বিষয়বস্তুতে চলুন

শিলিগুড়ি মহাবিদ্যালয়

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
Siliguri College
শিলিগুড়ি মহাবিদ্যালয়
শিলিগুড়ি কলেজের লোগো
শিলিগুড়ি কলেজ লোগো
অন্যান্য নাম
শিলিগুড়ি সিটি কলেজ
নীতিবাক্য
आत्मदीपो भव
বাংলায় নীতিবাক্য
"নিজের মধ্যে প্রদীপ হও"
ধরনপাবলিক কলেজ
স্থাপিত৮ অক্টোবর, ১৯৫০
অধিভুক্তিউত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়
অধ্যক্ষড. সুজিত ঘোষ
ঠিকানা
ওয়ার্ড ১৭, হাকিমপাড়া, শিলিগুড়ি, পশ্চিমবঙ্গ, ৭৩৪০০১, ভারত
,
শিলিগুড়ি
,
পশ্চিমবঙ্গ
,
৭৩৪০০১
,
ভারত

২৬°৪২′৪১″ উত্তর ৮৮°২৫′৫৪″ পূর্ব / ২৬.৭১১২৭০২° উত্তর ৮৮.৪৩১৭৮২৩° পূর্ব / 26.7112702; 88.4317823
শিক্ষাঙ্গনশহুরে
ভাষাবাংলা, ইংরেজি
পোশাকের রঙঅফ-হোয়াইট এবং কালো
ওয়েবসাইটsiliguricollege.org.in
মানচিত্র

শিলিগুড়ি মহাবিদ্যালয়[] (অন্য নাম শিলিগুড়ি সিটি কলেজ) পশ্চিমবঙ্গের শিলিগুড়ি শহরের একটি ঐতিহ্যবাহী উচ্চশিক্ষা প্রতিষ্ঠান। ৮ অক্টোবর ১৯৫০ সালে প্রতিষ্ঠিত এই মহাবিদ্যালয়টি শিলিগুড়ি [] অঞ্চলের প্রাচীনতম মহাবিদ্যালয়। এটি মূলত শিল্পকলা ও বিজ্ঞান বিষয়ে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি প্রদান করে। কলেজটি বর্তমানে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের[] সাথে অনুমোদিত।

ইতিহাস

[সম্পাদনা]

শিলিগুড়ি মহাবিদ্যালয় ১৯৫০ সালের ৮ অক্টোবর পশ্চিমবঙ্গ সরকারের শরণার্থী পুনর্বাসন বিভাগের উদ্যোগে প্রতিষ্ঠিত হয়। এই কলেজটি মূলত দেশভাগ-পরবর্তী শিলিগুড়ি অঞ্চলের শরণার্থী ছাত্রদের উচ্চশিক্ষা প্রদান করার উদ্দেশ্যে গড়ে তোলা হয়। প্রতিষ্ঠার সময় এটি কলকাতা বিশ্ববিদ্যালয়ের সাথে যুক্ত ছিল। ১৯৬২ সালে এটি উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে স্থানান্তরিত হয়।

প্রোগ্রাম

[সম্পাদনা]

শিলিগুড়ি মহাবিদ্যালয় বিভিন্ন স্নাতক এবং স্নাতকোত্তর প্রোগ্রাম পড়ানো হয়।

স্নাতক প্রোগ্রাম

[সম্পাদনা]

বিজ্ঞান:

  • পদার্থবিদ্যা, রসায়ন, গণিত, জীববিজ্ঞান, উদ্ভিদবিদ্যা, পরিসংখ্যান, মাইক্রোবায়োলজি, ভূগোল, অর্থনীতি, কম্পিউটার সায়েন্স, শারীরবিজ্ঞান
  • বি.সি.এ. (ব্যাচেলর অফ কম্পিউটার অ্যাপ্লিকেশনস)

শিল্পকলা:

  • বাংলা, ইংরেজি, সংস্কৃত, নেপালি, হিন্দি, ইতিহাস, অর্থনীতি, দর্শন, রাজনীতি, সমাজবিজ্ঞান, গণমাধ্যম ও সাংবাদিকতা, শারীরিক শিক্ষা, পরিবেশবিদ্যা

স্নাতকোত্তর প্রোগ্রাম

[সম্পাদনা]
  • বাংলা (এম.এ.)
  • ভূগোল (এম.এ. এবং এম.এসসি.)

ব্যবস্থাপনা

[সম্পাদনা]
  • বি.বি.এ. (ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন)
  • সিভিল এভিয়েশন ও পর্যটন ব্যবস্থাপনা

অনুমোদন এবং স্বীকৃতি

[সম্পাদনা]
  • মহাবিদ্যালয়টি ইউজিসি-এর অধীনে স্বীকৃত।
  • এটি NAAC দ্বারা বি+ গ্রেডে স্বীকৃত।

গ্রন্থাগার

[সম্পাদনা]

মহাবিদ্যালয়ে একটি কেন্দ্রীয় গ্রন্থাগার রয়েছে যেখানে প্রায় ৪৫,১৫১টি বই রয়েছে। এখানে ৫টি পত্রিকা এবং ১০টি প্রিন্ট জার্নাল পাওয়া যায়।

হোস্টেল

[সম্পাদনা]

মহাবিদ্যালয় ছাত্র এবং ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল রয়েছে।

  • ছাত্র হোস্টেল: ৬৩ জনের ধারণক্ষমতা।
  • ছাত্রী হোস্টেল: ৪৮ জনের ধারণক্ষমতা।

বিশিষ্ট প্রাক্তন ছাত্র

[সম্পাদনা]

আরও দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Siliguri College"siliguricollege.org.in। সংগ্রহের তারিখ ৩০ নভেম্বর ২০২৪
  2. "Educational Institutions In Siliguri"শিলিগুড়ির শিক্ষা প্রতিষ্ঠান গুলি{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: ইউআরএল-অবস্থা (লিঙ্ক)
  3. "University of North Bengal"www.nbu.ac.in। সংগ্রহের তারিখ ৩০ নভেম্বর ২০২৪

বহিঃসংযোগ

[সম্পাদনা]