শহীদ শামসুদ্দিন স্টেডিয়াম

স্থানাঙ্ক: ২৪°২৭′২০.৮০″ উত্তর ৮৯°৪২′৩৯.৩০″ পূর্ব / ২৪.৪৫৫৭৭৭৮° উত্তর ৮৯.৭১০৯১৬৭° পূর্ব / 24.4557778; 89.7109167
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(শহীদ সামসুদ্দীন স্টেডিয়াম থেকে পুনর্নির্দেশিত)
শহীদ শামসুদ্দিন স্টেডিয়াম
মানচিত্র
পূর্ণ নামশহীদ এ কে শামসুদ্দিন স্টেডিয়াম
প্রাক্তন নামজিন্না স্টেডিয়াম
সিরাজগঞ্জ জেলা স্টেডিয়াম
অবস্থানহোসেনপুর, সিরাজগঞ্জ বাংলাদেশ
স্থানাঙ্ক২৪°২৭′২০.৮০″ উত্তর ৮৯°৪২′৩৯.৩০″ পূর্ব / ২৪.৪৫৫৭৭৭৮° উত্তর ৮৯.৭১০৯১৬৭° পূর্ব / 24.4557778; 89.7109167
মালিকজাতীয় ক্রীড়া পরিষদ
পরিচালকসিরাজগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা
ক্ষেত্রফল১৩ একর
উপরিভাগঘাস
স্কোরবোর্ডনেই
ভাড়াটে
সিরাজগঞ্জ মোহামেডান (২০০৩)[১]

শহীদ শামসুদ্দিন স্টেডিয়াম (সিরাজগঞ্জ জেলা স্টেডিয়াম নামেও পরিচিত)[২] বাংলাদেশের একটি জেলা পর্যায়ের স্টেডিয়াম। স্থাপনাটি সিরাজগঞ্জ জেলার সদর থানায় সিরাজগঞ্জ পৌরসভার হোসেনপুরে স্টেডিয়াম ও সদর হাসপাতাল সড়কে পূর্বে অবস্থিত।[৩] স্টেডিয়ামটি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ইতিহাস বিজরিত স্থান। এই স্টেডিয়ামে নিয়মিত খেলা আয়োজনের পাশাপাশি বাংলাদেশের দিবসসমূহের বিভিন্ন অনুষ্ঠান আয়োজিত হয়।[৪] বাংলাদেশের বেশীর ভাগ স্টেডিয়ামের মত এই ক্রীড়া স্থাপনাটিও জাতীয় ক্রীড়া পরিষদের অধিভূক্ত ও এবং স্থানীয় সিরাজগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার তত্বাবধায়নে রয়েছে।[৫]

ইতিহাস[সম্পাদনা]

বাংলাদেশ স্বাধীনতা অর্জনের পূর্বে স্থাপনাটি 'জিন্না স্টেডিয়াম' নামে পরিচিত ছিল।[৬] স্বাধীনতা যুদ্ধ শুরু হওয়ার পর সিরাজগঞ্জ অঞ্চলের মুক্তিযোদ্ধারা এই স্টেডিয়ামে অস্ত্র চালনার প্রশিক্ষণ নিতেন।[৭] পরবর্তীতে মুক্তিযুদ্ধে পাক হানাদার বাহিনীর নির্যাতনে নিহত আবুল কালাম শামসুদ্দিনের সম্মানে স্থাপনাটির নাম 'এ কে শামসুদ্দিন স্টেডিয়াম' করা হয়।[তথ্যসূত্র প্রয়োজন]

অবকাঠামো[সম্পাদনা]

শহীদ শামসুদ্দিন স্টেডিয়াম ১৩ একর ভূমির উপর নির্মিত।[৩] এটির মাঠ চারপাশে গ্যালারির জন্য অতিরিক্ত স্থান আছে। গ্যালারি অর্ধ নির্মিত। গ্যালারিতে প্রবেশের চারটি প্রবেশপথ আছে। স্টেডিয়ামের বাহিরে দক্ষিণাংশে একটি জলাশয় রয়েছে।

আয়োজন[সম্পাদনা]

শহীদ শামসুদ্দিন স্টেডিয়ামে সিরাজগঞ্জ জেলা পর্যায়ের বিভিন্ন খেলাধুলা বিশেষ করে ক্রিকেট ও ফুটবলের নিয়মিত আয়োজন হয়।[৮][৯] নিয়মিত ক্রীড়ানুষ্ঠান ছাড়াও স্টেডিয়ামটিতে বাংলাদেশের জাতীয় দিবসের কুচকাওয়াজ অনুষ্ঠানের জন্য ব্যবহৃত হয়।[৪]

২০০৩ সালের ১৮-২৯ জুন জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ (বাংলাদেশ)-এর সিরাজগঞ্জ অঞ্চলের বাছাইপর্বের খেলা এই স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছিল।[১]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "তৃতীয় জাতীয় ফুটবল লীগ ২০০৩"www.rsssf.com। ২০২১-১০-১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-১২-২৯ 
  2. "অন্যান্য সকল স্টেডিয়াম"জাতীয় ক্রীড়া পরিষদ। ২০২০-০২-০২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০১-১৯ 
  3. "ক্রীড়াঙ্গন স্থবির, স্টেডিয়ামে চরে গরু-ছাগল"প্রথম আলো। ২০১৫-১১-১৮। সংগ্রহের তারিখ ২০২০-১২-২৯ 
  4. "নানা আয়োজনে সারাদেশে বিজয় দিবস পালিত"বাংলা ট্রিবিউন। ২০১৫-১২-১৬। ২০১৯-১১-০২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-১২-২৯ 
  5. "সিরাজগঞ্জ জেলা খেলাধুলা ও বিনোদন অবকাঠামো"সিরাজগঞ্জ জেলা আনুষ্ঠানিক বাতায়ন। ২০২১-০১-১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-১২-২৯ 
  6. "মুক্তিযুদ্ধের গল্পঃ সাধারণের চোখে মুক্তিযুদ্ধ"অভিযাত্রা। ২০২০-১১-২৪। ২০২১-০১-১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-১২-২৯ 
  7. "মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাঃ সিরাজগঞ্জ জেলা"সিরাজগঞ্জ জেলা আনুষ্ঠানিক বাতায়ন (ইংরেজি ভাষায়)। ২০২১-০১-১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-১২-২৯ 
  8. "সিরাজগঞ্জে প্রথম বিভাগ ফুটবল লিগ শুরু"সময় টিভি। ২০১৮-০৭-২৮। সংগ্রহের তারিখ ২০২০-১২-২৯ 
  9. "সিরাজগঞ্জে ৩৩তম আন্তঃজেলা ক্রিকেট প্রতিযোগিতা শুরু"বাংলানিউজটোয়েন্টিফোর.কম। ২০১৩-০৬-০৭। সংগ্রহের তারিখ ২০২০-১২-২৯ 

বহিঃসংযোগ[সম্পাদনা]