শিকওয়া আর জাওয়াব-ই-শিকওয়া

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(শিকওয়া আর জাওয়াবে শিকওয়া থেকে পুনর্নির্দেশিত)

শিকওয়া (উর্দু: شکوہ‎‎) (অভিযোগ) এবং জাওয়াবে শিকওয়া' (উর্দু: جواب شکوہ‎‎) (অভিযোগের জবাব) হলো উর্দু কবি ইকবালের লেখা কিছু উর্দু কবিতা, যেগুলো পরবর্তীতে তার বই "কুল্লিয়াতে ইকবাল"-এ প্রকাশিত হয়। কবিতাগুলো গীতময়তা, রাজনৈতিক সৌন্দর্য ও চিন্তার গভীরতার জন্য বিখ্যাত।

সংক্ষিপ্ত বর্ণনা[সম্পাদনা]

ইকবাল তার অধিকাংশ কবিতা ফারসি ভাষায় লিখলেও, উর্দু কবি হিসেবেও তিনি বেশ উঁচুমানের। ১৯০৯ সালে প্রকাশিত 'শিকওয়া' এবং ১৯১৩ সালে প্রকাশিত 'জাওয়াব-ই-শিকওয়া' -তে তিনি ইসলামের উত্তরাধিকার ও সভ্যতায় এর ভূমিকা নিয়ে উচ্চ প্রশংসা করেন, একই সাথে বর্তমানে সব জায়গায় মুকমসলমানদের দূর্ভাগ্য ও চৌকসভাবে আধুনিক মুসলিমদের নানান সঙ্কটগুলোকে তুলে আনেন। 'শিকওয়া'-তে তিনি মুসলিমদের কেন এভাবে অধপতিত হতে দিলেন, তা নিয়ে স্রষ্টার কাছে অভিযোগ করেন, এবং 'জাওয়াব-ই-শিকওয়া' তিনি তাতে স্রষ্টার উত্তরের মত করে লিখেন। [১]

অনুবাদ[সম্পাদনা]

শিকওয়া ও জাওয়াব-ই-শিকওয়ার বেশ কিছু বাংলা ও ইংরেজি অনুবাদ রয়েছে-

  • মাওলানা তামিজুর রহমানের শিকওয়া ও জাওয়াব-ই-শিকওয়া
  • আলতাফ হুসাইনের দ্যা কম্প্লিয়েন্ট অ্যান্ড আন্সার(১৯৪৩)
  • খুশবন্ত সিঙের কম্প্লিয়েন্ট এন্ড আন্সার(১৯৮১)

আরও দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "শিকওয়া জাওয়াব ই শিকওয়া আল্লামা ইকবাল উর্দু পিডিএফ - বই হাট"বুক হাট (ইংরেজি ভাষায়)। ২০১৪-০৭-২৬। সংগ্রহের তারিখ ২০১৮-০৩-০৯ 

বহিঃসংযোগ[সম্পাদনা]