শাওন চৌধুরী

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

শাওন চৌধুরী বাংলাদেশী বংশোদ্ভূত একজন বিখ্যাত ব্রিটিশ বক্সার। তিনি ইংল্যান্ডের লিভারপুলে অনুষ্ঠিত 'বৃটিশ অ্যামেচার ফ্রি স্টাইল বক্সিং চ্যাম্পিয়নশীপে' প্রতিদ্বন্দ্বী দুইবারের বৃটিশ চ্যাম্পিয়নকে হারিয়ে বৃটিশ অ্যামেচার বক্সিং চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করেন।[১][২]

শাওন চৌধুরী
জন্ম
পিতা-মাতা
  • শাহাব চৌধুরী (বাবা)
  • সাইদা চৌধুরী (মা)
আত্মীয়

প্রাথমিক পরিচয়[সম্পাদনা]

শাওন চৌধুরীর আদি বাড়ি বৃহত্তর সিলেটের সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলাধীন কুবাজপুর গ্রামে। শাহাব চৌধুরী ও সৈয়দা শাহনাজ হোসনে জাহান সাইদা চৌধুরীর পুত্র শাওন চৌধুরী লেখাপড়ার পাশাপাশি বক্সিংকে নিজের ক্যারিয়ার হিসেবে বেছে নিয়েছেন। ‌[২]

খেলাধুলা[সম্পাদনা]

২০২১ সালে ইংল্যান্ডের লিভারপুলে অনুষ্ঠিত বৃটিশ অ্যামেচার ফ্রি স্টাইল বক্সিং চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতায় প্রতিদ্বন্দ্বী সাবেক দুই বারের বৃটিশ চ্যাম্পিয়নকে হারিয়ে শাওন চৌধুরী ব্রিটিশ অ্যামেচার বক্সিং চ্যাম্পীয়ন হবার গৌরব অর্জন করেন।[২][১]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. TLT (২০২১-১২-০৬)। "সমগ্র ইউকের অ্যামেচার বক্সিং চ্যাম্পিয়ন হলেন ব্রিটিশ বাংলাদেশি শাওন চৌধুরী"The London Times (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২২-০৫-০৮ 
  2. "বৃটিশ অ্যামেচার বক্সিং চ্যাম্পিয়ন বাংলাদেশি শাওন"মানবজমিন। সংগ্রহের তারিখ ২০২২-০৫-০৮