শামলি
শামলি | |
---|---|
জন্ম | শামলি ১০ জুলাই ১৯৮৭ |
অন্যান্য নাম | বেবি শামলি |
পেশা | অভিনেত্রী |
কর্মজীবন | ১৯৮৯—২০০০ (শিশুশিল্পী), ২০০৯, ২০১৬-২০১৮ (অভিনেত্রী) |
পিতা-মাতা | বাবু, অ্যালিস |
শামলি (জন্ম ১০ জুলাই ১৯৮৭[১]) একজন প্রাক্তন ভারতীয় অভিনেত্রী, যিনি তেলুগু, তামিল, কন্নড় এবং মালায়ালাম চলচ্চিত্রে কাজ করেছেন। শিশু শিল্পী হিসেবে তার অভিনয় দর্শকদের মনে গভীর ছাপ ফেলেছিল। ১৯৯০ সালে মুক্তিপ্রাপ্ত অঞ্জলি চলচ্চিত্রে মানসিক প্রতিবন্ধী শিশুর চরিত্রে অভিনয়ের জন্য তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ শিশু শিল্পী হিসেবে সম্মানিত হন।
এছাড়া মালায়ালাম চলচ্চিত্র মালুট্টি-তেও শামলী একটি গভীর গর্তের ভেতর আটকে পড়া শিশুর চরিত্রে অভিনয় করেন। এই ছবির জন্য তিনি কেরালা রাজ্য চলচ্চিত্র পুরস্কার অনুষ্ঠানে শ্রেষ্ঠ শিশু শিল্পীর পুরস্কার লাভ করেন। তার কন্নড় চলচ্চিত্রে অভিষেক ঘটে মাথে হাঁদিতু কোগিলি চলচ্চিত্রের মাধ্যমে, যেখানে তার অভিনয়ের জন্য তিনি কর্ণাটক রাজ্য চলচ্চিত্র পুরস্কার অনুষ্ঠানে সেরা নারী শিশু অভিনেত্রীর পুরস্কার পান।
জীবনের প্রথমার্ধ
[সম্পাদনা]শামলি অভিনেতা রিচার্ড ঋষি এবং অভিনেত্রী শালিনীর ছোট বোন। তার পিতা ও মাতার নাম যথাক্রমে বাবু এবং অ্যালিস। শামলির বাবা অভিনেতা হওয়ার উচ্চাকাঙ্ক্ষা নিয়ে মাদ্রাজে চলে আসেন এবং পরিবারসহ সেখানেই স্থায়ীভাবে বসবাস করতে শুরু করে। পরে তিনি তার সন্তানদের মাধ্যমে তার উচ্চাকাঙ্ক্ষা পূরণ করেন।[২]
কর্মজীবন
[সম্পাদনা]শামলি দুই বছর বয়সে বিজয়কান্ত অভিনীত রাজনাদাই সিনেমার শিশুশিল্পী হিসাবে অভিনয় করেন। ১৯৯০ সালে, ভারতন নির্মিত মালুটি চলচ্চিত্রে তিনি অভিনয় করেছিলেন। এই চলচ্চিত্রে তার অভিনয় সমালোচকদের প্রশংসা পায়। এই চুলচ্চিত্রের জন্য শামলি সেরা শিশু শিল্পী হিসাবে কেরালা রাজ্য চলচ্চিত্র পুরস্কার অর্জন করে।[৩] মণি রত্নমের অঞ্জলি চলচ্চিত্রে অভিনুয়ের মাধ্যমে তার সাফল্য আসে। সেখানে তিনি একজন মানসিক প্রতিবন্ধী শিশুর চরিত্রে অভিনয় করেছিলেন। এই চরিত্রের জন্য সমগ্র দক্ষিণ ভারত জুড়ে তিনি ব্যাপক প্রশংসা অর্জন করেন এবং সেরা শিশু শিল্পীর বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন।[৪][৫] সেই সময়ে, শামলিকে সর্বকনিষ্ঠ আয়করদাতাদের একজন হিসেবে বিবেচনা করা হত।[৬] অঞ্জলি-র পর, শামলি নিঃসন্দেহে দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রের সবচেয়ে জনপ্রিয় শিশুশিল্পী হয়ে ওঠেন এবং পরবর্তী বছরে তিনি বহু দক্ষিণ ভারতীয় ভাষাভাষী চলচ্চিত্রে অভিনয় করেন।[৭]
২০০৯ সালে শামলি আনন্দ রঙ্গার পরিচালনায় নির্মিত ওয়ে! (২০০৯) চলচ্চিত্রে প্রথম প্রধান নারী চরিত্রে অভিনয় করেন। এই চলচ্চিত্রে তিনি অভিনেতা সিদ্ধার্থের সাথে অভিনয় করেন। তার অভিনয় মিশ্র প্রতিক্রিয়া লাভ করে।[৮][৯] ২০১০ থেকে ২০১৫ সাল পর্যন্ত শামলি সিঙ্গাপুরে পড়াশোনা ও কাজ করেন। পরে ২০১৬ সালে তিনি চেন্নাই ফিরে আসেন এবং বিক্রম প্রভুর সঙ্গে ভীরা শিবাজি চলচ্চিত্রের প্রযোজনায় যুক্ত হন। তবে চলচ্চিত্রটি সমালোচকদের কাছ থেকে নেতিবাচক প্রতিক্রিয়া পায়। শামলির অভিনয়কেও সমালোচকরা ভালোভাবে নেননি। ইন্ডিয়াগ্লিটজ-এর পক্ষ থেকে তার অভিনয় ও সংলাপের নেতিবাচক সমালোচনা করা হয় এবং তার অভিনয়কে বিস্মৃতিযোগ্য হিসাবে মন্তব্য করে।[১০] সিফি তার সমালোচনায় তার অভিনয়কে ভাব ও অনুভূতিহীন হিসাবে বর্ননা করেছে।[১১] একই বছর শামলি মালয়ালম চলচ্চিত্র ভাল্লীম থেট্টি পুল্লীম থেট্টি-তেও অভিনয় করেন, তবে সেটিও সমালোচকদের কাছ থেকে নেতিবাচক প্রতিক্রিয়া পায়।[১২]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "ശ്യാമിലിയുടെ പിറന്നാൾ ആഘോഷിച്ച് ശാലിനിയും സഹോദരനും"। Manorama Online (মালায়ালাম ভাষায়)।
- ↑ "ശാലിനിയുടെ കഥ, ശ്യാംലിയുടേയും...!"। ৭ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ সেপ্টেম্বর ২০১৭।
- ↑ "Kerala State Film Awards" ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১৯ নভেম্বর ২০০৯ তারিখে
- ↑ "Chinnathambi bags six awards"। The Indian Express। ৩০ অক্টোবর ১৯৯২। পৃষ্ঠা 3।
- ↑ "38th National Film Festival" (পিডিএফ)। Directorate of Film Festivals। ১৯৯১। ১৪ নভেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ সেপ্টেম্বর ২০২০।
- ↑ "Four-year-old child star Shamili is the youngest income tax assessee ever"। India Today (ইংরেজি ভাষায়)। ৩১ আগস্ট ১৯৯১। সংগ্রহের তারিখ ২৯ এপ্রিল ২০২২।
- ↑ "Shalini's Sister Shamili Reminsces Her Anjali Days; Says She Was 'Too Young'! – JFW Just for women" (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৭ মে ২০২২।
- ↑ "Baby Shamili debuts opposite Siddharth"। IndiaGlitz। ১০ সেপ্টেম্বর ২০১৮। সংগ্রহের তারিখ ১১ অক্টোবর ২০০৮।
- ↑ "Shamili debuts as heroine"। IndiaGlitz.com। ৩ জুলাই ২০০৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ জুলাই ২০০৯।
- ↑ "Veera Sivaji review. Veera Sivaji Tamil movie review, story, rating"। IndiaGlitz (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৯ এপ্রিল ২০২২।
- ↑ "Veera Sivaji review:Tedious watch"। Sify (ইংরেজি ভাষায়)। ১৬ ডিসেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ এপ্রিল ২০২২।
- ↑ "Flop Malayalam movies of 2016 that totally deserved it"। topmovierankings.com (ইংরেজি ভাষায়)। ২৯ জুন ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ এপ্রিল ২০২২।
- ১৯৮৭-এ জন্ম
- শ্রেষ্ঠ শিশু শিল্পী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার (ভারত) বিজয়ী
- কেরল রাজ্য চলচ্চিত্র পুরস্কার বিজয়ী
- ভারতীয় শিশু অভিনেত্রী
- ২১শ শতাব্দীর ভারতীয় অভিনেত্রী
- তামিলনাড়ু রাজ্য চলচ্চিত্র পুরস্কার বিজয়ী
- তেলুগু চলচ্চিত্র অভিনেত্রী
- তামিল চলচ্চিত্র অভিনেত্রী
- মালয়ালম চলচ্চিত্র অভিনেত্রী
- জীবিত ব্যক্তি
- চেন্নাইয়ের অভিনেত্রী
- ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী