শানু

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
শানু
জাতীয়তাবাংলাদেশী
পেশাচলচ্চিত্র অভিনেত্রী
কর্মজীবন২০০১–বর্তমান
উল্লেখযোগ্য কর্ম
শিকারি
কঠিন শাস্তি
বউ শাশুড়ীর যুদ্ধ
তুমি বড় ভাগ্যবতী
কয়লা
আজকের নিশান
পুরস্কারবাংলাদেশ চলচ্চিত্র পুরস্কার (১ বার)

শানু একজন বাংলাদেশী অশ্লীল সময়ের অবসরপ্রাপ্ত জনপ্রিয় চিত্রনায়িকা,ডান্সার,মানবহিতৈষী,কলাম রাইটার, ফিল্ম প্রডিউসার এবং বিখ্যাত ব্যবসায়ী । তিনি ২০০৩ সালে মুক্তিপ্রাপ্ত আজাদী হাসনাত ফিরোজ পরিচালিত শাবনুরের বিখ্যাত চলচ্চিত্র বউ শাশুড়ীর যুদ্ধ সিনেমা অভিনয় করে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন।পরবর্তীতে তিনি অসংখ্য সুপারহিট সিনেমায় অভিনয় করেছেন তার মধ্যে উল্লেখযোগ্য হলোঃ- কঠিন শাস্তি, কয়লা, তুমি বড় ভাগ্যবতী, আজকের নিশান ইত্যাদি। [১]

নির্বাচিত চলচ্চিত্রসমূহ[সম্পাদনা]

  • রবি মাস্তান (১৯৯৯)
  • শিকারী (২০০১)
  • কঠিন শাস্তি (২০০১)
  • দুর্ধর্ষ পামেলা (২০০২)
  • মালা তুমি কার (২০০২)
  • দলপতি (২০০২)
  • জুয়াড়ী (২০০২)
  • খবরদার (২০০২)
  • ক্ষত বিক্ষত (২০০২)
  • তুমি বড় ভাগ্যবতী (২০০৩)
  • সত্য মিথ্যার লড়াই (২০০৩)
  • যুদ্ধ ঘোষণা (২০০৩)
  • রংবাজ ও পুলিশ (২০০৩)
  • মাসুদ রানা এখন ঢাকায় (২০০৩)
  • গড ফাদার (২০০৩)
  • বউ শাশুড়ীর যুদ্ধ (২০০৩)
  • শত্রুর মোকাবেলা (২০০৩)
  • বাঘে বাঘে লড়াই (২০০৩)
  • কালো হাত (২০০৪)
  • রঙ্গীন চশমা (২০০৪)
  • কঠিন সিদ্ধান্ত (২০০৪)
  • বাঁচাও (২০০৪)
  • প্রেমিকা ছিনতাই (২০০৪)
  • ভাড়াটে খুনী (২০০৪) - লাইজু
  • যৌথ বাহিনী (২০০৪)
  • আব্বাস দারোয়ান (২০০৪)
  • ফুটপাতের রাজা (২০০৪)
  • পাল্টা আক্রমণ (২০০৪)
  • ভণ্ড নেতা (২০০৪)
  • ঠ্যাকবাজ (২০০৫)
  • নয়া মাস্তান (২০০৫)
  • সদরঘাটের কুলি (২০০৫)
  • কয়লা (২০০৫)
  • বাজার (২০০৫)
  • ধান্ধা (২০০৫)
  • দুশমনের দুশমন (২০০৬)
  • এ দেশ কার! (২০০৬)
  • বাদশা ভাই এলএলবি (২০০৬)
  • লাষ্ট বর্ডার (২০০৬)
  • জিদ্দি পুলিশ (২০০৭)
  • নীতিবান অফিসার (২০০৮)
  • টাকাই যত গণ্ডগোল (২০০৮)
  • রাজু আমার ভাই (২০০৮)
  • নিষ্পাপ সন্তান (২০০৮)
  • রঙীলা মাইয়া
  • বোনের জন্য যুদ্ধ
  • ফুলের মতো বউ

পুরস্কার ও মনোনয়ন[সম্পাদনা]

বাংলাদেশ চলচ্চিত্র পুরস্কার

বছর পুরস্কার বিভাগ চলচ্চিত্র ফলাফল
২০০৩ জাতীয় চলচ্চিত্র পুরস্কার শ্রেষ্ঠ খলচরিত্রে অভিনেত্রী বউ শাশুড়ীর যুদ্ধ বিজয়ী[২]

২০০২ সাল থেকে ২০০৭ সাল পর্যন্ত তৎকালীন বিএনপি সরকার ক্ষমতায় থাকতে বহু পুরস্কার ও সম্মাননা পেয়েছিল।

শানুর প্রাপ্ত সম্মাননাঃ-

১। আনন্দ বিচিত্রা ফটো সুন্দরী প্রতিযোগিতায় প্রথম---২০০০ সাল

২।বাসসাস পুরস্কার, ২০০৪ সেরা সহঅভিনেত্রী

 তুমি বড় ভাগ্যবতী।

৩।ষ্টারস্কিন এওয়ার্ড-২০০৫-সেরা অভিনেত্রী

  সিনেমাঃ-কয়লা

৪।বেগম জিয়া গোল্ড মেডেলঃঃ- ২০০৬

  সিনেমাঃ-বাদশা ভাই LLb

৫।জাতীয় চলচ্চিত্র পুরস্কারঃঃ-- বউ শাশুড়ী যুদ্ধ

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. রাশিদ শাওন। চার দশকে আমাদের সেরা চলচ্চিত্রগুলোbdnews24। ২০ আগস্ট ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ নভেম্বর ২০১২ 
  2. "জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্তদের নামের তালিকা (১৯৭৫-২০১২)"বাংলাদেশ সরকার। বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন। সংগ্রহের তারিখ ২৫ মার্চ ২০১৯ 

বহিঃসংযোগ[সম্পাদনা]