শিরকু করিম

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
শিরকু করিম
২০১৬ সালে ইরাকের হয়ে শিরকু
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম শিরকু করিম লতিফ গুবারি
জন্ম (1996-05-25) ২৫ মে ১৯৯৬ (বয়স ২৭)
জন্ম স্থান কিরকুক, ইরাক
উচ্চতা ১.৭৭ মিটার (৫ ফুট + ইঞ্চি)
মাঠে অবস্থান রক্ষণভাগের খেলোয়াড়
ক্লাবের তথ্য
বর্তমান দল
ইরবিল
জার্সি নম্বর
যুব পর্যায়
0000–২০১১ কিরকুক
২০১১–২০১২ আল শুর্তাহ
জ্যেষ্ঠ পর্যায়*
বছর দল ম্যাচ (গোল)
২০১২–২০১৫ আল শুর্তাহ (৩)
২০১৫–২০১৯ গ্রাসহোপার ১৪ (০)
২০১৭–২০১৮ফাডুৎস (ধার) (০)
২০১৮–২০১৯রাইনডর্ফ আলটাখ (ধার) ১১ (০)
২০১৯–২০২০ আল শুর্তাহ (০)
২০২০– ইরবিল (০)
জাতীয় দল
২০১১–২০১৩ ইরাক অনূর্ধ্ব-১৭ ১১ (৫)
২০১৩–২০১৪ ইরাক অনূর্ধ্ব-২০ (৪)
২০১৬ ইরাক অনূর্ধ্ব-২৩ (০)
২০২১– ইরাক (১)
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ০৭:২৯, ৩ ডিসেম্বর ২০২১ (ইউটিসি) তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক।
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ০৭:২৯, ৩ ডিসেম্বর ২০২১ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক।

শিরকু করিম লতিফ গুবারি (আরবি: شيركو كريم لطيف‎, ইংরেজি: Sherko Karim; ২৫ মে ১৯৯৬; শিরকু করিম নামে সুপরিচিত) হলেন একজন ইরাকি পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে ইরাকি ক্লাব ইরবিল এবং ইরাক জাতীয় দলের হয়ে রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন। তিনি মূলত ডান পার্শ্বীয় রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেললেও মাঝেমধ্যে ডান পার্শ্বীয় মধ্যমাঠের খেলোয়াড় এবং কেন্দ্রীয় আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন।

ইরাকি ফুটবল ক্লাব কিরকুকের যুব পর্যায়ের হয়ে খেলার মাধ্যমে শিরকু ফুটবল জগতে প্রবেশ করেছেন এবং পরবর্তীকালে আল শুর্তাহের যুব দলের হয়ে খেলার মাধ্যমে তিনি ফুটবল খেলায় বিকশিত হয়েছেন। ২০১২–১৩ মৌসুমে, ইরাকি ক্লাব আল শুর্তাহের মূল দলের হয়ে খেলার মাধ্যমে তিনি তার জ্যেষ্ঠ পর্যায়ের খেলোয়াড়ি জীবন শুরু করেছেন; আল শুর্তাহের হয়ে তিন মৌসুমে ৩টি গোল করার পর ২০১৫–১৬ মৌসুমে তিনি সুইজারল্যান্ডীয় ক্লাব গ্রাসহোপারে যোগদান করেছেন। গ্রাসহোপারে চার মৌসুম অতিবাহিত করার পর পুনরায় আল শুর্তাহের সাথে চুক্তি স্বাক্ষর করেছেন। মাঝে, তিনি ফাডুৎস এবং রাইনডর্ফ আলটাখের হয়ে ধারে খেলেছেন। ২০২০–২১ মৌসুমে, তিনি আল শুর্তাহ হতে ইরাকি ক্লাব ইরবিলে যোগদান করেছেন।

২০১১ সালে, শিরকু ইরাক অনূর্ধ্ব-১৭ দলের হয়ে ইরাকের বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছিলেন। প্রায় ৬ বছর যাবত ইরাকের বয়সভিত্তিক দলের হয়ে খেলার পর, তিনি ২০২১ সালে ইরাকের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন; ইরাকের জার্সি গায়ে তিনি এপর্যন্ত ৯ ম্যাচে ১টি গোল করেছেন।

প্রারম্ভিক জীবন[সম্পাদনা]

শিরকু করিম লতিফ গুবারি ১৯৯৬ সালের ২৫শে মে তারিখে ইরাকের কিরকুকে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।

আন্তর্জাতিক ফুটবল[সম্পাদনা]

শিরকু ইরাক অনূর্ধ্ব-১৭, ইরাক অনূর্ধ্ব-২০ এবং ইরাক অনূর্ধ্ব-২৩ দলের হয়ে খেলার মাধ্যমে ইরাকের প্রতিনিধিত্ব করেছেন।

২০২১ সালের ১২ই জানুয়ারি তারিখে, ২৪ বছর, ৭ মাস ও ১৮ দিন বয়সে, উভয় পায়ে ফুটবল খেলায় পারদর্শী শিরকু সংযুক্ত আরব আমিরাতের বিরুদ্ধে অনুষ্ঠিত প্রীতি ম্যাচে অংশগ্রহণ করার মাধ্যমে আন্তর্জাতিক ফুটবলে ইরাকের হয়ে অভিষেক করেছেন।[১] উক্ত ম্যাচের ৭৮তম মিনিটে মধ্যমাঠের খেলোয়াড় সজদ জসিমের বদলি খেলোয়াড় হিসেবে তিনি মাঠে প্রবেশ করেছিলেন;[২] ম্যাচে তিনি ১০ নম্বর জার্সি পরিধান করে ডান পার্শ্বীয় রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেলেছিলেন। ম্যাচটি ০–০ গোলে ড্র করেছিল।[৩]

পরিসংখ্যান[সম্পাদনা]

আন্তর্জাতিক[সম্পাদনা]

৩ ডিসেম্বর ২০২১ পর্যন্ত হালনাগাদকৃত।
দল সাল ম্যাচ গোল
ইরাক ২০২১
সর্বমোট

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "UAE vs. Iraq - 12 January 2021"Soccerway। ১২ জানুয়ারি ২০২১। সংগ্রহের তারিখ ৩ ডিসেম্বর ২০২১ 
  2. "Iraq, Jan 12, 2021 - International Friendlies - Match sheet"Transfermarkt (ইংরেজি ভাষায়)। ১২ জানুয়ারি ২০২১। সংগ্রহের তারিখ ৩ ডিসেম্বর ২০২১ 
  3. Strack-Zimmermann, Benjamin (১২ জানুয়ারি ২০২১)। "United Arab Emirates vs. Iraq (0:0)"National Football Teams। সংগ্রহের তারিখ ৩ ডিসেম্বর ২০২১ 

বহিঃসংযোগ[সম্পাদনা]