শুভ্রাংশু রায়

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
শুভ্রাংশু রায়
বিধায়ক
কাজের মেয়াদ
২০১১ – ২০২১
পূর্বসূরীডঃ নির্ঝরীনি চক্রবর্তী
উত্তরসূরীসুবোধ অধিকারী
সংসদীয় এলাকাবীজপুর বিধানসভা কেন্দ্র
ব্যক্তিগত বিবরণ
রাজনৈতিক দলভারতীয় জনতা পার্টি
অন্যান্য
রাজনৈতিক দল
সর্বভারতীয় তৃনমূল কংগ্রেস (২০১৯ পর্যন্ত)
পিতামাতামুকুল রায় (পিতা) কৃষ্ণা রায় (মাতা)

শুভ্রাংশু রায় বাঙালি ভারতীয় রাজনৈতিক ব্যক্তিত্ব। বীজপুর বিধানসভা কেন্দ্র থেকে দুবার বিধায়ক নির্বাচিত হয়েছিলেন। ২০১৯ এর ২৪শে মে তিনি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস ছেড়ে ভারতীয় জনতা পার্টি্তে যোগদান করেন। [১]

রাজনৈতিক জীবন[সম্পাদনা]

২০১১ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে তিনি বীজপুর বিধানসভা কেন্দ্র থেকে ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী) দলের প্রার্থী ডঃ নির্ঝরীনি চক্রবর্তী কে পরাজিত করে বিধায়ক নির্বাচিত হন।[২]

২০১৬ সালের বিধানসভা নির্বাচনে তিনি ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী) দলের প্রার্থী রবীন্দ্রনাথ মুখার্জি কে ৪৭ হাজার ৯৫৪ ভোটে পরাজিত করে দ্বিতীয় বার বিধায়ক নির্বাচিত হন।[৩]

২০২১ সালের বিধানসভা নির্বাচনে তিনি আবারও এই কেন্দ্র থেকে ভারতীয় জনতা পার্টি প্রার্থী হিসাবে ভোটে লড়েন এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস প্রার্থী সুবোধ অধিকারীর কাছে ১৩ হাজার ৩৪৭ ভোটে পরাজিত হন।[৪]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Just the first phase: BJP after defection of MLAs, councillors from Trinamool Congress" 
  2. "103 bijpur" 
  3. "103 Bijpur" 
  4. "ফলাফল"। ১৫ মে ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ মে ২০২১