শহীদ আবু সাইদ সুইমিংপুল
শহীদ আবু সাইদ সুইমিংপুল | |
---|---|
২৫°৪৫′৩৫″ উত্তর ৮৯°১৫′০৩″ পূর্ব / ২৫.৭৫৯৭২৪২৪০° উত্তর ৮৯.২৫০৯৬৪° পূর্ব | |
ঠিকানা | রংপুর স্টেডিয়াম কমপ্লেক্স, ইসলামপুর (হনুমানতলা) |
ডাককোড | রংপুর - ৫৪০২ |
খোলা | ২ আগস্ট, ২০২৩ |
পরিচালনায় | রংপুর জেলা ক্রীড়া সংস্থা |
মালিকানাধীন | জাতীয় ক্রীড়া পরিষদ |
স্থাপত্য | টেকনিপ করপোরেশন |
পূর্বতন নাম | শেখ রাসেল সুইমিংপুল (২ আগস্ট, ২০২৩ - ২৭ মে, ২০২৫) |
অবস্থা | সক্রীয় |
খরচ | ৳ ১০.৬৯ কোটি[১] |
দৈর্ঘ্য | ২৫ ফুট |
বৈশিষ্ট্য | |
পানি শোধনাগার যুক্ত ৫ লেনের পুল |
শহীদ আবু সাইদ সুইমিংপুল ২০২৩ সালে প্রতিষ্ঠিত বাংলাদেশের জেলা পর্যায়ের একটি সাঁতার ক্রীড়া আয়োজন ও প্রশিক্ষণ সুইমিংপুল। এটি রংপুর নগরীর ইসলামপুরে (হনুমানতলা) শেখ রাসেল স্টেডিয়াম কমপ্লেক্সের অভ্যন্তরে অবস্থিত।[২][৩] বাংলাদেশের সকল সাঁতার ক্রীড়া আয়োজনের সরকারি ভেন্যুর মতই এটি জাতীয় ক্রীড়া পরিষদের অধিভূক্ত এবং স্থানীয় রংপুর জেলা ক্রীড়া সংস্থার তত্ত্বাবধায়নে রয়েছে।[৪] সক্রীয় হওয়ার পর বালক ও বালিকাদের সাতার প্রশিক্ষণ শুরু হয়।[৫]
ইতিহাস
[সম্পাদনা]যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ২০১৯ সালে রংপুর স্টেডিয়াম কমপ্লেক্সে বিশদ সংস্কার ও উন্নয়নের গণযোগাযোগ কেন্দ্র, ইনডোর স্টেডিয়াম, খেলোয়াড়দের আবাস, সেমিনারে রুম, সভা কক্ষ, প্রেসবক্সে নির্মাণের প্রকল্প শুরু করে। একই প্রকল্পের অধিকতর উন্নয়নের অংশ হিসেবে স্টেডিয়াম কমপ্লেক্সের অভ্যন্তরে সুইমিংপুল নির্মাণ উদ্যোগ নেওয়া হয়। ২০২২ সালের জানুয়ারিতে টেকনিপ কর্পোরেশন প্রকল্পের অন্যান্য স্থাপনার সাথে সুইমিংপুলের নির্মাণ সম্পন্ন হয়। নির্মাণে ১০ কোটি ৬৯ লাখ ৪১ হাজার টাকা ব্যয় হয়।[১] ২০২৩ সালের ২ আগস্ট শেখ রাসেলের নামে সুইমিংপুলের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।[৬] ২০২৫ সালের ২৮ মে স্থাপনাটির নাম আবু সাইদের মরনোত্তর সম্মানে পরিবর্তন করা হয়েছে।[৭]
কাঠামো
[সম্পাদনা]শেখ রাসেল সুইমিংপুল ৫ লেনবিশিষ্ট ২৫ মিটার দীর্ঘ খোলা আকাশের নিচে উন্মুক্ত সুইমিংপুল।[১] পুলের দুইপাশে দোতলা দর্শক গ্যালারি ছাড়া, প্যাভিলিয়ন ও অভ্যন্তরীণ সীমানাপ্রাচীর আছে। পুলে পানি সরবরাহের জন্য ভূগর্ভস্থ জলাধার, ৬ ইঞ্চি ব্যাসের গভীর নলকূপসহ পানি শোধনাগার যুক্ত আছে।[২]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ ক খ গ হিমেল, রেদওয়ান (২০২৩-০৫-১৭)। "আবাসিক সংকটের কারণে উপেক্ষিত শেখ রাসেল স্টেডিয়াম"। সময় টিভি। ২০২৩-০৫-১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২৪-০৯-০১।
- ↑ ক খ ইসলাম, সাইফুল (২০২২-১১-১০)। "রংপুরে উদ্বোধনের অপেক্ষায় শেখ রাসেল স্টেডিয়াম"। দৈনিক সময়ের আলো। ২০২৪-০৯-০১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২৪-০৯-০১।
- ↑ "আন্তর্জাতিক মানের স্টেডিয়াম হবে রংপুরে"। দৈনিক সময়ের আলো। ২০২৩-০৮-২৪। সংগ্রহের তারিখ ২০২৪-০৯-০১।
- ↑ "জাতীয় ক্রীড়া পরিষদের নিয়ন্ত্রণাধীন ক্রীড়া স্থাপনা" (পিডিএফ)। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় (বাংলাদেশ)। ৭ জানুয়ারি ২০২২ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২২-০১-০৭।
- ↑ "রংপুরে শেখ রাসেল সুইমিংপুলে সাতার প্রশিক্ষণের উদ্বোধন"। সংবাদ সারাবেলা। ২০২৩-০৪-২৭। সংগ্রহের তারিখ ২০২৪-০৯-০১।
- ↑ "প্রধানমন্ত্রীর অপেক্ষায় রংপুরবাসী"। ঢাকা পোস্ট। ২০২৩-০৮-০১। সংগ্রহের তারিখ ২০২৪-০৯-০১।
- ↑ "১৯৫টি স্টেডিয়াম-স্থাপনার নাম পরিবর্তন"। সময় টিভি। ২০২৫-০৫-২৮। সংগ্রহের তারিখ ২০২৫-০৫-২৯।