বিষয়বস্তুতে চলুন

শীতকালীন অলিম্পিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দেশের তালিকা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
Flagbearers for each of the participating nations at the I Olympic Winter Games (1924) recite the athlete's oath.

এটি শীতকালীন অলিম্পিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দেশসমূহের একটি তালিকা, যারা জাতীয় অলিম্পিক কমিটি (এনওসি) হিসাবে ১৯২৪ থেকে ২০১৮ শীতকালীন অলিম্পিক ক্রীড়া প্রতিযোগিতায় প্রতিনিধিত্ব করেছে। শীতকালীন অলিম্পিক গেমস ১৯২৪ সাল থেকে প্রতি চার বছর পর পর অনুষ্ঠিত হয়ে আসছে, তার মধ্যে ১৯৪০ ও ১৯৪৪ সালের গেমস দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে বাতিল হয়। এবং ১৯৯৪ সালে, যখন শীতকালীন গেমস মধ্য অলিম্পিয়াডে স্থানান্তর করা হয়, তখন দুই বছর পর অনুষ্ঠিত হয়েছিল। কমপক্ষে একটি শীতকালীন গেমসে অংশগ্রহণ করেছে এমন এনওসির সংখ্যা ১১৯ টি (বর্তমান সক্রিয় ২০৬ টি এনওসির মধ্যে ১১০ টি এবং ৯ টি এনওসি বিলুপ্ত) এবং ১২ টি এনওসি (অস্ট্রিয়া, কানাডা, ফিনল্যান্ড, ফ্রান্স, ব্রিটেন, হাঙ্গেরি, ইতালি, নরওয়ে, পোল্যান্ড, সুইডেন, সুইজারল্যান্ড এবং যুক্তরাষ্ট্র) ২২টি গেমসের সকল গেমসে অংশগ্রহণ করেছে। এছাড়াও চেকোস্লোভাকিয়া, চেক প্রজাতন্ত্র এবং স্লোভাকিয়া ধারাবাহিকভাবে সকল গেমসে অংশ নিয়েছে।

ইতিহাস

[সম্পাদনা]

উৎপত্তি ও প্রথম গেমস

[সম্পাদনা]

আধুনিক অলিম্পিক গেমসে প্রথম শীতকালীন ক্রীড়া হিসাবে ফিগার স্কেটিং লন্ডনে অনুষ্ঠিত ১৯০৮ গ্রীষ্মকালীন গেমসে অন্তর্ভুক্ত করা হয়েছিল। ২৮ ও ২৯ অক্টোবর ১৯০৮ সালে অনুষ্ঠিত ফিগার স্কেটিংয়ের চারটি ইভেন্টে ছয়টি দেশের (আর্জেন্টিনা, জার্মানি, ব্রিটেন, সুইডেন, রাশিয়া এবং যুক্তরাষ্ট্র) ২১ জন স্কেটার অংশগ্রহণ করেছিল।[] স্টকহোমে অনুষ্ঠিত ১৯১২ গ্রীষ্মকালীন অলিম্পিকে ফিগার স্কেটিং প্রোগ্রাম ছিল না, কিন্তু ১৯২০ গেমসে পুনরায় অন্তভুর্ক্ত করা হয়। এছাড়াও ১৯২০ গেমসে আইস হকি অন্তভুর্ক্ত করা হয়, যাতে ৭টি দল অংশগ্রহণ করেছিল।[]

প্রথম শীতকালীন অলিম্পিক গেমস ১৯২৪ সালে ফ্রান্সের চেমনিক্সে অনুষ্ঠিত হয়। এটি মূলত আন্তর্জাতিক শীতকালীন ক্রীড়া সপ্তাহ নামে পরিচিত ছিল এবং ১৯২৪ গ্রীষ্মকালীন অলিম্পিকের সাথে অনুষ্ঠিত হয়, কিন্ত আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি) কর্তৃক এটিকেই প্রথম শীতকালীন অলিম্পিক হিসাবে অতীতচারণ করা হয়েছে।[] এ গেমসে ১৬ টি দেশ অংশগ্রহণ করে, যার মধ্যে ১৪ টি ইউরোপীয় দেশ এবং ২ টি উত্তর আমেরিকার।[] চার বছর পর, সুইজারল্যান্ডের সেন্ট মরিজে অনুষ্ঠিত ১৯২৮ শীতকালীন অলিম্পিকে ২৫ টি দেশ অংশ নেয়, যার মধ্যে দক্ষিণ গোলার্ধের প্রথম দেশ হিসাবে আর্জেন্টিনা, এশিয়ার প্রথম দেশ হিসাবে জাপান এবং মেক্সিকো প্রথমবারের মত অংশগ্রহণ করে।[] যুক্তরাষ্ট্রের লেক প্লাসিডে অনুষ্ঠিত ১৯৩২ শীতকালীন অলিম্পিক ছিল গেমসের ইতিহাসে সবচেয়ে মঙ্গাকবলিত গেমস, যাতে অংশগ্রহণকারী দেশের সংখ্যা ২৫ থেকে ১৭ এ নেমে আসে।[] জার্মানির গার্মিশ-পার্টেনকির্শেনে অনুষ্ঠিত ১৯৩৬ শীতকালীন অলিম্পিকে ২৮ টি দেশ অংশগ্রহণ করে, যা ছিল শীতকালীন গেমসের প্রথম একযুগের ইতিহাসে সবচেয়ে বেশি অংশগ্রহণকারী আসর।[] এটিই ছিল তৎকালীন ১২ বছরের শেষ গেমস, এর পরের নির্ধারিত ১৯৪০ শীতকালীন গেমস ও ১৯৪৪ শীতকালীন গেমসের আসর দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে বাতিল করা হয়েছিল।[]

যুদ্ধ পরবর্তী ও স্নায়ুযুদ্ধের সময়

[সম্পাদনা]

যুদ্ধের পর, সেন্ট মরিজে অনুষ্ঠিত ১৯৪৮ শীতকালীন অলিম্পিকে পুনরায় ২৮ টি দেশ অংশগ্রহণ করে, কিন্তু জাপান ও জার্মানি অংশ নেয়নি, কারণ যুদ্ধের নিয়ম অনুযায়ী তাদের আমন্ত্রণ জানানো হয়নি।[] নরওয়ের অসলোতে অনুষ্ঠিত ১৯৫২ শীতকালীন অলিম্পিকের বৈশিষ্ট এতে ৩০ টি দেশ অংশগ্রহণ করেছিল।[১০] ইতালির কর্তিনা ডাম্পেজ্জোতে অনুষ্ঠিত ১৯৫৬ শীতকালীন গেমসে সোভিয়েত ইউনিয়নের অভিষেক হয়, যাতে ৩২ টি দেশ অংশগ্রহণ করে।[১১] পূর্ব জার্মানিপশ্চিম জার্মানির জাতীয় অলিম্পিক কমিটি যৌথভাবে একটি সমন্বিত জার্মান দল হিসাবে অংশগ্রহণ করেছিল, যা তাদের মধ্যকার একটি চুক্তি অনুসারে ১৯৬৪ পর্যন্ত বলবৎ ছিল।[১২] যুক্তরাষ্ট্রের স্কোয়া ভ্যালিতে অনুষ্ঠিত ১৯৬০ শীতকালীন অলিম্পিকে ৩০ টি দেশ অংশ নিয়েছিল, যাতে প্রথম আফ্রিকান দেশ হিসাবে দক্ষিণ আফ্রিকা প্রথমববারের মত অংশগ্রহণ করে।[১৩] অস্ট্রিয়ার ইন্সব্রুকে সংগঠিত ১৯৬৪ শীতকালীন গেমসে ৩৬ টি দেশ প্রতিনিধিত্ব করেছিল।[১৪]

ফ্রান্সের গ্রানেবলে অনুষ্ঠিত ১৯৬৮ গেমসে পূর্ব জার্মানি ও পশ্চিম জার্মানি প্রথমবারের মত আলাদা স্বাধীন দল হিসাবে অংশগ্রহণ করে এবং এই দুটি দেশ সহ ৩৭ টি দেশ অংশগ্রহণ করেছিল।[১৫] ১৯৭২ শীতকালীন অলিম্পিক জাপানের সাপ্পোরোতে অনুষ্ঠিত হয়, যা ছিল ইউরোপ ও আমেরিকার বাইরে আয়োজিত প্রথম শীতকালীন অলিম্পিক গেমস। এ গেমসে ৩৫ টি দেশ অংশগ্রহণ করেছিল, যার মধ্যে ফিলিপাইনের উপস্থিতি ছিল দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রথম দেশ হিসাবে।[১৬] ১৯৭৬ সালের গেমস পুনরায় ইন্সব্রুকে ৩৭ টি দেশের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়।[১৭]

১৯৮০ সালে লেক প্লাসিডে আরেক বার শীতকালীন অলিম্পিক অনুষ্ঠিত হয়, যাতে ৩৭ টি দেশ অংশগ্রহণ করেছিল।[১৮] এ গেমসের মাধ্যমে শীতকালীন অলিম্পিকে গণপ্রজাতন্ত্রী চীনের অভিষেক হয়, অপর দিকে চীনের অংশগ্রহণের প্রতিবাদে ১৯৭২ ও ১৯৭৬ গেমসে অংশগ্রহণকারী প্রজাতন্ত্রী চীন গেমস বয়কট করে। ১৯৮৪ শীতকালীন অলিম্পিকের স্বাগতিক ছিল সমাজতান্ত্রিক যুগোস্লাভিয়ার সারায়েভো, যেখানে ৪৯ টি দেশ আমন্ত্রিত হয়েছিল।[১৯] পুয়ের্তো রিকোব্রিটিশ ভার্জিন দ্বীপপুঞ্জ প্রথম ক্যারিবীয় এনওসি হিসাবে শীতকালীন অলিম্পিকে অংশগ্রহণ করে। কানাডার ক্যালগারিতে অনুষ্ঠিত ১৯৮৮ শীতকালীন অলিম্পিক গেমসে জ্যামাইকা ববস্লেইজ দল সহ আরও কতিপয় ক্রান্তীয় দেশ অংশগ্রহণ করেছিল।[২০]

বর্তমান গেমস

[সম্পাদনা]

১৯৯০-এর দশকের শুরুতে স্নায়ুযুদ্ধের অবসান হলে অলিম্পিক গেমসে অংশগ্রহণকারীর সংখ্যা বৃদ্ধি পেতে থাকে। ফ্রান্সের আলবার্টভিলে আয়োজিত ১৯৯২ গেমসে ৬৪ টি এনওসি প্রতিনিধিত্ব করে, যার মধ্যে ছিল- ১৯৯০-এর জার্মান পুনঃএকত্রীকরণ অনুসারে একক জার্মান দল এবং সাবেক সোভিয়েত ইউনিয়নের ছয়টি দেশ মিলে গঠিত সমন্বিত দল[২১] ১৯৩৬ সালের পরে বাল্টিক রাষ্ট্রসমূহের প্রথমবারের মত স্বাধীনভাবে অংশগ্রহণ এবং ১৯৯২ সালে সাবেক যুগোস্লাভিয়ার কিছু দেশ স্বাধীনভাবে অংশগ্রহণ শুরু করেছিল।

শীতকালীন অলিম্পিক গেমসকে গ্রীষ্মকালীন অলিম্পিক গেমসের সাথে একই বছরে আয়োজনের চেয়ে বরং চার বছর অলিম্পিয়াডের মাঝামাঝি সময়ে নিয়ে আসার জন্য আইওসি ১৯৮৬ সালের অক্টোবরে নির্বাচনের আয়োজন করে।[২২] এবং এ পরিবর্তিত গেমস শুরু হয় ১৯৯৪ সালে নরওয়ের লিলেহামারে অনুষ্ঠিত ১৭তম অলিম্পিক শীতকালীন গেমসের মাধ্যমে। এতে চেক রিপাবলিক ও স্নোভানিয়া একক স্বাধীন দল এবং সাবেক সোভিয়েত ইউনিয়েনের প্রত্যেকটি দেশসহ ৬৭ টি দেশ অংশগ্রহণ করে।[২৩]

শীতকালীন অলিম্পিক গেমসে সাম্প্রতিক অতীতের বৃদ্ধি অব্যাহত আছে, ১৯৯৮ শীতকালীন অলিম্পিক জাপানের নাগানোতে ৭২ টি দেশের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়[২৪], ২০০২ শীতকালীন অলিম্পিক যুক্তরাষ্ট্রের সল্ট লেক সিটিতে ৭৭ টি দেশের অংশগ্রহণে সংগঠিত হয়[২৫], ইতালির তুরিনে ৮০ টি দেশ নিয়ে ২০০৬ শীতকালীন অলিম্পিক অনুষ্ঠিত হয়[২৬], ২০১০ শীতকালীন অলিম্পিক ৮২ টি দেশ নিয়ে কানাডার ভ্যানকুভারে[২৭], ২০১৪ শীতকালীন অলিম্পিক রেকর্ড সংখ্যক ৮৮ টি দেশের অংশগ্রহণে রাশিয়ার সোচিতে অনুষ্ঠিত হয়েছে[২৮] এবং সর্বশেষ ২০১৮ শীতকালীন গেমসে ৯২টি দেশ অংশগ্রহণকরার রেকর্ড সৃষ্টি হয়।

দেশের তালিকা

[সম্পাদনা]

বর্ণনা

[সম্পাদনা]

এই তালিকায় ১১৯ টি এনওসি (২০৪ টির মধ্যে ১১০ টি বর্তমান এবং ৯ টি বিলুপ্ত)[২৯] আইওসি কোডের প্রথম তিন অক্ষরের বর্ণানুক্রমে সাজানো হয়েছে। ১৯৬০ থেকে, আইওসি ও প্রতিটি গেমস আয়োজক কমিটি কর্তৃক এনওসি গুলিকে চিহ্নিত করতে এই কোড সমুহ প্রায়ই ব্যবহার করা হয়েছে, যেমন প্রতিটি গেমসের অফিসিয়াল প্রতিবেদনের মধ্যে কোড ব্যবহার।[৩০]

বেশ কিছু দেশের অলিম্পিক ইতিহাসের সময়কাল পরিবর্তিত হয়েছে; যা পাদটীকায় লিংকসহ ব্যাখ্যা করা হয়েছে। ভৌগোলিক নাম পরিবর্তনের কারণে কিছু দেশের নাম পরিবর্তিত হয়েছে; পাদটীকায় দেশসমূহের নামের পরে ব্যাখ্যা করা হয়েছে এবং অন্যান্য পরিবর্তন সমুহও লিংকসহ পাদটীকায় ব্যাখ্যা করা হয়েছে। এছাড়াও টেবিলে সংযুক্ত একটি নির্বাচিত সংখ্যক ঐতিহাসিক জাতি তাদের উত্তরসূরী জাতির জন্য অলিম্পিকে অংশগ্রহণের অতীতকে আরও স্পষ্টভাবে চিত্রিত করেছে।

টেবিল নির্দেশক

[সম্পাদনা]
২৪   In the table headings, indicates the Games year, from 1924 through 2014
উল্লেখিত গেমসে অংশগ্রহণকারী
স্বা উল্লেখিত গেমসের স্বাগতিক দেশ
[A] Additional explanatory comments at the linked footnote
  দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে ১৯৪০ ও ১৯৪৪ সালের নির্ধারিত বাতিল গেমস
  NOC superseded or preceded by other NOC(s) during these years

বর্ণানুক্রমিক তালিকা

[সম্পাদনা]
সূচীপত্র: অ্যা সর্বমোট
দেশ কোড ২৪২৮৩২৩৬৪০৪৪৪৮৫২৫৬৬০৬৪৬৮৭২৭৬৮০৮৪৮৮৯২৯৪৯৮০২০৬১০১৪১৮মোট
 অস্ট্রিয়াAUT স্বাস্বা২৩
 অস্ট্রেলিয়াAUS ১৯
দেশ কোড ২৪২৮৩২৩৬৪০৪৪৪৮৫২৫৬৬০৬৪৬৮৭২৭৬৮০৮৪৮৮৯২৯৪৯৮০২০৬১০১৪১৮মোট
 আইসল্যান্ডISL ১৮
 আজারবাইজানAZE দেখুন সোভিয়েত ইউনিয়ন
 আর্জেন্টিনাARG ১৯
 আমেরিকান সামোয়াASA
 আর্মেনিয়াARM দেখুন সোভিয়েত ইউনিয়নEUN
 আলজেরিয়াALG
 আলবেনিয়াALB
 আয়ারল্যান্ডIRL
দেশ কোড ২৪২৮৩২৩৬৪০৪৪৪৮৫২৫৬৬০৬৪৬৮৭২৭৬৮০৮৪৮৮৯২৯৪৯৮০২০৬১০১৪১৮মোট
 অ্যান্ডোরাAND ১২
দেশ কোড ২৪২৮৩২৩৬৪০৪৪৪৮৫২৫৬৬০৬৪৬৮৭২৭৬৮০৮৪৮৮৯২৯৪৯৮০২০৬১০১৪১৮মোট
 ইউক্রেনUKR দেখুন সোভিয়েত ইউনিয়নEUN
 ইতালিITA স্বাস্বা২৩
 ইথিওপিয়াETH
 ইরানIRI ১১
 ইসরায়েলISR
দেশ কোড ২৪২৮৩২৩৬৪০৪৪৪৮৫২৫৬৬০৬৪৬৮৭২৭৬৮০৮৪৮৮৯২৯৪৯৮০২০৬১০১৪১৮মোট
 উজবেকিস্তানUZB দেখুন সোভিয়েত ইউনিয়নEUN
 উরুগুয়েURU
দেশ কোড ২৪২৮৩২৩৬৪০৪৪৪৮৫২৫৬৬০৬৪৬৮৭২৭৬৮০৮৪৮৮৯২৯৪৯৮০২০৬১০১৪১৮মোট
 এস্তোনিয়াEST [A] দেখুন সোভিয়েত ইউনিয়ন১০
দেশ কোড ২৪২৮৩২৩৬৪০৪৪৪৮৫২৫৬৬০৬৪৬৮৭২৭৬৮০৮৪৮৮৯২৯৪৯৮০২০৬১০১৪১৮মোট
 কলম্বিয়াCOL
 কাজাখস্তানKAZ দেখুন সোভিয়েত ইউনিয়নEUN
 কানাডাCAN স্বাস্বা২৩
 কিরগিজস্তানKGZ দেখুন সোভিয়েত ইউনিয়ন
 কেইম্যান দ্বীপপুঞ্জCAY
 কেনিয়াKEN
 কোরিয়াCOR
 উত্তর কোরিয়াPRK
 দক্ষিণ কোরিয়াKOR স্বা১৮
 কোস্টা রিকাCRC [C]
 ক্যামেরুনCMR
 ক্রোয়েশিয়াCRO দেখুন যুগোস্লাভিয়া
দেশ কোড ২৪২৮৩২৩৬৪০৪৪৪৮৫২৫৬৬০৬৪৬৮৭২৭৬৮০৮৪৮৮৯২৯৪৯৮০২০৬১০১৪১৮মোট
 গুয়াতেমালাGUA
 গুয়ামGUM
 গ্রিসGRE ১৯
 গ্রেট ব্রিটেনGBR ২৩
দেশ কোড ২৪২৮৩২৩৬৪০৪৪৪৮৫২৫৬৬০৬৪৬৮৭২৭৬৮০৮৪৮৮৯২৯৪৯৮০২০৬১০১৪১৮মোট
 ঘানাGHA
দেশ কোড ২৪২৮৩২৩৬৪০৪৪৪৮৫২৫৬৬০৬৪৬৮৭২৭৬৮০৮৪৮৮৯২৯৪৯৮০২০৬১০১৪১৮মোট
 চিলিCHI ১৭
 চীনCHN ১১
 চীনা তাইপেইTPE[]TPE ১২
 চেক প্রজাতন্ত্রCZE দেখুন চেকোস্লোভাকিয়া
 চেকোস্লোভাকিয়াTCH[]TCH ১৬
দেশ কোড ২৪২৮৩২৩৬৪০৪৪৪৮৫২৫৬৬০৬৪৬৮৭২৭৬৮০৮৪৮৮৯২৯৪৯৮০২০৬১০১৪১৮মোট
 জাপানJPN স্বাস্বা২১
 জ্যামাইকাJAM
 জার্মানিGER[]GER স্বা১২
 পূর্ব জার্মানিGER[]GDR দেখুন EUA
 পশ্চিম জার্মানিGER[]FRG দেখুন EUA
 জার্মানির সমন্বিত দলGER[]EUA
 জিম্বাবুয়েZIM
 জর্জিয়াGEO দেখুন সোভিয়েত ইউনিয়ন
দেশ কোড ২৪২৮৩২৩৬৪০৪৪৪৮৫২৫৬৬০৬৪৬৮৭২৭৬৮০৮৪৮৮৯২৯৪৯৮০২০৬১০১৪১৮মোট
 টোগোTOG
 টোঙ্গাTGA
দেশ কোড ২৪২৮৩২৩৬৪০৪৪৪৮৫২৫৬৬০৬৪৬৮৭২৭৬৮০৮৪৮৮৯২৯৪৯৮০২০৬১০১৪১৮মোট
 ডেনমার্কDEN ১৪
 ডোমিনিকাDMA
দেশ কোড ২৪২৮৩২৩৬৪০৪৪৪৮৫২৫৬৬০৬৪৬৮৭২৭৬৮০৮৪৮৮৯২৯৪৯৮০২০৬১০১৪১৮মোট
 তাজিকিস্তানTJK দেখুন সোভিয়েত ইউনিয়ন
 তুরস্কTUR ১৭
 ত্রিনিদাদ ও টোবাগোTRI
দেশ কোড ২৪২৮৩২৩৬৪০৪৪৪৮৫২৫৬৬০৬৪৬৮৭২৭৬৮০৮৪৮৮৯২৯৪৯৮০২০৬১০১৪১৮মোট
 থাইল্যান্ডTHA
দেশ কোড ২৪২৮৩২৩৬৪০৪৪৪৮৫২৫৬৬০৬৪৬৮৭২৭৬৮০৮৪৮৮৯২৯৪৯৮০২০৬১০১৪১৮মোট
 দক্ষিণ আফ্রিকাRSA
দেশ কোড ২৪২৮৩২৩৬৪০৪৪৪৮৫২৫৬৬০৬৪৬৮৭২৭৬৮০৮৪৮৮৯২৯৪৯৮০২০৬১০১৪১৮মোট
 নরওয়েNOR স্বাস্বা২৩
 নাইজেরিয়াNGR
 নিউজিল্যান্ডNZL ১৬
 নেদারল্যান্ডসNED ২১
 নেদারল্যান্ডস এন্টিলসAHO[]AHO
 নেপালNEP
দেশ কোড ২৪২৮৩২৩৬৪০৪৪৪৮৫২৫৬৬০৬৪৬৮৭২৭৬৮০৮৪৮৮৯২৯৪৯৮০২০৬১০১৪১৮মোট
 পর্তুগালPOR
 পাকিস্তানPAK
 পুয়ের্তো রিকোPUR
 পূর্ব তিমুরTLS
 পেরুPER
 পোল্যান্ডPOL ২৩
 প্যারাগুয়েPAR
দেশ কোড ২৪২৮৩২৩৬৪০৪৪৪৮৫২৫৬৬০৬৪৬৮৭২৭৬৮০৮৪৮৮৯২৯৪৯৮০২০৬১০১৪১৮মোট
 ফিজিFIJ
 ফিনল্যান্ডFIN ২৩
 ফিলিপাইনPHI
 ফ্রান্সFRA স্বাস্বাস্বা২৩
দেশ কোড ২৪২৮৩২৩৬৪০৪৪৪৮৫২৫৬৬০৬৪৬৮৭২৭৬৮০৮৪৮৮৯২৯৪৯৮০২০৬১০১৪১৮মোট
 বলিভিয়াBOL
 বসনিয়া ও হার্জেগোভিনাBIH দেখুন যুগোস্লাভিয়া
 বারমুডাBER
 বুলগেরিয়াBUL ২০
 বেলারুশBLR দেখুন সোভিয়েত ইউনিয়নEUN
 বেলজিয়ামBEL ২১
 ব্রাজিলBRA
 ব্রিটিশ ভার্জিন দ্বীপপুঞ্জIVB
দেশ কোড ২৪২৮৩২৩৬৪০৪৪৪৮৫২৫৬৬০৬৪৬৮৭২৭৬৮০৮৪৮৮৯২৯৪৯৮০২০৬১০১৪১৮মোট
 ভারতIND [D]১০
 ভার্জিন দ্বীপপুঞ্জISV [B]
 ভেনেজুয়েলাVEN
দেশ কোড ২৪২৮৩২৩৬৪০৪৪৪৮৫২৫৬৬০৬৪৬৮৭২৭৬৮০৮৪৮৮৯২৯৪৯৮০২০৬১০১৪১৮মোট
 মঙ্গোলিয়াMGL ১৪
 মন্টিনিগ্রোMNE দেখুন যুগোস্লাভিয়া দেখুন SCG
 মরক্কোMAR
 মলদোভাMDA দেখুন রোমানিয়া দেখুন সোভিয়েত ইউনিয়ন
 মালয়েশিয়াMLT
 মাদাগাস্কারMAD
 মার্কিন যুক্তরাষ্ট্রUSA স্বাস্বাস্বাস্বা২৩
 মাল্টাMLT
 মিশরEGY
 মেক্সিকোMEX
 মোনাকোMON ১০
 মেসিডোনিয়াMKD দেখুন যুগোস্লাভিয়া
দেশ কোড ২৪২৮৩২৩৬৪০৪৪৪৮৫২৫৬৬০৬৪৬৮৭২৭৬৮০৮৪৮৮৯২৯৪৯৮০২০৬১০১৪১৮মোট
 যুগোস্লাভিয়াYUG[]YUG স্বা ১৪
দেশ কোড ২৪২৮৩২৩৬৪০৪৪৪৮৫২৫৬৬০৬৪৬৮৭২৭৬৮০৮৪৮৮৯২৯৪৯৮০২০৬১০১৪১৮মোট
 রাশিয়াRUS দেখুন সোভিয়েত ইউনিয়নEUNস্বাOAR
 রোমানিয়াROU ২১
 রাশিয়া থেকে অলিম্পিক ক্রীড়াবিদ [^]OAR
দেশ কোড ২৪২৮৩২৩৬৪০৪৪৪৮৫২৫৬৬০৬৪৬৮৭২৭৬৮০৮৪৮৮৯২৯৪৯৮০২০৬১০১৪১৮মোট
 লাতভিয়াLAT দেখুন সোভিয়েত ইউনিয়ন১১
 লিথুয়ানিয়াLTU দেখুন সোভিয়েত ইউনিয়ন
 লিশটেনস্টাইনLIE ১৯
 লুক্সেমবুর্গLUX
 লেবাননLIB ১৭
দেশ কোড ২৪২৮৩২৩৬৪০৪৪৪৮৫২৫৬৬০৬৪৬৮৭২৭৬৮০৮৪৮৮৯২৯৪৯৮০২০৬১০১৪১৮মোট
 সাইপ্রাসCYP ১১
 সান মারিনোSMR ১০
 সার্বিয়াSRB দেখুন যুগোস্লাভিয়া দেখুন SCG
 সার্বিয়া ও মন্টিনিগ্রোSCG[]SCG দেখুন যুগোস্লাভিয়া
 সুইজারল্যান্ডSUI স্বা স্বা২৩
 সুইডেনSWE ২৩
 সেনেগালSEN
 সোয়াজিল্যান্ডSWZ
 সোভিয়েত ইউনিয়নURS[]URS EUN
 সমন্বিত দলEUN[]EUN
 স্পেনESP ২০
 স্লোভাকিয়াSVK দেখুন চেকোস্লোভাকিয়া
 স্লোভেনিয়াSLO দেখুন যুগোস্লাভিয়া
দেশ কোড ২৪২৮৩২৩৬৪০৪৪৪৮৫২৫৬৬০৬৪৬৮৭২৭৬৮০৮৪৮৮৯২৯৪৯৮০২০৬১০১৪১৮মোট
 হংকংHKG
 হাঙ্গেরিHUN ২৩
 হন্ডুরাসHON

সর্বমোট

[সম্পাদনা]
বছর ২৪২৮৩২৩৬৪০৪৪৪৮৫২৫৬৬০৬৪৬৮৭২৭৬৮০৮৪৮৮৯২৯৪৯৮০২০৬১০১৪১৮মোট
এনওসি সংখ্যা ১৬২৫১৭২৮ ২৮৩০৩২৩০৩৬৩৭৩৫৩৭৩৭৪৯৫৭৬৪৬৭৭২৭৮৮০৮২৮৮৯২১১১৭

যেসকল দেশ কখনও অংশগ্রহণ করেনি

[সম্পাদনা]

২০৬টি জাতীয় অলিম্পিক কমিটির ৯০টি কখনও শীতকালীন অলিম্পিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করেনি।[৩১]

জাতী কোড
 আফগানিস্তানAFG
 অ্যাঙ্গোলাANG
 অ্যান্টিগুয়া ও বার্বুডাANT
 আরুবাARU
 বাহামা দ্বীপপুঞ্জBAH
 বাহরাইনBRN
 বাংলাদেশBAN
 বার্বাডোসBAR
 বেলিজBIZ
 বেনিনBEN
 ভুটানBHU
 বতসোয়ানাBOT
 ব্রুনাইBRU
 বুর্কিনা ফাসোBUR
 বুরুন্ডিBDI
 কম্বোডিয়াCAM
 কাবু ভের্দিCPV
 মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রCAF
 চাদCHA
 কোমোরোসCOM
 কঙ্গো প্রজাতন্ত্রCGO
 কুক দ্বীপপুঞ্জCOK
 কিউবাCUB
 জিবুতিDJI
 ডোমিনিকান প্রজাতন্ত্রDOM
 গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রCOD
 এল সালভাদোরESA
 বিষুবীয় গিনিGEQ
 মাইক্রোনেশিয়া যুক্তরাজ্যFSM
 গ্যাবনGAB
 গাম্বিয়াGAM
 গ্রেনাডাGRN
 গিনিGUI
 গিনি-বিসাউGBS
 গায়ানাGUY
 হাইতিHAI
 ইন্দোনেশিয়াINA
 ইরাকIRQ
 কোত দিভোয়ারCIV
 জর্ডানJOR
 কিরিবাসKIR
 কুয়েতKUW
 লাওসLAO
 লেসোথোLES
 লাইবেরিয়াLBR
 লিবিয়াLBA
 মালাউইMAW
 মালদ্বীপMDV
 মালিMLI
 মার্শাল দ্বীপপুঞ্জMHL
 মৌরিতানিয়াMTN
 মরিশাসMRI
 মোজাম্বিকMOZ
 মিয়ানমারMYA
 নামিবিয়াNAM
 নাউরুNRU
 নিকারাগুয়াNCA
 নাইজারNIG
 ওমানOMA
 পালাউPLW
 ফিলিস্তিনPLE
 পানামাPAN
 পাপুয়া নিউগিনিPNG
 কাতারQAT
 রুয়ান্ডাRWA
 সেন্ট কিট্‌স ও নেভিসSKN
 সেন্ট লুসিয়াLCA
 সেন্ট ভিনসেন্ট ও গ্রেনাডাইনVIN
 সামোয়াSAM
 সাঁউ তুমি ও প্রিন্সিপিSTP
 সৌদি আরবKSA
 সেশেলসSEY
 সিয়েরা লিওনSLE
 সলোমন দ্বীপপুঞ্জSOL
 সোমালিয়াSOM
 দক্ষিণ সুদানSSD
 শ্রীলঙ্কাSRI
 সুদানSUD
 সুরিনামSUR
 সিরিয়াSYR
 তানজানিয়াTAN
 তিউনিসিয়াTUN
 তুর্কমেনিস্তানTKM
 টুভালুTUV
 উগান্ডাUGA
 সংযুক্ত আরব আমিরাতUAE
 ভানুয়াতুVAN
 ভিয়েতনামVIE
 ইয়েমেনYEM
 জাম্বিয়াZAM

পাদটীকা

[সম্পাদনা]

অপ্রচলিত বা বিলুপ্ত দেশসমূহের পাদটীকা

[সম্পাদনা]

^ TCH: চেকোস্লোভাকিয়া ১৯২০ - ১৯৯২ পর্যন্ত প্রতিদ্বন্দ্বীতা করে, ১৯৯৪ থেকে উত্তরসূরি এনওসি চেক প্রজাতন্ত্র (CZE) এবং স্লোভাকিয়ার (SVK) মাধ্যমে প্রতিনিধিত্ব করছে।

^ GER: (^GDR, ^FRG, ^EUA): পূর্ব জার্মানিপশ্চিম জার্মানি উভয় জাতীয় অলিম্পিক কমিটির সমন্বয়ে গঠিত সমন্বিত দল হিসাবে ১৯৫৬ - ১৯৬৪ সাল পর্যন্ত জার্মানির প্রতিনিধিত্ব করে।[১২] যার ফলে এই দলের জন্য আইওসি EUA দেশের কোড নির্ধারণ করেছিল।[৩২] পরে জার্মান গণতান্ত্রিক প্রজাতন্ত্র বা পূর্ব জার্মানি ১৯৬৮ সালে আইওসির পূর্ণ স্বীকৃতি পেলে পূর্ব জার্মানি স্বতন্ত্র দল হিসাবে প্রতিনিধিত্ব করে।[৩৩]

^ AHO: নেদারল্যান্ড এন্টিলস এর এনওসি, যা ১৯৫০ সাল থেকে ২০১১ সালে নেদারল্যান্ড এন্টিলসের বিলুপ্তির পূর্ব পর্যন্ত আইওসির স্বীকৃত সদস্য ছিল।[৩৪]

^ SCG: যুগোস্লাভিয়া সংযুক্ত প্রজাতন্ত্র, প্রজাতন্ত্রী সার্বিয়াপ্রজাতন্ত্রী মন্টিনিগ্রোর সমন্বয়ে ২০০৩ সালে পুনর্গঠিত রাষ্ট্র সার্বিয়া ও মন্টিনিগ্রো ইউনিয়ন । ১৯৯৮[২৪] এবং ২০০২[২৫] গেমস পর্যন্ত যুগোস্লাভিয়া (YUG) এ দলের মাধ্যমে অংশগ্রহণ করে। সার্বিয়া ও মন্টিনিগ্রোর জন্য দেশের কোড SCG ২০০৬ শীতকালীন গেমসে প্রথম ব্যবহার করে।[২৬]

^ URS: সোভিয়েত ইউনিয়ন, যে ১৯২০ - ১৯৯২ পর্যন্ত এ নামে প্রতিনিধিত্ব করেছিল এবং ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়নের পতন হলে ১৫টি স্বতন্ত্র এনওসিতে বিভক্ত হয়।

^ EUN: ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়ন বিভক্ত হওয়ার পর ১৫টি প্রাক্তন সোভিয়েত প্রজাতন্ত্রের ৯টি ১৯৯২ শীতকালীন অলিম্পিকে অংশগ্রহণ করে। এস্তোনিয়া, লাটভিয়া এবং লিথুনিয়া স্বতন্ত্র দল হিসাবে অংশগ্রহণ করেছিল কিন্তু আর্মেনিয়া, বেলারুশ, কাজাখস্তান, রাশিয়া, ইউক্রেন এবং উজবেকিস্তান একত্রে সমন্বিত দলের (EUN) হয়ে অংশগ্রহণ করেছিল।[২১]

^ YUG: দ্বিতীয় বিশ্বযুদ্ধের পূর্বে অংশগ্রহণকারী যুগোস্লাভিয়া রাজ্য (অফিসিয়ালিভাবে সার্ব, ক্রোয়েটস এবং স্লোভেনাস রাজ্য)। যুগোস্লাভিয়া সমাজতান্ত্রিক সংযুক্ত প্রজাতন্ত্রও একইসাথে ১৯৪৮ - ১৯৯২ পর্যন্ত সকল গেমসে প্রতিনিধিত্ব করেছে এবং সারাজেভোতে ১৯৮৪ শীতকালীন অলিম্পিক গেমসের আয়োজন করেছিল।[১৯] যুগোস্লাভিয়া সংযুক্ত প্রজাতন্ত্রের জন্য দেখুন সার্বিয়া ও মন্টিনিগ্রো (SCG)।

নাম পরিবর্তন পাদটীকা

[সম্পাদনা]

^ TPE:  চীনা তাইপেই ১৯৭২ ও ১৯৭৬ সালে প্রজাতন্ত্রী চীন (ROC) নামে প্রতিনিধিত্ব করেছিল।[১৬][১৭] ১৯৭৯ সালে গণপ্রজাতন্ত্রী চীন অলিম্পিকে অংশগ্রহণ শুরু করলে, চীনা তাইপেই নাম পরিবর্তনের প্রস্তাব করে এবং আইওসি প্রস্তাব গ্রহণ করে এ কোড নির্ধারন করে।[৩৫][৩৬]

অংশগ্রহণ পাদটীকা

[সম্পাদনা]
  1. ^ এস্তোনিয়ার একজন স্পীড স্কেটার ১৯২৪ গেমসে অংশগ্রহণের জন্য নিবন্ধন করেছিল এবং উদ্বোধনী অনুষ্ঠানে পতাকা বহন করেছিল, কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করেনি।[]
  2. ^ অ্যানি অ্যাবার্নেথ ভার্জিন আইল্যান্ডের একমাত্র প্রতিযোগী হিসাবে ২০০৬ শীতকালীন অলিম্পিকে অংশগ্রহণ করেছিল। কিন্তু মহিলাদের লিউজ ইভেন্টের পূর্বে অনুশীলন করার সময় নিজে নিজে আঘাতপ্রাপ্ত হন, ফলে নাম প্রত্যাহার করে নেন।[৩৭]
  3. ^ কোস্টারিকা ২০০২ শীতকালীন অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করেনি, কিন্তু ক্রীড়াবিদগণ প্রতিযোগিতায় প্রতিদ্বন্দ্বিতা করেছে। কোস্টারিকাসহ ২০০২ গেমসে ৭৮ টি দেশ অংশগ্রহণ করেছিল, অথচ আইওসির ওয়েবসাইটে ৭৭টির নাম দেওয়া আছে, সম্ভবত ভুলবসত নাম যুক্ত করেনি।[৩৮]
  4. ^ ভারতীয় অলিম্পিক সংস্থার বহিষ্কারের কারণে ভারতীয় ক্রীড়াবিদগণ উদ্বোধনী অনুষ্ঠানে অলিম্পিক পতাকার নিচে স্বাধীন অলিম্পিক দল হিসাবে অংশগ্রহণ করে। ১১ ফেব্রুয়ারি, ভারতীয় অলিম্পিক সংস্থাকে পুনর্বহাল করা হয় এবং ভারতীয় ক্রীড়াবিদদের অগ্রগামী অবস্থায় থেকে তাদের নিজস্ব পতাকা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করার বিকল্প সুযোগ দেওয়া হয়। [৩৯]

আরও দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. Cook, Theodore Andrea (মে ১৯০৯)। The Fourth Olympiad London 1908 Official Report (পিডিএফ)। London: British Olympic Association। পৃ. ২৮৪–২৯৫। ২৭ সেপ্টেম্বর ২০০৭ তারিখে মূল থেকে (PDF) আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৪ মার্চ ২০০৮
  2. Olympic Games Antwerp 1920 — Official Report (পিডিএফ) (French ভাষায়)। Belgian Olympic Committee। ১৯৫৭। পৃ. ১৪৪, ১৬৮–১৭০। ৫ মে ২০১১ তারিখে মূল থেকে (PDF) আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৪ মার্চ ২০০৮{{বই উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: অচেনা ভাষা (লিঙ্ক)
  3. "Decisions taken by the Technical Congress at Prague" (পিডিএফ)Official Bulletin of the International Olympic Committee (PDF) (1)। Lausanne: International Olympic Committee: ১৭। জানুয়ারি ১৯২৬। ৮ আগস্ট ২০১০ তারিখে মূল থেকে (PDF) আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৪ মার্চ ২০০৮
  4. 1 2 (ed.) M. Avé, Comité Olympique Français। Les Jeux de la VIIIe Olympiade Paris 1924 - Rapport Officiel (পিডিএফ) (French ভাষায়)। Paris: Librairie de France। পৃ. ৬৬৯। ১০ এপ্রিল ২০০৮ তারিখে মূল থেকে (PDF) আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩১ জানুয়ারি ২০০৮ {{বই উদ্ধৃতি}}: |লেখক= প্যারামিটারে সাধারণ নাম রয়েছে (সাহায্য)উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: অচেনা ভাষা (লিঙ্ক)
  5. Comité Olympique Suisse (১৯২৮)। Rapport Général du Comité Exécutif des IImes Jeux Olympiques d'hiver (পিডিএফ) (French ভাষায়)। Lausanne: Imprimerie du Léman। পৃ. ৭। ১২ ফেব্রুয়ারি ২০১২ তারিখে মূল থেকে (PDF) আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩১ জানুয়ারি ২০০৮{{বই উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: অচেনা ভাষা (লিঙ্ক)
  6. (ed.) George Lattimer (১৯৩২)। Official Report III Olympic Winter Games Lake Placid 1932 (পিডিএফ)। পৃ. ৭০–৭২, ২৭০। ১০ এপ্রিল ২০০৮ তারিখে মূল থেকে (PDF) আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩১ জানুয়ারি ২০০৮ {{বই উদ্ধৃতি}}: |লেখক= প্যারামিটারে সাধারণ নাম রয়েছে (সাহায্য)
  7. (ed.) Peter von le Fort (১৯৩৬)। IV. Olympische Winterspiele 1936 Amtlicher Bericht (পিডিএফ) (German ভাষায়)। Berlin: Reichssportverlag। পৃ. ২৭২। ৯ আগস্ট ২০০৭ তারিখে মূল থেকে (PDF) আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩১ জানুয়ারি ২০০৮ {{বই উদ্ধৃতি}}: |লেখক= প্যারামিটারে সাধারণ নাম রয়েছে (সাহায্য)উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: অচেনা ভাষা (লিঙ্ক)
  8. (ed.) Carl Diem (জানুয়ারি ১৯৪০)। "The Fifth Olympic Winter Games Will Not Be Held" (পিডিএফ)Olympic Review (PDF) (8)। Berlin: International Olympic Institute: ৮–১০। ২০ ফেব্রুয়ারি ২০১২ তারিখে মূল থেকে (PDF) আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৪ মার্চ ২০০৮ {{সাময়িকী উদ্ধৃতি}}: |লেখক= প্যারামিটারে সাধারণ নাম রয়েছে (সাহায্য)
  9. Comité Olympique Suisse (জানুয়ারি ১৯৫১)। Rapport Général sur les Ves Jeux Olympiques d'hiver St-Moritz 1948 (পিডিএফ) (French ভাষায়)। Lausanne: H. Jaunin। পৃ. ১১। ১০ এপ্রিল ২০০৮ তারিখে মূল থেকে (PDF) আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩১ জানুয়ারি ২০০৮{{বই উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: অচেনা ভাষা (লিঙ্ক)
  10. (ed.) Rolf Petersen (১৯৫২)। The Official Report of the Organising Committee of the VIth Winter Olympic Games 1952 at Oslo (পিডিএফ)। Oslo। ৩০ সেপ্টেম্বর ২০০৭ তারিখে মূল থেকে (PDF) আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩১ জানুয়ারি ২০০৮ {{বই উদ্ধৃতি}}: |লেখক= প্যারামিটারে সাধারণ নাম রয়েছে (সাহায্য)উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: অবস্থানে প্রকাশক অনুপস্থিত (লিঙ্ক)
  11. VII Olympic Winter Games Cortina d'Ampezzo 1956 Official Report (পিডিএফ)। Rome: Società Grafica Romana। পৃ. ৭০। ২৮ আগস্ট ২০০৮ তারিখে মূল থেকে (PDF) আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩১ জানুয়ারি ২০০৮
  12. 1 2 (ed.) Berlioux, Monique (জুলাই–আগস্ট ১৯৭৫)। "The Federal Republic of Germany and Olympism" (পিডিএফ)Olympic Review (93–94)। Lausanne: International Olympic Committee: ২৯০–৩০৬। ২০ ফেব্রুয়ারি ২০১২ তারিখে মূল থেকে (PDF) আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৮ ফেব্রুয়ারি ২০০৮ {{সাময়িকী উদ্ধৃতি}}: |লেখক= প্যারামিটারে সাধারণ নাম রয়েছে (সাহায্য)
  13. (ed.) Robert Rubin। VIII Olympic Winter Games Squaw Valley California 1960 Final Report। California Olympic Commission। পৃ. ৯২। ২৫ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে (PDF) আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩১ জানুয়ারি ২০০৮ {{বই উদ্ধৃতি}}: |লেখক= প্যারামিটারে সাধারণ নাম রয়েছে (সাহায্য)
  14. (ed.) Friedl Wolfgang and Bertl Neumann (১৯৬৭)। Offizieller Bericht der IX. Olympischen Winterspiele Innsbruck 1964 (পিডিএফ) (German ভাষায়)। Vienna, Munich: Österreichischer Bundesverlag für Unterricht, Wissenschaft und Kunst। পৃ. ৫১। ৭ ফেব্রুয়ারি ২০১২ তারিখে মূল থেকে (PDF) আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩১ জানুয়ারি ২০০৮ {{বই উদ্ধৃতি}}: |লেখক= প্যারামিটারে সাধারণ নাম রয়েছে (সাহায্য)উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: অচেনা ভাষা (লিঙ্ক)
  15. Xth Winter Olympic Games Official Report (পিডিএফ)। Comité d'Organisation des xèmes Jeux Olympiques d'Hiver de Grenoble। ১৯৬৯। পৃ. ৩৯৯। ২৬ ফেব্রুয়ারি ২০০৮ তারিখে মূল থেকে (PDF) আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩১ জানুয়ারি ২০০৮
  16. 1 2 The Official Report of XIth Winter Olympic Games, Sapporo 1972 (পিডিএফ)। The Organizing Committee for the Sapporo Olympic Winter Games। ১৯৭৩। পৃ. ২২৮–২২৯। আইএসবিএন ০-৯০০৩১৫-০৫-৯। ২৬ ফেব্রুয়ারি ২০০৮ তারিখে মূল থেকে (PDF) আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩১ জানুয়ারি ২০০৮
  17. 1 2 (ed.) Bertl Neumann। XII.Olympische Winterspiele Innsbruck 1976 Final Report (পিডিএফ)। Organizing Committee for the XIIth Winter Olympic Games 1976 at Innsbruck। পৃ. ১৬৩। ২৬ ফেব্রুয়ারি ২০০৮ তারিখে মূল থেকে (PDF) আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩১ জানুয়ারি ২০০৮ {{বই উদ্ধৃতি}}: |লেখক= প্যারামিটারে সাধারণ নাম রয়েছে (সাহায্য)
  18. Final Report XIII Olympic Winter Games (পিডিএফ)। Ed Lewi Associates। ১৯৮০। ২৭ ফেব্রুয়ারি ২০০৮ তারিখে মূল থেকে (PDF) আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩১ জানুয়ারি ২০০৮
  19. 1 2 Official Report of the Organising Committee of the XlVth Winter Olympic Games 1984 at Sarajevo (পিডিএফ)। Sarajevo: Oslobodenje। ১৯৮৪। পৃ. ৮৯–৯০। ২১ ডিসেম্বর ২০১১ তারিখে মূল থেকে (PDF) আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩১ জানুয়ারি ২০০৮
  20. (ed.) Rodney Chapman (১৯৮৮)। XV Olympic Winter Games Official Report (পিডিএফ)। Calgary Olympic Development Association। পৃ. ৬২১–৬৪৫। আইএসবিএন ০-৯২১০৬০-২৬-২। ১৪ জানুয়ারি ২০১১ তারিখে মূল থেকে (PDF) আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩১ জানুয়ারি ২০০৮ {{বই উদ্ধৃতি}}: |লেখক= প্যারামিটারে সাধারণ নাম রয়েছে (সাহায্য)
  21. 1 2 (ed.) Claudie Blanc, Jean-Marc Eysseric (১৯৯২)। "Results"। Official Report of the XVI Winter Olympic Games of Albertville and Savoie (পিডিএফ)। Albertville, France: Comité d'organisation des XVIes Jeux olympiques d'hiver d'Albertville et de la Savoie। পৃ. ৩। আইএসবিএন ২-৯৫০৭১০৯-০-৫। ২৬ ফেব্রুয়ারি ২০০৮ তারিখে মূল থেকে (PDF) আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩১ জানুয়ারি ২০০৮ {{বই উদ্ধৃতি}}: |লেখক= প্যারামিটারে সাধারণ নাম রয়েছে (সাহায্য)
  22. (ed.) Gafner, Raymond (নভেম্বর–ডিসেম্বর ১৯৮৬)। "Decisions of the 91st IOC Session" (পিডিএফ)Olympic Review (229–230)। Lausanne: International Olympic Committee: ৬৫১। ১০ এপ্রিল ২০০৮ তারিখে মূল থেকে (PDF) আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩১ মার্চ ২০০৮ {{সাময়িকী উদ্ধৃতি}}: |লেখক= প্যারামিটারে সাধারণ নাম রয়েছে (সাহায্য)
  23. "Volume IV"। Official Report of the XVII Olympic Winter Games (পিডিএফ)। ১৯৯৪। পৃ. ৬৩। ২ ডিসেম্বর ২০১০ তারিখে মূল থেকে (PDF) আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩১ জানুয়ারি ২০০৮
  24. 1 2 (ed.) Shinano Mainichi Shimbun (১৯৯৮)। "Volume Three Competition Results and Participants"। The XVIII Olympic Winter Games Official Report (পিডিএফ)। The Organizing Committee for the XVIII Olympic Winter Games, Nagano 1998। পৃ. ১২। আইএসবিএন ৪-৭৮৪০-৯৮২৭-৫। ২৬ ফেব্রুয়ারি ২০০৮ তারিখে মূল থেকে (PDF) আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩১ জানুয়ারি ২০০৮ {{বই উদ্ধৃতি}}: |লেখক= প্যারামিটারে সাধারণ নাম রয়েছে (সাহায্য)
  25. 1 2 Official Report of the XIX Olympic Winter Games (পিডিএফ)। Salt Lake Organizing Committee। ২০০২। আইএসবিএন ০-৯৭১৭৯৬১-০-৬। ৮ অক্টোবর ২০১০ তারিখে মূল থেকে (PDF) আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩১ জানুয়ারি ২০০৮
  26. 1 2 Torino 2006 - XX Olympic Winter Games (পিডিএফ)। ২১ ফেব্রুয়ারি ২০১৪ তারিখে মূল থেকে (PDF) আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২ ফেব্রুয়ারি ২০১৪
  27. Vancouver 2010 - Staging the Olympic Winter Games Knowledge Report (পিডিএফ)। ১ জানুয়ারি ২০১৪ তারিখে মূল থেকে (PDF) আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২ ফেব্রুয়ারি ২০১৪
  28. "Record 88 nations to participate in Winter Games"Global NewsSochi, Russia। Associated Press। ২ ফেব্রুয়ারি ২০১৪। সংগ্রহের তারিখ ২ ফেব্রুয়ারি ২০১৪
  29. "National Olympic Committees"। International Olympic Committee। সংগ্রহের তারিখ ২ ফেব্রুয়ারি ২০১৪
  30. Mallon, Bill; Karlsson, Ove (মে ২০০৪)। "IOC and OCOG Abbreviations for NOCs" (পিডিএফ)Journal of Olympic History১২ (2): ২৫–২৮। ৮ আগস্ট ২০১০ তারিখে মূল থেকে (PDF) আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৮ ফেব্রুয়ারি ২০০৮
  31. "Olympic Countries"sports-reference। ৭ জুলাই ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৩ জুলাই ২০১৮
  32. "Olympic Medal Winners"। International Olympic Committee। সংগ্রহের তারিখ ২ ফেব্রুয়ারি ২০১৪
  33. (ed.) Berlioux, Monique (সেপ্টেম্বর–অক্টোবর ১৯৭৫)। "The German Democratic Republic and Olympism" (পিডিএফ)Olympic Review (95–96)। Lausanne: International Olympic Committee: ৩৬২–৩৭৭। ১১ এপ্রিল ২০০৮ তারিখে মূল থেকে (PDF) আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৩ মার্চ ২০০৮ {{সাময়িকী উদ্ধৃতি}}: |লেখক= প্যারামিটারে সাধারণ নাম রয়েছে (সাহায্য)
  34. "Curtain comes down on 123rd IOC Session"Olympic.org
  35. (ed.) Berlioux, Monique (আগস্ট–সেপ্টেম্বর ১৯৮৩)। "China and Olympism" (পিডিএফ)Olympic Review (190–191)। Lausanne: International Olympic Committee: ৫৮৩–৫৯২। ১০ এপ্রিল ২০০৮ তারিখে মূল থেকে (PDF) আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৮ ফেব্রুয়ারি ২০০৮ {{সাময়িকী উদ্ধৃতি}}: |লেখক= প্যারামিটারে সাধারণ নাম রয়েছে (সাহায্য)
  36. Chan, Gerald (শরৎ ১৯৮৫)। "The "Two-Chinas" Problem and the Olympic Formula"Pacific Affairs৫৮ (3)। Vancouver: University of British Columbia: ৪৭৩–৪৯০। ডিওআই:10.2307/2759241জেস্টোর 2759241
  37. "Olympics: 'Grandma Luge' crashes out"। CNN.com। ১৩ ফেব্রুয়ারি ২০০৬। সংগ্রহের তারিখ ১ এপ্রিল ২০০৮
  38. "Salt Lake City 2002 Winter Olympics"। International Olympic Committee। সংগ্রহের তারিখ ২ ফেব্রুয়ারি ২০১৪
  39. "IOC Executive Board lifts suspension of NOC of India"। সংগ্রহের তারিখ ১১ ফেব্রুয়ারি ২০১৪

বহিঃসংযোগ

[সম্পাদনা]
  • "Olympics Games" [অলিম্পিক গেমস] (ইংরেজি ভাষায়)। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি।
  • "Olympic Review and Revue Olympique" (ইংরেজি ভাষায়)। এলএ৮৪ ফাউন্ডেশন। ২১ ফেব্রুয়ারি ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৩ এপ্রিল ২০১৬
  • "Official Reports" [অফিসিয়াল প্রতিবেদন] (ইংরেজি ভাষায়)। এলএ৮৪ ফাউন্ডেশন। ২১ ফেব্রুয়ারি ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৩ এপ্রিল ২০১৬