অভিনয় করেছেন শেখর চট্টোপাধ্যায়। মূলত খল চরিত্রে তার অভিনয় ছিল সর্বজনবিদিত।[৩] তার পরিচালিত ছবি বসুন্ধরা ১৯৮৪ সালে রজত কমলে সম্মানিত হয়েছিল। ১৯৮৬ সালে হংকং এ আন্তর্জাতিক ব্রেখট সেমিনারে 'পান্তু লাহা' খ্যাতি পায়।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "কলকাতার কড়চা"। আনন্দবাজার পত্রিকা। সংগ্রহের তারিখ ২৪ ডিসেম্বর ২০১৭।
- ↑ ক খ দ্বিতীয় খন্ড, অঞ্জলি বসু সম্পাদিত (২০০৪)। সংসদ বাঙালি চরিতাভিধান। কলকাতা: সাহিত্য সংসদ। পৃষ্ঠা ৩৩৫।
- ↑ Soumitra Chattopadhyay। "Agrapathikera (Bengali)"। সংগ্রহের তারিখ ১৪ জানুয়ারী ২০১৮।
- ১৯২৪-এ জন্ম
- ১৯৯৪-এ মৃত্যু
- বাঙালি নাট্যব্যক্তিত্ব
- ভারতীয় গণনাট্য সংঘের মানুষ
- ভারতীয় অভিনেতা
- বাংলা চলচ্চিত্র অভিনেতা
- ভারতীয় চলচ্চিত্র পরিচালক
- বাঙালি চলচ্চিত্র পরিচালক
- বাঙালি অভিনেতা
- ভারতীয় মঞ্চ অভিনেতা
- কলকাতার অভিনেতা
- পশ্চিমবঙ্গের অভিনেতা
- ভারতীয় মঞ্চ পরিচালক
- কলকাতার চলচ্চিত্র পরিচালক
- হিন্দি চলচ্চিত্র অভিনেতা
- ২০শ শতাব্দীর ভারতীয় অভিনেতা
- ১৯২০-এর দশকে জন্ম
- ১৯৯০-এ মৃত্যু
- বাঙালি থিয়েটার ব্যক্তিত্ব
- ভারতীয় চলচ্চিত্র অভিনেতা
- শেকসপিয়রীয় অভিনেতা
- সংগীত নাটক অকাদেমি পুরস্কার প্রাপক