আহমদ মা'বাদ আব্দুল করিম

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(শায়খ আহমদ মা'বাদ আব্দুল করিম থেকে পুনর্নির্দেশিত)
আহমদ মা'বাদ আব্দুল কারিম
أحمد معبد عبد الكريم
২০১৬ সালে শায়খ আহমদ মা'বাদ।
জন্ম১৯৩৯
জাতীয়তামিশর
নাগরিকত্বমিশরীয়
শিক্ষাহাদিসশাস্ত্র (উলুমুল হাদিস), আরবি সাহিত্য
মাতৃশিক্ষায়তনআল-আজহার বিশ্ববিদ্যালয়
পেশাঅধ্যাপক
নিয়োগকারীটেমপ্লেট:আ-বুলেটকৃত তালিকা
প্রতিষ্ঠানআল-আজহার বিশ্ববিদ্যালয়
পরিচিতির কারণহাদিসশাস্ত্র (উলুমুল হাদিস)- এ উল্লেখ্যযোগ্য অবদান
উল্লেখযোগ্য কর্ম
টেমপ্লেট:আ-বুলেটকৃত তালিকা
আন্দোলনসালাফি

আহমদ মা'বাদ আবদুল করিম সুলেমান হাসান কুলাইবাতি হলেন মিশরীয় বংশোদ্ভূত একজন প্রসিদ্ধ ইসলামি ধর্মবিশারদ, আলেমঅধ্যাপক। তিনি মূলত হাদিসশাস্ত্রের বিভিন্ন শাখায় অবদান রাখার কারণে ইসলামি বিশ্বে প্রসিদ্ধ হয়েছেন। কর্মজীবনে তিনি আল -আজহার বিশ্ববিদ্যালয়ের রিলিজিয়ন অ্যান্ড দাওয়াহ অনুষদের অধ্যাপক। তিনি ১৯৩৯ সালে মিশরের ফায়ুম জেলার শেখ সাদ গ্রামে জন্মগ্রহণ করেন। [১]

শিক্ষাজীবন[সম্পাদনা]

শায়খ শিশুকালে গ্রামের মকতাবে পড়াশোনা শুরু করেন। তিনি প্রায় আট বছর বয়সে পবিত্র কোরআন মুখস্থ করা শুরু করেন। এরপর তিনি মকতাব থেকে প্রাথমিক বিদ্যালয়ে চলে আসেন। মিশরীয় প্রাথমিক বিদ্যালয়গুলিতে কোরআন মুখস্থ বিভাগের প্রচলন রয়েছে। সেখানে তিনি মুখস্থ বিভাগে হাফসের বর্ণনার সাথে কুরআন মুখস্থ করেন এবং এরসাথে পাটিগণিত, আরবি ভাষার বানান ও ব্যাকরণ এবং ক্যালিগ্রাফির কিছু নিয়ম শেখেন।

এরপর তিনি কায়রোর আল-আজহারের আওতাভুক্ত একটি ইনিস্টিউটে প্রাথমিক বিভাগে ভর্তি হন এবং একই ইনস্টিটিউটে পাঁচ বছর ধরে মাধ্যমিক পর্যায়ের অধ্যয়ন করেন। ১৯৬১ সালে তিনি আল-আজহারের মাধ্যমিক সনদ লাভ করেন। এরপর তিনি আল-আজহার বিশ্ববিদ্যালয়ের উসুলে দীন অনুষদে ভর্তি হন এবং ১৯৬৬ সালে তাফসির ও হাদীস বিভাগে উচ্চ ডিগ্রি (বিএ) অর্জন করেন।

স্নাতক পড়াশোনা[সম্পাদনা]

তিনি উচ্চশিক্ষা অর্জনের লক্ষ্যে কায়রোর আল আজহার বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। ১৯৬৯ সালে তিনি তাফসিরে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। এরপর ১৯৭১ খ্রিস্টাব্দে তিনি হাদীস ও এর বিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ১৯৭৮ সালে তিনি আল আজহার বিশ্ববিদ্যালায় থেকে উলুমুল হাদিসে পিএইচডি অর্জন করেন।

পেশা ও কর্মজীবন[সম্পাদনা]

শাযখ ১৯৬৭ সাল থেকে মিশরেরে আওকাফ ও শিক্ষা মন্ত্রণালয়ের ইমাম, প্রচারক ও শিক্ষক। ১৯৭১ থেকে ১৯৭৯ খ্রিস্টাব্দ পর্যন্ত আল-আজহার বিশ্ববিদ্যালয়ের উসুলে দীন অনুষদের সহাকরী প্রভাষক, পরবর্তীতে প্রভাষক হন। এরপর তিনি উলুমুল হাদিস বিভাগের সহকারী অধ্যাপক এবং পরে অধ্যাপক হন। এছাড়া তিনি রিয়াদের কলেজ অফ ফান্ডামেন্টাল অফ রিলিজিয়নেও কর্মরত ছিলেন। তিনি ইমাম মুহাম্মদ বিন সৌদ ইসলামী বিশ্ববিদ্যালয়ে সমসাময়িক ধর্মীয় বিশ্বাসতাফসিরে বিভাগে কর্মরত ছিলেন। ১৯৯৯ সাল থেকে আল-আজহার ইউনিভার্সিটির ফান্ডামেন্টাল অব রিলিজিয়ন অ্যান্ড দাওয়াহ অনুষদের সহকারী অধ্যাপক।

সাহিত্য ও লেখালেখি[সম্পাদনা]

ড. আহমদ মা'বাদের প্রধান আগ্রহের বিষয় হল হাদিস শাস্ত্র এবং এই বিষয়ে তিনি বিস্তর লেখালেখি করেছেন।[২][৩][৪][৫][৬] তার উল্লেখ্যযোগ্য লেখনী হল:

  • الحافظ العراقي وأثره في السنة
  • علوم الحديث بين المتقدمين والمتأخرين
  • النفح الشذي في شرح جامع الترمذي لابن سيد الناس اليعمرى المتوفى سنة 734 هـ
  • إرشاد القارى إلى النص الراجح لحديث (ويح عمار) في صحيح البخارى ، وأثر ذلك في تحقيق معنى الحديث وفقهه
  • سيف بن عمر التميمي ، وتحقيق الأقوال في حاله ، وفي درجة مروياته
  • مجموعة فتاوى منشورة في جريدة الأهرام بالقاهرة تحت عنوان اسألوا الفقيه
  • من مناهج المحدثين في القرنين الخامس والسادس، الحكماء للنشر، الطبعة الأولى، سنة 2019م/1440هـ.
  • السنة النبوية الشريفة شبهات وردود، الحكماء للنشر، الطبعة الأولى، سنة 2020م/1441هـ

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. أعلام وشخصيات ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২০১৪-১০-১০ তারিখে
  2. نبذة عن أحمد معبد عبد الكريم টেমপ্লেট:وصلة مكسورة ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২০১৪-১০-১২ তারিখে
  3. بحث منشور في المجلة سالفة الذكر العدد العاشر في 30/5/1998
  4. بحث منشور في مجلة كلية أصول الدين والدعوة بالزقازيق العدد العاشر في 30/5/1998
  5. تحقيق ودراسة الأجزاء 1 ، 2 طبع ونشر دار العاصمة بالرياض - السعودية سنة 1409 هـ
  6. صيد الفوائد ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২০১৯-১২-১৫ তারিখে