বিষয়বস্তুতে চলুন

শার্ল মিশেল

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
শার্ল মিশেল
সরকারি প্রতিকৃতি, ২০১৯
ইউরোপীয় কাউন্সিলের সভাপতি
কাজের মেয়াদ
১ ডিসেম্বর ২০১৯ – ৩০ নভেম্বর ২০২৪
পূর্বসূরীডোনাল্ড টাস্ক
উত্তরসূরীআন্তোনিও কোস্টা
বেলজিয়ামের প্রধানমন্ত্রী
কাজের মেয়াদ
১১ অক্টোবর ২০১৪ – ২৭ অক্টোবর ২০১৯
সার্বভৌম শাসকফিলিপ
ডেপুটিইয়ান জামবন
ক্রিস পিটার্স
কোয়েন গিন্স
ডিডিয়ার রেন্ডার্স
আলেকজান্ডার ডি ক্রো
পূর্বসূরীএলিও ডি রুপো
উত্তরসূরীসোফি উইলমেস
রিফর্মিস্ট মুভমেন্ট-এর সভাপতি
কাজের মেয়াদ
১৮ ফেব্রুয়ারি ২০১৯ – ২৯ নভেম্বর ২০১৯
পূর্বসূরীঅলিভিয়ার শাস্তেল
উত্তরসূরীজর্জেস-লুই বাউচেজ
কাজের মেয়াদ
১৪ ফেব্রুয়ারি ২০১১ – ১০ অক্টোবর ২০১৪
পূর্বসূরীডিডিয়ার রেন্ডার্স
উত্তরসূরীঅলিভিয়ার শাস্তেল
উন্নয়ন সহযোগিতা মন্ত্রী
কাজের মেয়াদ
২১ ডিসেম্বর ২০০৭ – ১৪ ফেব্রুয়ারি ২০১১
প্রধানমন্ত্রীগাই ভেরহোফস্টাড
ইভেস লেটার্মে
হারমান ভ্যান রম্পুই
পূর্বসূরীআরমান্ড ডে ডেকার
উত্তরসূরীঅলিভিয়ার শাস্তেল
ব্যক্তিগত বিবরণ
জন্মশার্ল ইভ জাঁ ঘিসলাঁ[তথ্যসূত্র প্রয়োজন] মিশেল
(1975-12-21) ২১ ডিসেম্বর ১৯৭৫ (বয়স ৪৯)
নামুর, বেলজিয়াম
রাজনৈতিক দলরিফর্মিস্ট মুভমেন্ট
উচ্চতা১.৮৩ মিটার (৬ ফুট ০ ইঞ্চি)
দাম্পত্য সঙ্গীঅ্যামেলি ডারবড্রেংগিয়েন
সন্তান
পিতালুই মিশেল
প্রাক্তন শিক্ষার্থীইউনিভার্সিতে লিব্রে দ্য ব্রুক্সেল
ইউনিভার্সিটি অব আমস্টারডামˈ

শার্ল মিশেল (ফরাসি: Charles Michel; আ-ধ্ব-ব:[ʃaʁl mi'ʃɛl]; জন্ম ২১শে ডিসেম্বর ১৯৭৫) একজন বেলজীয় রাজনীতিবিদ যিনি ২০১৯ সাল থেকে অদ্যাবধি ইউরোপীয় পরিষদের সভাপতির দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি ২০১৪ থেকে ২০১৯ সাল পর্যন্ত বেলজিয়ামের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। তিনি ২০০৭ সালে একত্রিশ বছর বয়সে বেলজিয়ামের উন্নয়ন সহযোগিতা বিষয়ক মন্ত্রী নির্বাচিত হন। ২০১১ সালে তিনি ফরাসিভাষী উদারনৈতিক সংস্কার আন্দোলনের নেতা নির্বাচিত হন এবং ২০১৪ সালে বেলজিয়ামের জাতীয় নির্বাচনে দলটিকে নেতৃত্বদান করেন, যাতে দলটি বেলজিয়ামের আইনসভার নিম্নকক্ষে তৃতীয় বৃহত্তম দল হিসেবে আবির্ভূত হয়। নির্বাচনের পরে গঠিত সন্ধিমূলক (কোয়ালিশন) সরকারে তিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। ২০১৪ সালের ১১ই অক্টোবর তিনি ১৮৪১ সালে জঁ-বাতিস্ত নোতোঁ-র পরে সবচেয়ে কমবয়সী প্রধানমন্ত্রী নির্বাচিত হন। ২০১৮ সালে মিশেলের সরকারের পতন হয় এবং তিনি পদত্যাগ করে একটি অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে আবির্ভূত হন।[] ২০১৯ সালের ২রা জুলাই ইউরোপীয় পরিষদ মিশেলকে নতুন সভাপতি নির্বাচিত করে। তিনি ২০১৯ সালের ২৯শে ডিসেম্বর ডোনাল্ড টাস্কের কাছ থেকে দায়িত্ব বুঝে নেন ও আনুষ্ঠানিকভাবে ১লা ডিসেম্বর তাঁর মেয়াদ শুরু করেন।[][]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. Dunst, Charles (২১ ডিসেম্বর ২০১৮)। "Charles Michel to head Belgian caretaker government – POLITICO"। Politico.eu। সংগ্রহের তারিখ ২০২০-০৫-২৮ 
  2. "Charles Michel takes over from Donald Tusk as President of the European Council"General Secretariat of the Council (ইংরেজি ভাষায়)। Press release। ২৯ নভেম্বর ২০১৯। ৩ জুন ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-১১-৩০ 
  3. @eucopresident (২৯ নভেম্বর ২০১৯)। "It's time: I am handing over the #EUCO bell & this Twitter account to my friend @CharlesMichel. Best wishes, Mr President! Thank you all for accompanying me over the last 5 years! europa.eu/!Yd78Cd Don't worry, I will continue tweeting on @donaldtusk and @donaldtuskEPP." (টুইট) – টুইটার-এর মাধ্যমে।