শিলিগুড়ি মহাবিদ্যালয়
শিলিগুড়ি মহাবিদ্যালয় | |
শিলিগুড়ি কলেজ লোগো | |
অন্যান্য নাম | শিলিগুড়ি সিটি কলেজ |
|---|---|
| নীতিবাক্য | आत्मदीपो भव |
বাংলায় নীতিবাক্য | "নিজের মধ্যে প্রদীপ হও" |
| ধরন | পাবলিক কলেজ |
| স্থাপিত | ৮ অক্টোবর, ১৯৫০ |
| অধিভুক্তি | উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় |
| অধ্যক্ষ | ড. সুজিত ঘোষ |
| ঠিকানা | ওয়ার্ড ১৭, হাকিমপাড়া, শিলিগুড়ি, পশ্চিমবঙ্গ, ৭৩৪০০১, ভারত , শিলিগুড়ি , পশ্চিমবঙ্গ , ৭৩৪০০১ , ভারত ২৬°৪২′৪১″ উত্তর ৮৮°২৫′৫৪″ পূর্ব / ২৬.৭১১২৭০২° উত্তর ৮৮.৪৩১৭৮২৩° পূর্ব |
| শিক্ষাঙ্গন | শহুরে |
| ভাষা | বাংলা, ইংরেজি |
| পোশাকের রঙ | অফ-হোয়াইট এবং কালো |
| ওয়েবসাইট | siliguricollege |
![]() | |
শিলিগুড়ি মহাবিদ্যালয়[১] (অন্য নাম শিলিগুড়ি সিটি কলেজ) পশ্চিমবঙ্গের শিলিগুড়ি শহরের একটি ঐতিহ্যবাহী উচ্চশিক্ষা প্রতিষ্ঠান। ৮ অক্টোবর ১৯৫০ সালে প্রতিষ্ঠিত এই মহাবিদ্যালয়টি শিলিগুড়ি [২] অঞ্চলের প্রাচীনতম মহাবিদ্যালয়। এটি মূলত শিল্পকলা ও বিজ্ঞান বিষয়ে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি প্রদান করে। কলেজটি বর্তমানে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের[৩] সাথে অনুমোদিত।
ইতিহাস
[সম্পাদনা]শিলিগুড়ি মহাবিদ্যালয় ১৯৫০ সালের ৮ অক্টোবর পশ্চিমবঙ্গ সরকারের শরণার্থী পুনর্বাসন বিভাগের উদ্যোগে প্রতিষ্ঠিত হয়। এই কলেজটি মূলত দেশভাগ-পরবর্তী শিলিগুড়ি অঞ্চলের শরণার্থী ছাত্রদের উচ্চশিক্ষা প্রদান করার উদ্দেশ্যে গড়ে তোলা হয়। প্রতিষ্ঠার সময় এটি কলকাতা বিশ্ববিদ্যালয়ের সাথে যুক্ত ছিল। ১৯৬২ সালে এটি উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে স্থানান্তরিত হয়।
প্রোগ্রাম
[সম্পাদনা]শিলিগুড়ি মহাবিদ্যালয় বিভিন্ন স্নাতক এবং স্নাতকোত্তর প্রোগ্রাম পড়ানো হয়।
স্নাতক প্রোগ্রাম
[সম্পাদনা]বিজ্ঞান:
- পদার্থবিদ্যা, রসায়ন, গণিত, জীববিজ্ঞান, উদ্ভিদবিদ্যা, পরিসংখ্যান, মাইক্রোবায়োলজি, ভূগোল, অর্থনীতি, কম্পিউটার সায়েন্স, শারীরবিজ্ঞান
- বি.সি.এ. (ব্যাচেলর অফ কম্পিউটার অ্যাপ্লিকেশনস)
শিল্পকলা:
- বাংলা, ইংরেজি, সংস্কৃত, নেপালি, হিন্দি, ইতিহাস, অর্থনীতি, দর্শন, রাজনীতি, সমাজবিজ্ঞান, গণমাধ্যম ও সাংবাদিকতা, শারীরিক শিক্ষা, পরিবেশবিদ্যা
স্নাতকোত্তর প্রোগ্রাম
[সম্পাদনা]- বাংলা (এম.এ.)
- ভূগোল (এম.এ. এবং এম.এসসি.)
ব্যবস্থাপনা
[সম্পাদনা]- বি.বি.এ. (ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন)
- সিভিল এভিয়েশন ও পর্যটন ব্যবস্থাপনা
অনুমোদন এবং স্বীকৃতি
[সম্পাদনা]
গ্রন্থাগার
[সম্পাদনা]মহাবিদ্যালয়ে একটি কেন্দ্রীয় গ্রন্থাগার রয়েছে যেখানে প্রায় ৪৫,১৫১টি বই রয়েছে। এখানে ৫টি পত্রিকা এবং ১০টি প্রিন্ট জার্নাল পাওয়া যায়।
হোস্টেল
[সম্পাদনা]মহাবিদ্যালয় ছাত্র এবং ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল রয়েছে।
- ছাত্র হোস্টেল: ৬৩ জনের ধারণক্ষমতা।
- ছাত্রী হোস্টেল: ৪৮ জনের ধারণক্ষমতা।
বিশিষ্ট প্রাক্তন ছাত্র
[সম্পাদনা]- চারু মজুমদার – রাজনীতিবিদ, নকশাল আন্দোলনের প্রতিষ্ঠাতা
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Siliguri College"। siliguricollege.org.in। সংগ্রহের তারিখ ৩০ নভেম্বর ২০২৪।
- ↑ "Educational Institutions In Siliguri"। শিলিগুড়ির শিক্ষা প্রতিষ্ঠান গুলি।
{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: ইউআরএল-অবস্থা (লিঙ্ক) - ↑ "University of North Bengal"। www.nbu.ac.in। সংগ্রহের তারিখ ৩০ নভেম্বর ২০২৪।
