শাহ্‌ আব্দুর রউফ কলেজ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(শাহ্‌ আব্দুর রউফ কলেজ, রংপুর থেকে পুনর্নির্দেশিত)
সরকারি শাহ্‌ আব্দুর রউফ কলেজ
চিত্র:Sarc
ধরনসরকারি
স্থাপিত১৯৭০
অধ্যক্ষমো: সাইফুল নেওয়াজ শাকিল (ভারপ্রাপ্ত)
অবস্থান,
বাংলাদেশ

5470, Z5075 College Road, 5470
ওয়েবসাইটhttps://www.sarc.edu.bd/
মানচিত্র

সরকারি শাহ্‌ আব্দুর রউফ কলেজ রংপুর জেলার পীরগঞ্জ উপজেলায় অবস্থিত জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে একটি সরকারি কলেজ। ১৯৭০ সালে এই মহাবিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয় । রংপুর-বগুড়া মহাসড়কের পীরগঞ্জ উপজেলার বাসষ্ট্যাণ্ড থেকে সোজা পশ্চিম দিকে শাহ্ আব্দুর রউফ কলেজ অবস্থিত। এই মহাবিদ্যালয়টি অত্র উপজেলার পাশাপাশি আশেপাশের উপজেলার শিক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে । ২০১৮ সালের আগস্টে কলেজটির উচ্চমাধ্যমিক লেভেল সরকারিকরণ করা হয়। এই কলেজটির উচ্চমাধ্যমিকের পাশাপাশি ২০২৩ সালে স্নাতক লেভেল সরকারী করা হয়েছে। [১][২]

ইতিহাস[সম্পাদনা]

রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার একটি প্রাচীন জনপদ। এই জনপদের বসবাসকারী অধিকাংশ মানুষ দরিদ্র সীমায় বসবাস করে। তাদের ছেলে মেয়েদের শিক্ষাদানের উদ্দেশ্যে বিশিষ্ঠ রাজনীতিবিদ জনাব কাজী আব্দুল হালিমের নেতৃত্বে বিভিন্ন ব্যক্তিবর্গের প্রচেষ্টায় শাহ্‌ আব্দুর রউফ কলেজ স্থাপিত হয় ।

শিক্ষার্থী ও অনুষদ[সম্পাদনা]

মহাবিদ্যালয়ের মোট শিক্ষার্থী সংখ্যা ৫১৬০[৩]

এর মধ্যে উচ্চমাধ্যমিকে তিন বিভাগ মিলে (মানবিক, বিজ্ঞান, বাণিজ্য) ৬৭০ জন ,

ডিগ্রী (পাশ)তে ১২৯০ এবং স্নাতক (সম্মান) এ ৩২০০ জন শিক্ষার্থী অধ্যয়নরত আছে ।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "সরকারি হলো দুই কলেজ"বাংলাদেশ জার্নাল। ২৩ জুলাই ২০১৯। সংগ্রহের তারিখ ১১ জুলাই ২০২০ 
  2. "সরকারি হচ্ছে ১৯৯ কলেজ"বাংলাদেশ প্রতিদিন 
  3. "শাহ্ আব্দুর রউফ কলেজ"pirgonjup.rangpur.gov.bd [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]