শান্তিসুধা ঘোষ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
শান্তিসুধা ঘোষ
জন্ম২৭ জুন ১৯০৭
মৃত্যু৭ মে ১৯৯২
নাগরিকত্ব ব্রিটিশ ভারত (১৯৪৭ সাল পর্যন্ত)
 পাকিস্তান (১৯৬৪ সাল পর্যন্ত)
 ভারত
পেশারাজনীতিবিদ
পরিচিতির কারণব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের অগ্নিকন্যা
উল্লেখযোগ্য কর্ম
পত্রিকা সম্পাদক, লেখক
রাজনৈতিক দলযুগান্তর দল
আন্দোলন'ভারত ছাড়', ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলন
পিতা-মাতা
  • ক্ষেত্রনাথ ঘোষ (পিতা)
  • অন্নদাসুন্দরী দেবী (মাতা)
আত্মীয়দেবীপ্রসাদ ঘোষ (ভাই)

শান্তিসুধা ঘোষ (২৭ জুন ১৯০৭ — ৭ মে ১৯৯২) ছিলেন ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের একজন ব্যক্তিত্ব।[১]

জন্ম ও পরিবার[সম্পাদনা]

শান্তিসুধা ঘোষ ২৭ জুন, ১৯০৭ সালে বরিশাল জেলায় জন্মগ্রহণ করেন। কিন্তু পিতৃভূমি ছিল বরিশালের গাভা গ্রামে। তার পিতার নাম ক্ষেত্রনাথ ঘোষ ও মাতার নাম অন্নদাসুন্দরী ঘোষ। দেবীপ্রসাদ ঘোষ ছিলেন তার জ্যেষ্ঠ ভ্রাতা।[২]

শিক্ষাজীবন[সম্পাদনা]

১৯২৪ সালে ম্যাট্রিকে পাশ করে ব্রজমোহন কলেজে ভর্তি হন। আই.এ পরীক্ষাতেও তৃতীয় স্থান অধিকার করেন এই মেধাবী ছাত্রী। অঙ্কে অনার্স নিয়ে তিনি ১৯২৮ সালে বি.এ. পাশ করেন। প্রেসিডেন্সি কলেজে মিশ্র-গণিত নিয়ে এম. এ. পড়েন।

রাজনৈতিক জীবন[সম্পাদনা]

ছাত্রী হিসাবে তিনি মেধাবী ছিলেন। কিন্তু ছাত্রাবস্থায় রাজনীতি করেন নাই। ১৯১৯ সালে জালিয়ানওয়ালাবগের হত্যাকাণ্ডের পড়ে নিজের মধ্যে রাজনৈতিক চেতনার জাগ্রত হয়। তিনি ১৯৩১ সালে মেয়েদের নিয়ে 'শান্তি বাহিনী' নামে সংঘ গড়ে তোলেন। ১৯৩৩ সালের ১১ নভেম্বর ভিক্টোরিয়া কলেজ থেকে সন্দেহক্রমে গ্রেপ্তার হন। 'ভারত ছাড়' আন্দোলনে যোগ দেয়ায় তিনি গ্রেপ্তার হন। ১৯৪২ সালে ২ সেপ্টেম্বর। 'নিখিল ভারত মহিলা সম্মেলনে'-এর ভারপ্রাপ্ত সদস্য ছিলেন।[২]

সাহিত্যকর্ম[সম্পাদনা]

  • গোলকধাঁধা
  • ১৯৩০ আল
  • নারী

তার সম্পাদিত দুটি পত্রিকার নাম-

  • জয়শ্রী
  • মন্দিরা[২]

মৃত্যু[সম্পাদনা]

শান্তিসুধা ঘোষ ৭ মে ১৯৯২ মৃত্যুবরণ করেন।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. ত্রৈলোক্যনাথ চক্রবর্তী (ঢাকা বইমেলা ২০০৪)। জেলে ত্রিশ বছর, পাক ভারতের স্বাধীনতা সংগ্রাম,ঢাকা: ধ্রুপদ সাহিত্যাঙ্গণ। পৃষ্ঠা ২২০। আইএসবিএন 984-8457-00-3  এখানে তারিখের মান পরীক্ষা করুন: |তারিখ=, |সংগ্রহের-তারিখ= (সাহায্য);
  2. কমলা দাশগুপ্ত (জানুয়ারি ২০১৫)। স্বাধীনতা সংগ্রামে বাংলার নারী, অগ্নিযুগ গ্রন্থমালা ৯কলকাতা: র‍্যাডিক্যাল ইম্প্রেশন। পৃষ্ঠা ১৭১-১৭৪। আইএসবিএন 978-81-85459-82-0