শাবাজ
শাবাজ | |
---|---|
নাগরহোল জাতীয় উদ্যান, ভারত | |
বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস | |
অপরিচিত শ্রেণী (ঠিক করুন): | নিসায়টাস |
প্রজাতি: | টেমপ্লেট:শ্রেণীবিন্যাসবিদ্যা/নিসায়টাসন সারহেটাস |
দ্বিপদী নাম | |
টেমপ্লেট:শ্রেণীবিন্যাসবিদ্যা/নিসায়টাসন সারহেটাস (জিমেলিন, ১৭৮৮) | |
প্রতিশব্দ | |
Spizaetus cirrhatus |
শাবাজ বা ঝুটিওয়ালা বাজ (Nisaetus cirrhatus) যা ভারতীয় ঝুটিওয়ালা বাজ নামেও পরিচিত। এটি অ্যাসিপিট্রিডে নামক গোত্রের অন্তর্ভুক্ত। এদের গণের ভেতর এরাই সবচেয়ে বেশি পরিচিত।
বৈশিষ্ট
[সম্পাদনা]এরা আকারে মাঝারি ও সরু। একটি পুরুষ শাবাজ একটি স্ত্রী শাবাজের থেকে ১৮-২২ শতাংশ বড়। এদের দৈর্ঘ্য ২৮ থেকে ৩১ সেমি হয়। তবে আকার ও ওজন অঞ্চল অনুসারে ভিন্ন হয়। বাংলাদেশ ও এর আশেপাশের অঞ্চলের শাবাজদের ওজন ১৪০ থেকে ৩২০ গ্রাম হয়। এদের রঙ বাদামি হয় হয়। গায়ে কিছুটা কালো ছোপ থাকে।
আবাসস্থল
[সম্পাদনা]শাবাজের আবাসস্থল ভারতীয় উপমাহাদেশ সহ সারা দক্ষিণ-পূর্ব এশিয়া। বাংলাদেশের রাজশাহীতে মাঝে মাঝে শাবাজ দেখা যায় তবে তেতুলিয়াই এদের সবচেয়ে বেশি দেখা যায়। এরা বন, জলাশয়, চা বাগানের জমি বা শহরতলি সব জায়গায় থাকতে পারে।
খাদ্য
[সম্পাদনা]শাবাজের খাদ্যাভ্যাস বাজ পাখির মতো। এরা মাংশাসি। স্তন্যপায়ী, মেরুদন্ডি, সরিসৃপ সব ধরনের খাবার খায়। তবে বর্তমানে এদের খাদ্য সংকট দেখা দিয়েছে।
প্রজনন
[সম্পাদনা]শাবাজ একা থাকতে পছন্দ করলেও প্রজননের সময় জোড়ায় জোড়ায় বাস করে, অঞ্চল অনুসারে প্রজননের সময় ভিন্ন হয়। এ সময় তারা একটি নির্দিষ্ট সীমায় বাস করতে শুরু করে যাতে একে অপরকে ডাকতে সক্ষম হয়। শাবাজ সাদা উজ্জল বর্ণের ৩-৪ টি ডিম পাড়ে, ৫২-৮১ দিনের মধ্যে ডিম ফেটে নতুন বাচ্চা বের হয়।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ BirdLife International (২০১৩)। "Nisaetus cirrhatus"। IUCN Red List of Threatened Species (ইংরেজি ভাষায়)। আইইউসিএন। 2013: e.T22732090A50443847। ডিওআই:10.2305/IUCN.UK.2013-2.RLTS.T22732090A50443847.en ।