শুইলার গ্র্যান্ট
অবয়ব
শুইলার গ্র্যান্ট | |
---|---|
Schuyler Grant | |
জন্ম | শুইলার ডিবার্থ র্যানসন গ্র্যান্ট ২৯ এপ্রিল ১৯৭০ লস গ্যাটোস, ক্যালিফোর্নিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র |
পেশা | অভিনেত্রী |
কর্মজীবন | ১৯৮৫-বর্তমান |
দাম্পত্য সঙ্গী | জেফ ক্র্যানসো (বি. ১৯৯৫) |
সন্তান | ৩ |
আত্মীয় | দেখুন হৌটন পরিবার |
শুইলার গ্র্যান্ট (ইংরেজি: Schuyler Grant; জন্ম: শুইলার ডিবার্থ র্যানসন গ্র্যান্ট, ২৯ এপ্রিল ১৯৭০) হলেন একজন মার্কিন অভিনেত্রী। তিনি জনপ্রিয় টেলিভিশন মিনি ধারাবাহিক অ্যান অব গ্রিন গেবলস-এ পার্শ্ব চরিত্রে অভিনয়ের জন্য সর্বাধিক পরিচিত। ১৯৮৮ সালে হাস্যরসাত্মক টিভি চলচ্চিত্র লরা ল্যান্সিং স্লেপ্ট হিয়ার-এ তিনি তার পিতামহীর বোন ক্যাথরিন হেপবার্নের সাথে অভিনয় করেন।
প্রারম্ভিক জীবন
[সম্পাদনা]গ্র্যান্ট ১৯৭০ সালের ২৯শে এপ্রিল জন্মগ্রহণ করেন। তার পিতা জ্যাক গ্র্যান্ট ও মাতা অ্যান গ্র্যান্ট। তার এক ভাই রয়েছে, যার নাম জেসন গ্র্যান্ট। অভিনেত্রী ক্যাথরিন হৌটন তার ফুফু এবং চারবার একাডেমি পুরস্কার বিজয়ী অভিনেত্রী ক্যাথরিন হেপবার্ন তার পিতামহীর বোন।[১]
চলচ্চিত্রের তালিকা
[সম্পাদনা]বছর | শিরোনাম | মূল শিরোনাম | চরিত্র | টীকা |
---|---|---|---|---|
১৯৮৫ | অ্যান অব গ্রিন গেবলস | Anne of Green Gables | ডায়ানা বেরি | টেলিভিশন মিনি ধারাবাহিক |
১৯৮৭ | অ্যান অব অ্যাভোনলিয়া | Anne of Avonlea | ডায়ানা বেরি | টিভি মিনি ধারাবাহিক |
১৯৮৮ | লরা ল্যান্সিং স্লেপ্ট হিয়ার | Laura Lansing Slept Here | অ্যানেট গোম্ফার্স | টিভি চলচ্চিত্র |
১৯৯১ | ল অ্যান্ড অর্ডার | Law & Order | ক্যালি | পর্ব: "আরিয়া" |
১৯৯৮ | রেসলিং উইথ অ্যালিগেটর্স | Wrestling with Alligators | ডেলোরেস | |
১৯৯৮ | অল মাই চিলড্রেন | All My Children | ক্যামিল হকিন্স / জয় হকিন্স | ৩ পর্ব |
২০০০ | অ্যান অব গ্রিন গেবলস: দ্য কাউন্টিং স্টোরি | Anne of Green Gables: The Continuing Story | ডায়ানা বেরি রাইট | টিভি চলচ্চিত্র |
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ খো, ইসাবেল (২৭ জুন ২০১৬)। "Find Out Where 'Anne Of Green Gables' Cast Is Now"। হাফিংটন পোস্ট (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৪ মে ২০১৯।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- ইন্টারনেট মুভি ডেটাবেজে শুইলার গ্র্যান্ট (ইংরেজি)