বিষয়বস্তুতে চলুন

শিস বাজানো

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
দ্য হুইসলিং বয়, ফ্রাঙ্ক ডুভেনেক (১৮৭২)

শিস বাজানো কৃত্রিম শিস ছাড়াই সম্ভব, যা মূলত ঠোঁটে একটি ছোট ফাঁক তৈরি করে করা হয়। সাধারণত ঠোঁট চেটে বা পানি দিয়ে ভিজিয়ে এই ফাঁক প্রস্তুত করা হয়, এরপর সেখানে দিয়ে বাতাস প্রবাহিত বা টানা হয়। ঠোঁট, বাঁকানো জিহ্বা, দাঁত কিংবা আঙুলের সাহায্যে বাতাসের গতি নিয়ন্ত্রিত হয়,[] যা শিসের শব্দ সৃষ্টি করে। বিশেষ করে, বাঁকানো জিহ্বা একধরনের অনুরণক হিসেবে কাজ করে, যা শব্দকে বাড়িয়ে তোলে। এছাড়া, ঠোঁট, আঙুল, জিহ্বা ও এপিগ্লটিসের অবস্থান পরিবর্তনের মাধ্যমে শিসের বিভিন্ন মাত্রা ও ধরণ নিয়ন্ত্রণ করা সম্ভব।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "How to Whistle With Your Fingers"The Art of Manliness। এপ্রিল ৮, ২০১২। সংগ্রহের তারিখ মার্চ ৭, ২০১৭ 

বহিঃসংযোগ

[সম্পাদনা]