শামসুল ওয়ারেস
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |
শামসুল ওয়ারেস | |
---|---|
জন্ম | জানুয়ারি ২১, ১৯৪৬ |
জাতীয়তা | ![]() |
Work | |
গুরুত্বপূর্ণ প্রকল্প | জাতীয় শিশু পার্ক বোটানিক্যাল গার্ডেন |
উল্লেখযোগ্য পুরষ্কার | আজীবন সম্মাননা পুরস্কার (২০০৯), বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউট |
স্বাক্ষর | |
![]() |
শামসুল ওয়ারেস (ইংরেজি ভাষা: Shamsul Wares) (জানুয়ারি ২১, ১৯৪৬) বাংলাদেশের একজন বরেণ্য শিল্পসমালোচক ও স্থপতি। ওয়ারেস বিংশ শতকের শ্রেষ্ঠ পুরকৌশলী ফজলুর রহমান খান এবং প্রথিতযশা স্থপতি মাজহারুল ইসলামের সাথে কাজ করেছেন। ফজলুর রহমান খানের জীবন নিয়ে নির্মিত "মাই আর্কিটেক্টঃ এ সন'স জার্নি" এ শামসুল ওয়ারেসের সাক্ষাৎকার স্থান পেয়েছে।
শৈশব[সম্পাদনা]
শামসুল ওয়ারেস ১৯৪৬ সালের ২১ জানুয়ারি জন্মগ্রহণ করেন।[১]
শিক্ষাজীবন[সম্পাদনা]
তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে ১৯৬৮ সালে স্থাপত্য বিদ্যায় স্নাতক ডিগ্রী অর্জন করেন।
কর্মজীবন[সম্পাদনা]
তিনি ১৯৭২-২০০৩ সাল পর্যন্ত বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন। তিনি দুইবার (১৯৯৫-৯৭ এবং ১৯৯৭-৯৯) বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটের প্রেসিডেন্ট হিসেবে অধিষ্ঠিত হন। বর্তমানে তিনি স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের ডিন অ্যান্ড হেড প্রফেসর হিসেবে শিক্ষকতা করছেন। তিনি গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, রপ্তানি উন্নয়ন ব্যুরো ইত্যাদির সহ অনেক বাংলাদেশ সরকারি সংস্থার কারিগরী উপদেষ্টা হিসেবেও কাজ করেন।[২] ২০০৯ সালে তিনি স্থাপত্য শিক্ষার জন্য বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউট থেকে আজীবন সম্মাননা পুরস্কার লাভ করেন। ২০২১ সালে তিনি বাংলাদেশ জাতীয় জাদুঘর বোর্ড অব ট্রাস্টিজের সদস্য হিসেবে সম্মানিত। [৩]
উল্লেখযোগ্য কাজ[সম্পাদনা]
- জাতীয় শিশু পার্ক
- বোটানিক্যাল গার্ডেন
পুরস্কার ও সম্মাননা[সম্পাদনা]
- আজীবন সম্মাননা পুরস্কার (২০০৯), বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউট
- সদস্য, বোর্ড অব ট্রাস্টিজ, বাংলাদেশ জাতীয় জাদুঘর।[৩]
- বিচারক, ২৩তম জাতীয় চারুকলা প্রদর্শনী, ২০১৯ [৪][৫]
- তিনি অসংখ্য জাতীয় ও আন্তর্জাতিক প্রদর্শনীতে অংশ নিয়েছেন।
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ "Shamsul Wares turns 68"। The Daily Star। ২১ জানুয়ারি ২০১৪। সংগ্রহের তারিখ ২০১৬-১১-০২।
- ↑ "Shamsul Wares' birthday bash"। The Daily Observer। ২৩ জানুয়ারি ২০১৫। সংগ্রহের তারিখ ২০১৮-০১-১৮।
- ↑ ক খ "বোর্ড অব ট্রাস্টিজ"। বাংলাদেশ জাতীয় জাদুঘর। ৭ জুন ২০২১। সংগ্রহের তারিখ ২৩ জুন ২০২১।
- ↑ ২৩তম জাতীয় চারুকলা প্রদর্শনী, জুলাই ৪, ২০১৯, সংগ্রহের তারিখ জুন ২৩, ২০২১
- ↑ "কাল শুরু হচ্ছে জাতীয় চারুকলা প্রদর্শনী"। দৈনিক প্রথম আলো। নভেম্বর ১৬, ২০১৯। সংগ্রহের তারিখ জুন ২৩, ২০২১।